এসএসসি জীব বিজ্ঞান -অধ্যায় ১(জীবন পাঠ) সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
আমাদের দেশে জীববিজ্ঞানকে আলাদা সাবজেক্ট হিসেবে নিয়ে পড়াশোনা শুরু হয় নবম-দশম শ্রেণি থেকে। এটা আমাদের কাছে একটা নতুন সাবজেক্ট। আর তাই, এতে ভালো করার জন্য বছরের শুরু থেকেই পরিশ্রম করতে হবে। সময় দিতে হবে, চমৎকার এই সাবজেক্টটিতে।
জীববিজ্ঞানের বিষয়বস্তু প্রাণ বা জীবন কেন্দ্রিক। যেহেতু আমরা যারা জীববিজ্ঞান পড়ি তারা নিজেরাও প্রাণি। তাই জীবনবিজ্ঞানকে একদম নিজেদের সম্পর্কে জানার বিজ্ঞান বললেও খুব বেশি ভুল হয় না। আর একারণেই জীববিজ্ঞান বিষয়টি আরও অনেক বেশি ইন্টারেস্টিং।
এই ইন্টারেসটিং বিষয়টি নিয়ে তোমরা অবশ্যই মূল বই বেশি বেশি পড়ে শিখবে এবং জানবে। এর পাশাপাশি ভালো করতে হবে পরীক্ষাতেও। আর সেজন্য প্রয়োজন নিয়মিত অনুশীলন করা। বহুনির্বাচনী প্রশ্ন সমাধান করাটা এক্ষেত্রে খুব কাজে আসে।
এসএসসি জীব বিজ্ঞান -অধ্যায় ১(জীবন পাঠ) সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
নিচে এসএসসি জীব বিজ্ঞান – অধ্যায় ১ (জীবন পাঠ) এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর উত্তর দেওয়া হলোঃ
১।দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম লেখো ?
উত্তরঃ দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম copsychus saularis
২। জীববিজ্ঞানের জনক কে ?
উত্তরঃ গ্রীক দার্শনিক এরিস্টটল হলেন জীববিজ্ঞানের জনক।
৩। দেহ কোষ কাকে বলে ?
উত্তরঃ জীবের দেহ গঠনে অংশগ্রহণকারী কোষ কে দেহ কোষ বলে।
৪। কুনো ব্যাঙ এর বর্তমান বৈজ্ঞানিক নাম ?
উত্তরঃ কুনো ব্যাঙ বৈজ্ঞানিক নাম হলো- Duttaphrynus melanostictus
৫। অ্যানিমিয়া কি ?
উত্তরঃ রক্তে হিমোগ্লোবিনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে কমে যাওয়াই হল অ্যানিমিয়া।
এসএসসি জীব বিজ্ঞান -অধ্যায় ১(জীবন পাঠ) সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
৬। লসিকা কি ?
উত্তরঃ ঈষৎ ক্ষারীয় স্বচ্ছ হলুদ বর্ণের তরল যোজক কলাই হলো লসিকা যা লসিকা নালিতে অবস্থান করে।
৭। ফুল কি ?
উত্তরঃ প্রজননের উদ্দেশ্য পরিবর্তিত বিটপই ফুল।
৮। ICZN এর পূর্ণরূপ লিখো ?
উত্তরঃ ICZN এর পূর্ণরূপ হলো- International code of Zoological Nomenclature
৯। দ্বি-পদ নামকরন কে প্রবর্তন করে ?
উত্তরঃ দ্বিপদ নামকরন প্রবর্তন করেন ক্যারোলাস লিনিয়াস।
১০। কনজুগেশন কি ?
উত্তরঃ জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক এরূপ দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যে যৌন প্রজনন ঘটে তাই কনজুগেশন।
এসএসসি জীব বিজ্ঞান -অধ্যায় ১(জীবন পাঠ) সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১১। কপাটিকা কি ?
উত্তরঃ হৃদপিন্ডের অলিন্দ,নিলয় ও ধমনির মধ্য দিয়ে রক্ত চলাচলের জন্য কিছু ছিদ্রপথ আছে তা নিয়ন্ত্রণের জন্য যে ঢাকনা থাকে তাই হলো কপাটিকা।
১২। শ্রেণীবিন্যাস কি ?
