
ইংরেজিতে ভালো করার উপায় | ১০ টি গোপন কৌশল
ইংরেজি শেখার সময় স্পোকেন প্রাকটিস করা খুব সম্ভবত সবথেকে মজার পার্ট। আপনি যখন খুব কম ইংরেজি বলতে পারেন, সেখান থেকে ইংলিশ স্পোকেনে দক্ষ হওয়া বেশ সহজ যদি আপনি সঠিক পদ্ধতিতে এগিয়ে যান। ইংরেজি বিশ্বের বেশিরভাগ দেশে কমন ভাষা হিসাবে ব্যবহৃত হওয়ায় আপনার ইংরেজি দক্ষতা নিঃসন্দেহে নানাভাবে সাহায্য করবে। আপনি যতো বেশি ইংলিশে ফ্লুয়েন্ট হবেন আপনার ক্যারিয়ার গ্রাফ ততো উন্নতির দিকে যাবে। তাছাড়া দেশের বাইরে উচ্চ শিক্ষা বা অন্যান্য সুযোগ সুবিধা পাওয়ার সম্ভাবনাও থাকে।
সুতরাং আপনি জীবনের যে অবস্থায়ই থাকেন না কেন স্পোকেন ইংলিশে দক্ষতা বাড়ানোর চেষ্টা আপনার সামনের দিনগুলোতে নতুন নতুন সুযোগ তৈরি করে দিবে। আর সেজন্য আপনি যদি স্পোকেনে ইংলিশে ভালো করতে চান এবং এ্যাকসেন্ট (Accent) সমস্যা কাটিয়ে উঠে আরও ফ্লুয়েন্ট (fluent) হতে চান তাহলে নিচে বর্ণিত ১০ টি উপায় আপনাকে আরও বেশি সাহায্য করবে।
Spoken English এ দক্ষতা বাড়ানোর ১০ টি সহজ উপায় | ইংরেজিতে ভালো করার উপায়
আপনি যদি ক্লাসরুম ছাড়াই স্পোকেন ইংলিশে দক্ষতা বাড়াতে চান তাহলে নিচের কৌশলগুলো অবলম্বন করুন। একজন নেটিভের মতো নিজেকে গড়ে তুলতে আপনাকে ইনশাআল্লাহ সহায়তা করবে।
১. ফাউন্ডেশনকে মজবুত করুন | ইংরেজিতে ভালো করার উপায়
যেকোন ভাষায় ভালো করার প্রধান শর্ত হলো সে ভাষার গ্রামার এবং ভোকাবুলারি উন্নত করা। সেজন্য ইংরেজির স্পিকিং এ দক্ষ হতে প্রতিদিন কয়েকটি করে নতুন শব্দ শিখুন। একটা নির্দিষ্ট টার্গেট নিয়ে এগিয়ে যান। সেটি দিনে ৩ বা ৫ টা শব্দ হতে পারে, এভাবে এগিয়ে যান। এমনকি দিনে ১ টি নতুন শব্দ শিখলেও তা আপনাকে শিখতে হবে। সেই সাথে idioms and phrases ও শেখার লিস্টে রাখুন। তাহলেই আপনি দ্রুত ইংরেজিদে কথা বলায় দক্ষ হয়ে উঠতে পারবেন।
একইভাবে ইংরেজির বেসিক গ্রামারে আপনাকে ভালো হতে হবে। বিশেষ করে বাক্য গঠন (Sentence Formation), ভার্ব (Verb) বা টেন্সের (Tense) সঠিক ব্যবহার ইত্যাদিতে আপনাকে দক্ষ হতে হবে। যদিও কমিউনিকেটিভ ইংলিশ শেখার ক্ষেত্রে গ্রামার মুখ্য বিষয় নয় তবুও আপনি গ্রামারে দক্ষ হলে আপনার কনফিডেন্স লেভেলটা ভালো হবে, কাল ঠিক রেখে কথা বলতে পারবেন। সুতরাং ইংলিশ স্পোকেনে ভালো করার প্রথম শর্ত ভোকাবুলারি বৃদ্ধি করা এবং বেসিক গ্রামারে নিজেকে উন্নত করা।
২. কথা বলুন | ইংরেজিতে ভালো করার উপায়
যেহেতু আপনার প্রধান লক্ষ্য স্পোকেন ইংলিশে ভালো করা সুতরাং আপনাকে ইংরেজিতে কথা বলা শুরু করতে হবে। কথা না বলে অন্য যতো পদ্ধতিই অবলম্বন করুন না কেন আপনার স্পোকেন ইংলিশে ভালো করা কঠিন হবে। সেজন্য আপনি আপনার বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলুন। সর্বদা যে কাজগুলো করেন তা ইংরেজিতে বলা প্রাকটিস করুন। আমাদের মতো দেশে থেকে ইংরেজিতে কথা বলাও অনেকটা মুশকিল। সেক্ষেত্রে আপনি উপযুক্ত পরিবেশ না পেলে নিজের সাথে নিজে কথা বলুন। আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলুন। প্রতিদিন মিনিমাম ৩০ মিনিট আপনাকে ইংরেজিতে কথা বলতেই হবে যদি আপনি দ্রুত স্পোকেন ইংলিশে উন্নতি করতে চান। আর সেজন্য আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে।
