এস.এস.সি || জীববিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্ন (SSC Biology MCQ)ষষ্ঠ অধ্যায়: জীবে পরিবহণ

এস.এস.সি || জীববিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্ন (SSC Biology MCQ)ষষ্ঠ অধ্যায়: জীবে পরিবহণ

এস.এস.সি || জীববিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্ন (SSC Biology MCQ)ষষ্ঠ অধ্যায়: জীবে পরিবহণ

নবম দশম শ্রেণির জীববিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়: জীবে পরিবহণ। এই অধ্যায়ের উপর রচিত বহুনির্বাচনী প্রশ্নের আরও একটি পর্বে তোমাদের স্বাগতম। এর আগে আমরা জীববিজ্ঞান বইয়ের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় এর উপর রচিত বহুনির্বাচনী প্রশ্ন প্রকাশ করেছিলাম।

জীবে পরিবহন অধ্যায়ের এই বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউগুলো অনুশীলন করার আগে অবশ্যই মূল বই ভালো করে পড়ে নিবে। এরপর 40 মিনিট সময় নিয়ে নিচের এমসিকিউগুলোর উত্তর খাতায় লিখে ফেলবে। আমরা প্রতিটা প্রশ্নের মান নির্ধারণ করেছি ১ নাম্বার। প্রশ্নের সাথে এর সঠিক উত্তরগুলো যুক্ত করে দিয়েছি। তাই খুব সহজেই তোমরা তোমাদের প্রাপ্ত নাম্বার বের করে ফেলতে পারবে। তোমার অন্যান্য বন্ধুদের উৎসাহ দিতে তোমার স্কোরটি আমাদের এখানে কমেন্ট করে জানিয়ে দিতে পারো।

এস.এস.সি || জীববিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্ন (SSC Biology MCQ)ষষ্ঠ অধ্যায়: জীবে পরিবহণ

(ক) সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন :

১। হৃৎপিণ্ডকে আবৃতকারী পর্দার নাম কী? [ব. বো. ২০১৫]
(ক) এপিকার্ডিয়াম
(খ) মায়োকার্ডিয়াম
(গ) পেরিকার্ডিয়াম
(ঘ) এন্ডোকার্ডিয়াম

সঠিক উত্তর: (গ) পেরিকার্ডিয়াম

২। আরাফাত পায়েস খাওয়ার সময় টসটসে কিসমিস দেখতে পেল। এক্ষেত্রে কিসমিস টসটসে হওয়ার কারণ কী?
(ক) ব্যাপন
(খ) শোষণ
(গ) অভিস্রবণ
(ঘ) ইমবাইবিশন

সঠিক উত্তর: (গ) অভিস্রবণ

৩। হৃৎপিণ্ডে রক্ত চলাচল কমে যাওয়ার ফলে বুকে ব্যাথা অনুভূত হওয়াকে কী বলে? [ঢা. বো.; ব. বো. ২০১৬]
(ক) স্ট্রোক
(খ) অ্যানজিনা
(গ) অ্যানিমিয়া
(ঘ) অ্যাথারোসক্লোরোসিস

সঠিক উত্তর: (খ) অ্যানজিনা

৪। রক্তের ‘A’ গ্র“প শুধুমাত্র নিচের কোন গ্র“পের রক্ত গ্রহণ করতে পারবে? [ঢা. বো.; ব. বো. ২০১৬]
(ক) B এবং O
(খ) শুধু A
(গ) A এবং O
(ঘ) A এবং B

সঠিক উত্তর: (গ) A এবং O

এস.এস.সি || জীববিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্ন (SSC Biology MCQ)ষষ্ঠ অধ্যায়: জীবে পরিবহণ

৫। হৃদপিণ্ডের প্রাচীর কয়টি স্তর নিয়ে গঠিত? [রা. বো., কু. বো. ২০১৬]
(ক) ১টি
(খ) ২টি
(গ) ৩টি
(ঘ) ৪টি

সঠিক উত্তর: (গ) ৩টি

৬। প্রস্বেদনকে ‘প্রয়োজনীয় ক্ষতি’ নামে অভিহিত করেছেন কোন বিজ্ঞানী? [রা. বো. ২০১৬]
(ক) লিনিয়াস
(খ) কার্টিস
(গ) লোয়ী
(ঘ) গ্রেগর জোহান মেন্ডেল

সঠিক উত্তর: (খ) কার্টিস

৭। কোনটির সংক্রমণে বাতজ্বর হয়? [দি. বো. ২০১৬]
(ক) স্ট্রেপটো কক্কাস
(খ) ফানজাই
(গ) ভাইরাস
(ঘ) প্রোটোজোয়া

সঠিক উত্তর: (ক) স্ট্রেপটো কক্কাস

৮। অধিক মাত্রার কোলেস্টেরোলের উৎস কোনটি? [দি. বো. ২০১৬]
(ক) চিংড়ি, যকৃত
(খ) ঝিনুক, দুধ
(গ) ডিম, মাছ
(ঘ) কচ্ছপ, পনির