উত্তরঃ পারস্পরিক সাদৃশ্য ও বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে জীবকে সাজানো বা বিন্যাসকরণই হলো শ্রেণীবিন্যাস।
১৩। আরশোলার বৈজ্ঞানিক নাম কি?
উত্তরঃ আরশোলার বৈজ্ঞানিক নাম হচ্ছে Periplaneta americana
১৪। হিস্টোলজি কি?
উত্তরঃ জীব বিজ্ঞানের যে শাখায় জীবদেহের টিস্যুসমূহের গঠন, বিন্যাস ও কার্যাবলী নিয়ে আলোচনা করা হয় সে শাখাই হলো হিস্টোলজি।
১৫। এরিস্টটল কোন দেশের অধিবাসী ছিলেন?
উত্তরঃ অ্যারিস্টোটল গ্রীস দেশের অধিবাসী ছিলেন।
এসএসসি জীব বিজ্ঞান -অধ্যায় ১(জীবন পাঠ) সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১৬। জীববিজ্ঞানের প্রধান দুটি শাখা কি কি?
উত্তরঃ জীব বিজ্ঞানের প্রধান দুটি শাখা হলো উদ্ভিদ ও প্রাণী।
১৭। টমাস কেভলিয়ার স্মিথ প্রোটিস্টা রাজ্যকে কয় ভাগে ভাগ করেন?
উত্তরঃ টমাস কেভলিয়ার স্মিথ প্রোটিস্টা রাজ্যকে দুইভাগে ভাগ করেন।
১৮। জীবজগৎ কে ফাইভ কিংডমে ভাগ করার প্রস্তাব করেন কে?
উত্তরঃ আর এইচ হুইটেকার।
১৯। কোন রাজ্যের জীব কোষে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা অনুপস্থিত?
উত্তরঃ মনের রাজ্যের জীব কোষে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা অনুপস্থিত।
২০। নীলাভ সবুজ শৈবাল কোন রাজ্যের জীব?
উত্তরঃ নীলাভ সবুজ শৈবাল মনেরা রাজ্যের জীব।
এসএসসি জীব বিজ্ঞান -অধ্যায় ১(জীবন পাঠ) সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
২১। মাশরুমের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত?
উত্তরঃ মাশরুমের কোষ প্রাচীর কাইটিন দ্বারা গঠিত।
২২। উন্নত টিস্যু তন্ত্র বিদ্যমান কোন রাজ্যে?
উত্তরঃ উন্নত টিস্যু তন্ত্র প্ল্যানটি রাজ্যে বিদ্যমান।
২৩। দেহে জটিল টিস্যু তন্ত্র থাকে কোন রাজ্যে?
উত্তরঃ দেহের জটিল টিস্যু তন্ত্র থাকে আনিমেলিয়া রাজ্যে।
২৪। জীবের শ্রেণি বিন্যাসের সর্বোচ্চ একক কি?
উত্তরঃ জীবের শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ একক হলো জগৎ।
২৫। জীবের শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক কোনটি?
উত্তরঃ জীবের শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক হলো প্রজাতি।
এসএসসি জীব বিজ্ঞান -অধ্যায় ১(জীবন পাঠ) সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
২৬। জীবের বৈজ্ঞানিক নাম কয়টি অংশ নিয়ে গঠিত?
উত্তরঃ জীবের বৈজ্ঞানিক নাম দুটি অংশ নিয়ে গঠিত।
২৭। গোল আলুর বৈজ্ঞানিক নামের গন নাম কোনটি?
উত্তরঃ দুয়েল পাখির বৈজ্ঞানিক নামের গণ নাম হলো Solanum
এসএসসি জীব বিজ্ঞান -অধ্যায় ১(জীবন পাঠ) সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
আশা করছি আমাদের আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে।আমাদের যেকোনো আপডেট মিস না করতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ দেখার জন্য।
পাঠ্য.ইনফো কে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো করুন।