এস.এস.সি || জীববিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্ন (SSC Biology MCQ)সপ্তম অধ্যায়: গ্যাসীয় বিনিময়

এস.এস.সি || জীববিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্ন (SSC Biology MCQ)সপ্তম অধ্যায়: গ্যাসীয় বিনিময়

এস.এস.সি || জীববিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্ন (SSC Biology MCQ)সপ্তম অধ্যায়: গ্যাসীয় বিনিময়

নবম দশম শ্রেণির সপ্তম অধ্যায়: গ্যাসীয় বিনিময়। এই অধ্যায়ের উপর রচিত বহুনির্বাচনী প্রশ্নের আরও একটি পর্বে তোমাদের স্বাগতম। এর আগে আমরা জীববিজ্ঞান বইয়ের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় চতুর্থ অধ্যায় পঞ্চম ওষষ্ঠএর উপর রচিত বহুনির্বাচনী প্রশ্ন প্রকাশ করেছিলাম।

গ্যাসীয় বিনিময় অধ্যায়ের এই বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউগুলো অনুশীলন করার আগে অবশ্যই মূল বই ভালো করে পড়ে নিবে। আমরা প্রতিটা প্রশ্নের মান নির্ধারণ করেছি ১ নাম্বার। প্রশ্নের সাথে এর সঠিক উত্তরগুলো যুক্ত করে দিয়েছি। তাই খুব সহজেই তোমরা তোমাদের প্রাপ্ত নাম্বার বের করে ফেলতে পারবে। তোমার অন্যান্য বন্ধুদের উৎসাহ দিতে তোমার স্কোরটি আমাদের এখানে কমেন্ট করে জানিয়ে দিতে পারো।

এস.এস.সি || জীববিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্ন (SSC Biology MCQ)সপ্তম অধ্যায়: গ্যাসীয় বিনিময়

(ক) সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন :

১। নিচের কোনটির সংক্রমণে যক্ষ্মা হয়?
(ক) ভাইরাস
(খ) ব্যাকটেরিয়া
(গ) ছত্রাক (ঘ) প্রোটোজোয়া

সঠিক উত্তর: (খ) ব্যাকটেরিয়া

২। ফুসফুস যে পর্দা দ্বারা আবৃত, তার নাম কী? [ঢা. বো., রা. বো., ব. বো. ২০১৬]
(ক) প্লুরা
(খ) ভিলাই
(গ) প্লাজমালেমা
(ঘ) পেরিটোনিয়াম

সঠিক উত্তর: (ক) প্লুরা

৩। স্বরযন্ত্রের উপর জিহ্বা আকৃতির ঢাকনাটির নাম কী? [ঢা. বো. ২০১৬]
(ক) Pharynx
(খ) Larynx
(গ) Epiglottis
(ঘ) Trachea

সঠিক উত্তর: (গ) Epiglottis

৪। বায়ু গমণের ক্ষেত্রে কোন পর্যায়ক্রমটি সঠিক? [রা. বো. ২০১৬]
(ক) ব্রংকাস→ নাসাগহ্বর→ ট্রাকিয়া→ স্বরযন্ত্র→ গলবিল→অ্যালভিওলাস।
(খ) অ্যালভিওলাস→ ব্রংকাস → ট্রাকিয়া→ স্বরযন্ত্র→ গলবিল→ নাসাগহ্বর
(গ) নাসাগহ্বর→ গলবিল→ স্বরযন্ত্র→ ট্রাকিয়া→ ব্রংকাস→অ্যালভিওলাস
(ঘ) নাসাগহ্বর→ স্বরযন্ত্র→ গলবিল→ ট্রাকিয়া→ ব্রংকাস→অ্যালভিওলাস

সঠিক উত্তর: (গ) নাসাগহ্বর→ গলবিল→ স্বরযন্ত্র→ ট্রাকিয়া→ ব্রংকাস→অ্যালভিওলাস

৫। Micobacterium tuberculosis কোন রোগের জীবাণু? [কু. বো. ২০১৬]
(ক) ব্রংকাইটিস
(খ) নিউমোনিয়া
(গ) এ্যাজমা
(ঘ) যক্ষ্মা

সঠিক উত্তর: (ঘ) যক্ষ্মা

৬। ফুসফুসের প্রতিটি বায়ু থলি কী দ্বারা পরিবেষ্টিত থাকে? [চ. বো. ২০১৬]
(ক) অসংখ্য শিরা
(খ) কৈশিক নালিকা
(গ) ঐচ্ছিক পেশি
(ঘ) অসংখ্য ধমনী