সঠিক উত্তর: (ক) চিংড়ি, যকৃত

এস.এস.সি || জীববিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্ন (SSC Biology MCQ)ষষ্ঠ অধ্যায়: জীবে পরিবহণ

৯। কোন বিজ্ঞানী মানুষের রক্তের শ্রেণিবিভাগ করেন? [কু. বো. ২০১৬]
(ক) বেনজ
(খ) কার্ল এরেকি
(গ) স্টাস বার্জার
(ঘ) কার্ল ল্যান্ডস্টেইনার

সঠিক উত্তর: (ঘ) কার্ল ল্যান্ডস্টেইনার

১০। কোন অণুজীবের সংক্রমণে বাতজ্বর হয়? [চ. বো. ২০১৬]
(ক) Bacillus
(খ) Pseudomonas
(গ) Streptococcus
(ঘ) Staphylococcus

সঠিক উত্তর: (গ) Streptococcus

১১। উদ্ভিদের গৌণ বৃদ্ধি হলে কাণ্ডের বাকল ফেটে কী সৃষ্টি হয়? [চ. বো. ২০১৬]
(ক) কিউটিকল
(খ) বর্ষবলয়
(গ) লেন্টিসেল
(ঘ) কাইটিন

সঠিক উত্তর: (গ) লেন্টিসেল

১২। কাঠ দীর্ঘদিন পানির সংস্পর্শে থাকলে ফুলে ওঠে কারণ- [সি. বো. ২০১৬]
(ক) ইমবাইবিশন
(খ) ব্যাপন
(গ) অভিস্রবণ
(ঘ) শোষণ

সঠিক উত্তর: (ক) ইমবাইবিশন

১৩। আমাদের রক্তে LDL এর শতকরা পরিমাণ কত? [সি. বো. ২০১৬]
(ক) ৭০%
(খ) ৮০%
(গ) ৯০%
(ঘ) ১০০%

সঠিক উত্তর: (ক) ৭০%

১৪। ধমনীর প্রাচীর কয় স্তরবিশিষ্ট? [য. বো. ২০১৬; ব. বো. ২০১৫]
(ক) এক
(খ) দুই
(গ) তিন
(ঘ) চার

সঠিক উত্তর: (গ) তিন

১৫। কোলেস্টেরোল কোন হাইড্রোকার্বন থেকে উৎপন্ন হয়? [য. বো. ২০১৬]
(ক) ইথানল
(খ) কোলেস্টেইন
(গ) ফ্যাটি এসিড
(ঘ) ফরমালডিহাইড

সঠিক উত্তর: (খ) কোলেস্টেইন

১৬। পত্ররন্ধ্র কোন অবস্থাতে বন্ধ হয়ে যায়? [ঢা. বো. ২০১৫, ব. বো. ২০১৫]
(ক) বাতাসে CO2 এর পরিমাণ খুব বেশী বৃদ্ধি পেলে
(খ) পাতায় H2O এর পরিমাণ বৃদ্ধি পেলে
(গ) বাতাসে O2 এর ঘনত্ব বেড়ে গেলে
(ঘ) বাতাসে SO2 এর পরিমাণ ১% এর কম হলে

সঠিক উত্তর: (ক) বাতাসে CO2 এর পরিমাণ খুব বেশী বৃদ্ধি পেলে

এস.এস.সি || জীববিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্ন (SSC Biology MCQ)ষষ্ঠ অধ্যায়: জীবে পরিবহণ

১৭। লোহিত রক্ত কণিকায় কয় ধরনের প্রোটিন থাকে? [ঢা. বো. ২০১৫]
(ক) ২
(খ) ৩
(গ) ৪
(ঘ) ৫

সঠিক উত্তর: (ক) ২

১৮। রানা “O” গ্র“প রক্তধারী একটি ছেলে। তাকে কোন গ্র“পের রক্তধারী ব্যক্তি রক্ত দিতে পারবে? [রা.বো. ২০১৫]
(ক) A
(খ) B
(গ) AB
(ঘ) O

সঠিক উত্তর: (ঘ) O

১৯। অভিস্রবণ ও শ্বসনের হার বৃদ্ধিতে কোন হরমোনের প্রভাব রয়েছে? [রা.বো. ২০১৫]
(ক) অক্সিন
(খ) ইথিলিন
(গ) সাইটোকাইনিন
(ঘ) জিবেরেলিন

সঠিক উত্তর: (ক) অক্সিন

২০। পাতার কোন অংশ সূর্যরশ্মিকে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে? [দি.বো. ২০১৫]
(ক) ম্যাট্রিক্স
(খ) স্ট্রোমা ল্যামেলাম
(গ) গ্রানা
(ঘ) অন্তঃস্তর

সঠিক উত্তর: (গ) গ্রানা

২১। কোন বিজ্ঞানী প্রস্বেদনকে ‘প্রয়োজনীয় ক্ষতি’ নাম দেন? [য.বো. ২০১৫]
(ক) কার্টিস
(খ) ম্যাসম
(গ) লিনিয়াস
(ঘ) লুন্ডে গার্ড