৩. আপনার উচ্চারণের প্রতি মনোযোগ দিন | ইংরেজিতে ভালো করার উপায়
এভাবে আপনি ধীরে ধীরে ইংরেজিতে কথা বলায় অভ্যস্ত হয়ে যাচ্ছেন। মোটামুটি আপনি প্রতিদিন ইংরেজিতে কথা বলা প্রাকটিস করছেন। এখন আপনাকে ১-২ সপ্তাহ পর থেকে আপনার উচ্চারণের প্রতি মনোযোগ দিতে হবে। এজন্য আপনাকে ডিকশোনারী ব্যবহার করে, কিংবা ভিডিও দেখে উচ্চারণ প্রাকটিস করতে হবে। হয়তো আপনি প্রতিদিন কয়েকটি করে শব্দ সঠিক উচ্চারণে বলার প্রাকটিস করছেন। প্রথম দিকে হয়তো খুব ভালো হবে না, তবে আপনি কয়েক সপ্তাহ অনুশীলন করলে নিজের উন্নতি দেখতে পাবেন। আর এভাবে নিজের উচ্চারণে পারফেক্ট হওয়ার চেষ্টা আপনার অ্যাকসেন্টগত সমস্যা দূর করতে সহযোগিতা করবে।
৪. ইংরেজি শিখুন মোবাইল অ্যাপ দিয়ে| ইংরেজিতে ভালো করার উপায়
মোবাইল অ্যাপের মাধমে ইংরেজি অনুশীলনের থেকে ভালো আর কি হতে পারে? কেননা আপনি যখন খুশি, যেখানে খুশি, চলতে-ফিরতে আপনার ইংরেজি পাঠগুলো অনুশীলন করে নিতে পারেন।
সত্যিকার অর্থেই তাই। Google Play Store এ এমন অনেক English Learning Android App আছে, যা দিয়ে আপনি সহজে এবং বিনামূল্যে ইংরেজি শিখতে পারবেন। এ অ্যাপগুলো বেসিক থেকে এডভান্সড সবার জন্য বেশ সুবিধাজনক। এমন কিছু অ্যাপ হচ্ছে;
- LearnEnglish Grammar (UK edition)
- Knudge
- Quizlet
- Learn English Grammar
- Busuu
উপরে উল্লেখিতে প্রতিটি অ্যাপ একদম ফ্রি এবং সারাবিশ্বের লাখ লাখ ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয়। এর মধ্য কিছু অ্যাপ রয়েছে, যাতে আপনি টেস্ট দিতে পারবেন। আবার কিছু অ্যাপে বিশাল কমিউনিটির সাথে ইংরেজি কথা বলে প্রাকটিসও করতে পারবেন।
৫. উচ্চস্বরে প্রতিদিন ইংরেজি পড়ুন | ইংরেজিতে ভালো করার উপায়
আপনি কিছু পছন্দের টপিকসের ইংরেজি বই সংগ্রহ করুন। আবার একটি ইংরেজি পত্রিকা বা ম্যাগাজিন রাখতে পারেন। যেসব বিষয় আপনি পড়ছেন তা শব্দ করে পড়ুন। এটি আপনার কথা বলার জড়তা কাটিয়ে উঠতে বেশ সহায়তা করবে। আপনি কোন রোমান্টিক উপন্যাস বা গল্পের বেই কিনে নিতে পারেন। আসল কথা আপনার যে বিষয় সম্পর্কে জানতে বা পড়তে ইচ্ছা করে তা থেকে পড়ুন। তাহলে আপনার পড়ার অভ্যাসটা তৈরি হবে আবার প্রতিদিন প্রাকটিস করতেও ক্লান্ত লাগবে না।
আরো পড়ুন: এসএসসি ইংরেজি ১ম পত্র ফাইনাল সাজেশন ২০২৪
৬. ইংরেজি মুভি বা সংবাদ দেখুন| ইংরেজিতে ভালো করার উপায়