সঠিক উত্তর: (খ) কৈশিক নালিকা

৭। বড় গাছের নিচে রাত্রিবেলা ঘুমালে কোনটি ঘটে? [চ. বো. ২০১৬]
(ক) ব্রংকাইটিস
(খ) নিউমোনিয়া
(গ) শ্বাসকষ্ট
(ঘ) যক্ষ্মা

সঠিক উত্তর: (গ) শ্বাসকষ্ট

এস.এস.সি || জীববিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্ন (SSC Biology MCQ)সপ্তম অধ্যায়: গ্যাসীয় বিনিময়

৮। নিকোটিন গ্রহণে কোনটির কার্যকারিতা নষ্ট হয়? [চ. বো. ২০১৬]
(ক) স্নায়ু
(খ) ফুসফুস
(গ) কিডনী
(ঘ) গলবিল

সঠিক উত্তর: (ক) স্নায়ু

৯। বায়ুথলি কী দ্বারা পরিবেষ্টিত থাকে? [য. বো. ২০১৬]
(ক) শিরা
(খ) অসংখ্য ধমনী
(গ) কৈশিক নালিকা
(ঘ) নমনীয় ঐচ্ছিক পেশি

সঠিক উত্তর: (গ) কৈশিক নালিকা

১০। Larynx – এর অবস্থান কোথায়? [য. বো. ২০১৬]
(ক) নাসাপথে
(খ) গলবিলের নিচে
(গ) গলবিলের উপরে
(ঘ) খাদ্যনালীর সামনে

সঠিক উত্তর: (খ) গলবিলের নিচে

১১। মানবদেহে কত সময় পর্যন্ত CO2 সরবরাহ বন্ধ থাকলে মৃত্যু অনিবার্য? [ব. বো. ২০১৬]
(ক) ৩-৪ মিনিটের বেশি
(খ) ৪-৫ মিনিটের বেশি
(গ) ৫-৬ মিনিটের বেশি
(ঘ) ৬-৭ মিনিটের বেশি

সঠিক উত্তর: (ক) ৩-৪ মিনিটের বেশি

১২। ব্রঙ্কাস কোন তন্ত্রের অংশ? [ঢা. বো.২০১৫]
(ক) রেচন
(খ) স্নায়ু
(গ) জনন
(ঘ) শ্বসন

সঠিক উত্তর: (ঘ) শ্বসন

১৩। জর্দার নিকোটিন প্রাথমিক অবস্থায় কোন তন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি করে? [দি.বো.২০১৫]
(ক) শ্বাসতন্ত্র
(খ) পরিপাকতন্ত্র
(গ) রক্ত সংবহনতন্ত্র
(ঘ) স্নায়ুতন্ত্র

সঠিক উত্তর: (ঘ) স্নায়ুতন্ত্র

১৪। নিউমোকক্কাস নিচের কোনটির অন্তর্ভুক্ত? [কু.বো.২০১৫]
(ক) ব্যাকটেরিয়া
(খ) প্রোটোজোয়া
(গ) ভাইরাস
(ঘ) ছত্রাক

সঠিক উত্তর: (ক) ব্যাকটেরিয়া

১৫। “যক্ষারোগ” সৃষ্টিকারী জীবাণুর নাম কি? [য.বো.২০১৫]
(ক) Streptococcus pneumonia
(খ) Mycobacterium tuberculosis
(গ) Vibrio cholerae
(ঘ) Amoeba proteus

সঠিক উত্তর: (খ) Mycobacterium tuberculosis

১৬। Pneumococus -এর আক্রমণের সাথে কোন লক্ষণটি জড়িত? [ব.বো.২০১৫]
(ক) জন্ডিস দেখা দিবে
(খ) ওজন কমতে থাকে
(গ) পেটের পীড়া দেখা দেয়
(ঘ) ফুসফুসে শ্লেষ্মা জমে

সঠিক উত্তর: (ঘ) ফুসফুসে শ্লেষ্মা জমে

১৭। কোনটির সংক্রমণে ব্রংকাইটিস হয়? [রা.বো.২০১৫]
(ক) ছত্রাক
(খ) ভাইরাস
(গ) ব্যাকটেরিয়া
(ঘ) প্রোটোজোয়া

সঠিক উত্তর: (গ) ব্যাকটেরিয়া

এস.এস.সি || জীববিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্ন (SSC Biology MCQ)সপ্তম অধ্যায়: গ্যাসীয় বিনিময়