সঠিক উত্তর: (ক) কার্টিস

২২। রক্তের গ্রুপ জানা না থাকলে সাধারণত কোন গ্রুপ নিরাপদ? [য.বো. ২০১৫]
(ক) A এবং Rh+
(খ) B এবং Rh–
(গ) O এবং Rh–
(ঘ) O এবং Rh–

সঠিক উত্তর: (গ) O এবং Rh–

২৩। রক্তরসে জৈব ও অজৈব পদার্থের শতকরা পরিমাণ কত? [য.বো. ২০১৫]
(ক) ৮-৯%
(খ) ১০-১২%
(গ) ১৫-২০%
(ঘ) ২৫-৩০%

সঠিক উত্তর: (ক) ৮-৯%

২৪। রক্ত কোষের ক্যান্সারকে কী বলে? [ব.বো.২০১৫]
(ক) অ্যানজিনা
(খ) নিউমোনিয়া
(গ) অস্টিওপোরেসিস
(ঘ) লিউকোমিয়া

সঠিক উত্তর: (ঘ) লিউকোমিয়া

২৫। প্রস্বেদনের বাহ্যিক প্রভাবক কোনগুলো? [রা.বো. ২০১৫]
(ক) আলো, পত্ররন্ধ্র
(খ) পত্ররন্ধ্র, পাতার সংখ্যা
(গ) তাপমাত্রা, আলো
(ঘ) তাপমাত্রা, পাতার সংখ্যা

সঠিক উত্তর: (গ) তাপমাত্রা, আলো

২৬। পত্ররন্ধ্রে কোন ধরনের কোষ থাকে? [দি.বো. ২০১৫]
(ক) দেহ কোষ
(খ) প্যারেনকাইমা
(গ) রক্ষীকোষ
(ঘ) সঙ্গীকোষ

সঠিক উত্তর: (গ) রক্ষীকোষ

২৭। বর্ষাকালে ঘরের দরজা আটকানো কষ্টকর হয় কোনটির জন্য? [দি.বো. ২০১৫]
(ক) অভিস্রবণ
(খ) ব্যাপন
(গ) ইমবাইবিশন
(ঘ) প্রস্বেদন

সঠিক উত্তর: (গ) ইমবাইবিশন

২৮। উদ্ভিদের পানি পরিশোষণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনটি? [কু.বো. ২০১৫]
(ক) অভিস্রবণ ও শ্বসন
(খ) শ্বসন ও প্রস্বেদন
(গ) অভিস্রবণ ও প্রস্বেদন
(ঘ) ব্যাপন ও শ্বসন

সঠিক উত্তর: (গ) অভিস্রবণ ও প্রস্বেদন

২৯। একজন সুস্থ ব্যক্তি কত মাস অন্তর রক্ত দান করতে পারে? [চ.বো. ২০১৫]
(ক) এক
(খ) দুই
(গ) তিন
(ঘ) চার

সঠিক উত্তর: (ঘ) চার

৩০। রক্তরসের রং কেমন? [ব.বো. ২০১৫]
(ক) লাল
(খ) ঈষৎ লালাভ
(গ) হলুদ
(ঘ) ঈষৎ হলুদাভ

সঠিক উত্তর: (ঘ) ঈষৎ হলুদাভ

এস.এস.সি || জীববিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্ন (SSC Biology MCQ)ষষ্ঠ অধ্যায়: জীবে পরিবহণ

(খ) বহুপদি সমাপ্তিসূচক প্রশ্ন

(গ) অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন :

নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও ঃ
নাম রক্তের গ্রুপ
রাফিন A
তামিম B
তাসমিয়া AB
রাতুল O

১। রাফিনের রক্তের প্রয়োজন হলে কার নিকট থেকে রক্ত নিতে পারবে?
(ক) তামিম
(খ) তাসমিয়া
(গ) রাতুল
(ঘ) তামিম ও রাতুল

সঠিক উত্তর: (গ) রাতুল

২। তাসমিয়া-
i. রক্তে A, B এন্টিজেন বহন করে
ii. রাফিনকে রক্ত দান করতে পারবে
iii. তামিমের রক্ত গ্রহণ করতে পারবে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ) i ও iii

আরো পড়ুন:

এসএসসি জীব বিজ্ঞান -অধ্যায় ১(জীবন পাঠ) সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান M.C.Q. : জীবকোষ ও টিস্যু

এস.এস.সি জীববিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্ন (SSC Biology MCQ)তৃতীয় অধ্যায়: কোষ বিভাজন

নবম দশম জীববিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্ন (SSC Biology MCQ) চতুর্থ অধ্যায়: জীবনীশক্তি

আশা করছি আমাদের আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে।আমাদের যেকোনো আপডেট মিস না করতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ দেখার জন্য।

পাঠ্য.ইনফো কে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো করুন।

Leave a Comment