ইংরেজিতে কথা বলার একটি স্মার্ট পদ্ধতি হচ্ছে ইংলিশ অ্যাকসেন্ট (বাচনভঙ্গি) অনুসরণ করা। ইংরেজি যাদের মাতৃভাষা, তাদের মত করে স্মার্টলি ইংরেজি বলতে চাইলে তাদের বাচনভঙ্গি আয়ত্বে আনতে হবে। যেমন আমরা বলি Education (এডুকেশন)। কিন্তু একজন আমেরিকান এই একি শব্দকে বলবে এজুকেশন। এখানেই পার্থক্য।
যেহেতু সরাসরি আপনার কোন ন্যাটিভ ইংলিশ স্পিকারের সাথে কথা বলার বা শোনার সুযোগ নেই, তাই ইংরেজি সিনেমা বা টেলিভিশন সংবাদ হতে পারে অন্যতম সুযোগ। সিনেমা দেখে আপনি ইংরেজি অ্যাকসেন্ট রপ্ত করতে পারেন। টিভি নিউজও এক্ষেত্রে বেশ কার্যকরি হবে।
এর ফলে বিদেশিরা ইংরেজি শব্দগুলো কীভাবে উচ্চারণ করে, আপনি তা অবগত হবেন। একই সাথে বিভিন্ন শব্দ উচ্চারণের সময় মুখের ভঙ্গিমা (Expression) সম্পর্কে জানতে পারবেন। যা আপনাকে ইংরেজি শেখার এডভান্স লেভেলে নিয়ে যাবে।
তবে শুরুতেই আমেরিকান মুভিগুলো না দেখাই ভালো। কারণ, শুরুতেই এসব এডভান্স মুভির ডায়লগ আপনার জন্য সহজ মনে হবে না। তাই শুরু করুন উপমহাদেশীয় ইংরেজি শর্টফিল্মগুলো দিয়ে। যেমন ভারতীয় অনেক শর্টফিল্ম রয়েছে, যা ইংরেজিতে তৈরি। এ ফিল্মগুলোর ডায়লগ নতুনদের জন্য অনেক সহজবোধ্য হয়ে থাকে।
৭. ফিল্ম দেখুন | ইংরেজিতে ভালো করার উপায়
আপনি অনেক ইংরেজি মুভি পাবেন যা আপনার পছন্দের সাথে যায়। যদি আপনি মুভি দেখতে পছন্দ নাও করেন তবু ইংরেজি শেখার স্বার্থে কিছু মুভি ডাউনলোড করে দেখতে থাকুন। এমনকি আপনি ইউটিউবে অনেক মুভি ও ড্রামা সিরিজ পাবেন যা দেখতে পারেন। আপনার লক্ষ্য স্পিকিং এ ভালো করা। সুতরাং আপনি তাদের কথা বলার ধরণ, উচ্চারণ স্টাইল ইত্যাদি লক্ষ্য করুন। মাঝে মাঝে নিজেও ওদের সাথে উচ্চারণ করুন। দেখবেন আপনার স্পোকেন ইংলিশে উন্নতি হবে বেশ। আমি অনেক মানুষকে জানি যারা খুব দারুণ ইংরেজি বলতে পারেন—তারা শুধুমাত্র ইংরেজি মুভি, টিউটোরিয়াল কিংবা ড্রামা সিরিজ দেখেই নিজেদের উচ্চারণে উন্নতি করেছে এবং কথা বলার ধরণও বদলে ফেলেছে অনেকাংশে। তাদের কথা শুনলে মনে হয় নেটিভ কারও সাথে কথা বলছেন আপনি।
আরো পড়ুন: এইচএসসি ইংরেজী ২য় পত্র ১০০% কমন সাজেশন-২০২৪
৮. পাবলিক স্পিকিং ইভেন্টে যোগ দিন | ইংরেজিতে ভালো করার উপায়
আপনার স্পিকিং এ ভালো করার অন্যতম শর্ত অন্যের সাথে ইন্টারেকশন বাড়াতে হবে। সুতরাং কোন ইংলিশ রিলেটিড ইভেন্ট, ওয়ার্কশপ বা অনলাইন মিটিং ইত্যাদির সুযোগ পেলে মিস করা যাবে না। আপনি সেখানে নিজের স্পোকেন দক্ষতা ব্যবহার করতে পারবেন। তাছাড়া আপনার জড়তা কেটে যাবে আবার আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে। একই সাথে আপনি আপনার শেখাটা রিয়েল টাইমে এক্সপেরিমেন্ট করতে পারবেন। সুতরাং এ ধরণের পাবলিক স্পিকিং ইভেন্টে যোগ দিন প্রতিনিয়ত।
৯. স্পোকেন শিখুন| ইংরেজিতে ভালো করার উপায়
ইংরেজি শিখে তা প্রয়োগের চূড়ান্ত ধাপ হচ্ছে স্পোকেন। আপনি ইংরেজি জানেন, কিন্তু কোথাও বলার প্রয়োজন হলে তখন বলতে পারেন না। এর মানে আপনি ইংরেজির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটিতেই ব্যর্থ। স্পোকেনে ভালো করতে না পারলে আপনার ইংরেজি শেখা সম্পূর্ণ নিরর্থক হয়ে যাবে।