১৮। মানুষের শ্বসনতন্ত্রের অঙ্গ কোনগুলো? [কু.বো.২০১৫]
(ক) ইলিয়াম, গলবিল, বৃক্ক
(খ) গলবিল, অন্ননালি, ইউরেটর
(গ) গলবিল, ল্যারিংস, ব্রঙ্কাস
(ঘ) ইলিয়াম, ল্যারিংস, ব্রঙ্কাস

সঠিক উত্তর: (গ) গলবিল, ল্যারিংস, ব্রঙ্কাস

১৯। নিউমোকাক্কাস ব্যাকটেরিয়ার আক্রমণে কোন রোগটি হয়? [চ.বো.২০১৫]
(ক) যক্ষ্মা
(খ) নিউমোনিয়া
(গ) হাঁপানী
(ঘ) ব্রংকাইটিস

সঠিক উত্তর: (খ) নিউমোনিয়া

২০। কোনটি নিউমোনিয়ার জন্য দায়ী? [সি.বো.২০১৫]
(ক) ভাইরাস
(খ) ছত্রাক
(গ) ব্যাকটেরিয়া
(ঘ) প্রোটোজোয়া

সঠিক উত্তর: (গ) ব্যাকটেরিয়া

২১। কীভাবে Tuberculosis রোগ নির্ণয় করা যায়?
(ক) X-ray test
(খ) ECG test
(গ) HBS (Ag)
(ঘ) Lung

সঠিক উত্তর: (ক) X-ray test

২২। আমাদের দেশে পুরুষদের ক্যান্সারে মৃত্যুর প্রধান কারণ কোন ক্যান্সার?
(ক) ফুসফুস
(খ) ব্লাড
(গ) বোন
(ঘ) ব্রেন

সঠিক উত্তর: (ক) ফুসফুস

২৩। কোষ রসের অপর নাম কী?
(ক) রক্তরস
(খ) লসিকা
(গ) প্লাজমা
(ঘ) কোষনির্যাস

সঠিক উত্তর: (খ)

এস.এস.সি || জীববিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্ন (SSC Biology MCQ)সপ্তম অধ্যায়: গ্যাসীয় বিনিময়

২৪। পরিপাককৃত খাদ্যের সাথে অক্সিজেন বিক্রিয়া কী উৎপন্ন হয়?
(ক) দেহকোষে
(খ) জননকোষে
(গ) স্নায়ুকোষে
(ঘ) নাইট্রোজেন

সঠিক উত্তর: (ক)

২৫। কোন রোগের চিকিৎসা দীর্ঘমেয়াদি?
(ক) হাঁপানী
(খ) যক্ষ্মা
(গ) ব্রংকাইটিস
(ঘ) নিউমোনিয়া

সঠিক উত্তর: (খ)

২৬। কত বয়সের মধ্যে শিশুকে যক্ষ্মা রোগের টিকা দিতে হয়?
(ক) ছয় মাস
(খ) এক বছর
(গ) দেড় বছর
(ঘ) দুই বছর

সঠিক উত্তর: (খ)

২৭। শ্বসনের সময় অক্সিজেন কোন প্রক্রিয়ায় ফুসফুস থেকে রক্তে প্রবেশ করে?
(ক) অভিস্রবণ
(খ) ব্যাপন
(গ) প্রস্বেদন
(ঘ) ইমবাইবিশন

সঠিক উত্তর: (খ)

২৮। শ্বসনতন্ত্রের কোন অঙ্গটি দেখতে প্রসারিত ছাতার মতো?
(ক) গলবিল
(খ) ফুসফুস
(গ) স্বরযন্ত্র
(ঘ) মধ্যচ্ছদা

সঠিক উত্তর: (ঘ)

২৯। ফুসফুস কোন পর্দা দ্বারা আবৃত?
(ক) পেরিটোনিয়াম
(খ) পেরিকার্ডিয়াম
(গ) প্লুরা
(ঘ) মধ্যচ্ছদা

সঠিক উত্তর: (গ)

৩০। ফুসফুসের বায়ুথলিগুলো কীভাবে অবস্থান করে?
(ক) জালকের মত
(খ) থলির মত
(গ) মৌচাকের মত
(ঘ) লম্বালম্বিভাবে

সঠিক উত্তর: (গ)

৩১। যে প্রক্রিয়ায় অক্সিজেন (O2) গৃহীত ত্যাগ করা হয় তাকে কী বলে?
(ক) প্রশ্বাস কার্য
(খ) নিঃশ্বাস কার্য
(গ) শ্বাস কার্য
(ঘ) বিনিময় কার্য