- স্পোকেন কি? ইংরেজিতে স্বাচ্ছন্দ মত কথা বলাই স্পোকেন ইংলিশ। আপনি যখন কারো সাথে ইংরেজিতে কথা বলার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে পারবেন, তখন তাকে স্পোকেন ইংলিশ বলা হয়। ভালো চাকরি পেতে কিংবা বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণ করতে হলে স্পোকেন ইংলিশে ভালো দক্ষতা থাকা বাধ্যতামূলক।
ইংরেজিতে স্পোকেন শেখার দুর্দান্ত একটি বই হচ্ছে ঘরে বসে স্পোকেন ইংলিশ। আপনি কোথাও কোচিং না করে শুধুমাত্র এ বইটির সাহাযে ইংলিশ স্পোকেনে অনেক এগিয়ে যেতে পারেন। এ বইটি আপনাকে শেখাবে:
- কীভাবে ইংরেজিতে প্রশ্ন করতে হয়
- কীভাবে প্রশ্নের উত্তর দিতে হয়
- কীভাবে নতুন কারো সাথে পরিচিত হতে হয়
- কর্মক্ষেত্রে কীভাবে ইংরেজি বলতে হয়
এগুলো ছাড়াও আমাদের জীবনে প্রতিদিন ব্যবহার করতে হয় এমন শত শত বাক্য এ বইয়ে আপনি পাবেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এর সবকিছুই আপনি পাচ্ছেন বাংলায় ব্যাখ্যাসহ। চমৎকার এ বইটির PDF মূল্য মাত্র ৬৫ টাকা। নিচের বাটনে ক্লিক করে বইটি কিনে আপনার স্পোকেন ইংলিশ শেখার যাত্রা আরো মসৃণ করে তুলুন।
আরো পড়ুন: এইচএসসি ইংরেজী ২য় পত্র ১০০% কমন সাজেশন-২০২৪
১০. একজন মেন্টরের সহায়তা নিন | ইংরেজিতে ভালো করার উপায়
আপনি উপরোক্ত উপায় অনুসারে এগিয়ে গেলে আপনার ইংরেজিতে কথা বলার স্কিল দ্রুত উন্নত হবে। তবুও যদি আপনার সুযোগ থাকে তাহলে একজন মেন্টরের সহায়তা নিন যিনি আপনাকে আরও অনেক সহজ পন্থা দেখিয়ে দিবে এবং আপনাকে আপনার পরিবেশ এবং বর্তমান দক্ষতা অনুসারে কি করা উচিত তাও শিখিয়ে দিবে। আর এখন অনলাইনেও আপনি ইংরেজি স্পিকিং শেখার বেশ ভালো মানের কোর্স পাবেন যা আপনাকে দ্রুত ইংরেজিতে দক্ষ হতে বা কথা বলতে সহায়তা করবে।
শেষ কথা| ইংরেজিতে ভালো করার উপায়
প্রযুকক্তির দারুণ উৎকর্ষে ইংরেজিতে ভালো করার উপায় বলে শেষে করা যাবে না। আজকের এই আর্টিকেলে আমরা এমনই গুরুত্বপূর্ণ এবং সর্বাধিক গ্রহণযোগ্য ১০ টি উপায় আলোচনা করলাম। যা অনুসরণ করে আপনি ইংরেজিতে বেশ ভালো দক্ষতার্জন করতে পারেন।
সর্বোপরি আপনি উপরের ১০ টি টিপস মেনে চললে আপনার স্পিকিং দক্ষতা বাড়ানো খুব সহজ হবে। তবে একজন মেন্টর্সের সহায়তা নিতে পারলে সম্পূর্ণ প্রসেসটি আরও দ্রুততর হবে। তবে মনে রাখবেন স্পিকিং এ ভালো করার জন্য প্রাকটিস হলো সবথেকে বড় মাধ্যম। আর কোন কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।
আশা করছি আমাদের আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে।আমাদের যেকোনো আপডেট মিস না করতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ দেখার জন্য।
পাঠ্য.ইনফো কে ফেসবুক পেজ ফলো করুন।