সঠিক উত্তর: (গ)

এস.এস.সি || জীববিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্ন (SSC Biology MCQ)সপ্তম অধ্যায়: গ্যাসীয় বিনিময়

৩২। Tuberculosis রোগ নির্ণয় করা যায় কীভাবে?
(ক) X-ray test করে
(খ) E.C.G test করে
(গ) HBs (Ag) test করে
(ঘ) HIV test করে

সঠিক উত্তর: (ক)

৩৩। কোন ব্যাকটেরিয়া যক্ষ্মা সৃষ্টির জন্য দায়ী?
(ক) Mycobacterium tuberculosis
(খ) Micrococcus denitrificans
(গ) Pseudomonas sp
(ঘ) Salmonella typhosa

সঠিক উত্তর: (ক)

এস.এস.সি || জীববিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্ন (SSC Biology MCQ)সপ্তম অধ্যায়: গ্যাসীয় বিনিময়

৩৪। বেশি করে পানি পান করানো উচিত কোন রোগ প্রতিকারে?
(ক) হাঁপানি
(খ) যক্ষ্মা
(গ) ক্যান্সার
(ঘ) নিউমোনিয়া

সঠিক উত্তর: (ঘ)

৩৫। উদ্ভিদে দিন-রাত কী গ্যাস উৎপন্ন হয়?
(ক) অক্সিজেন
(খ) হাইড্রোজেন
(গ) কার্বন ডাই অক্সাইড
(ঘ) নাইট্রোজেন

সঠিক উত্তর: (গ)

৩৬। যক্ষ্মা কোন ধরনের রোগ?
(ক) পানিবাহিত সংক্রমাক রোগ
(খ) খাদ্যবাহিত সংক্রামক রোগ
(গ) বায়ুবাহিত সংক্রামক রোগ
(ঘ) রক্তবাহিত সংক্রামক রোগ

সঠিক উত্তর: (গ)

৩৭। শারীরবৃত্তীয় প্রক্রিয়া সম্পাদনের পর উদ্ভিদ পরিবেশে কী ছেড়ে দেয়?
(ক) পানি
(খ) খনিজ লবণ
(গ) গ্যাস
(ঘ) জলীয় বাষ্প

সঠিক উত্তর: (গ)

৩৮। অক্সিহিমোগ্লোবিন কী?
(ক) অক্সাইড ও হিমোগ্লোবিন অস্থায়ী যৌগ
(খ) অ্যাসিটিলিন ও হিমোগ্লোবিন অস্থায়ী যৌগ
(গ) অক্সিজেন ও হিমোগ্লোবিন অস্থায়ী যৌগ
(ঘ) কার্বন ও হিমোগ্লোবিনের অস্থায়ী যৌগ

সঠিক উত্তর: (গ)

৩৯। শ্বসনের সময় অক্সিজেন কোন প্রক্রিয়ায়া ফুসফুস থেকে রক্তে প্রবেশ করে?
(ক) অভিস্রবণ
(খ) প্রস্বেদন
(গ) ব্যাপন
(ঘ) রস উত্তোলন

সঠিক উত্তর: (গ)

৪০। গ্যাসীয় বিনিময় বলতে কী বুঝায়?
(ক) অক্সিজেন ও হাইড্রোজেন বিনিময়
(খ) কার্বন ডাইঅক্সাইড ও হাইড্রোজেন বিনিময়
(গ) অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময়
(ঘ) অক্সিজেন ও কার্বন মনোক্সইডের বিনিময়

সঠিক উত্তর: (গ)

৪১। কার্বন ডাইঅক্সাইড কোন যৌগরূপে রক্তে বাহিত হয়?
(ক) হিমোগ্লোবিন
(খ) অক্সি-হিমোগ্লোবিন
(গ) বাইকার্বনেট
(ঘ) সোডিয়াম বাইকার্বনেট

সঠিক উত্তর: (গ)

৪২। মানুষের ফুসফুস কয়টি?
(ক) তিনটি
(খ) চারটি
(গ) দুইটি
(ঘ) পাঁচটি

সঠিক উত্তর: (গ)

৪৩। কোন দুটির অবিরাম নির্গমনের ফলে প্রাণী বেঁচে থাকে?
(ক) O2 ও CO2
(খ) N2 ও H2
(গ) O2 ও N2
(ঘ) H2 ও CO2

সঠিক উত্তর: (ক)

৪৪। স্বরযন্ত্রের দুই ধরনের দুটি পেশিকে কী বলে?
(ক) অ্যালভিওলাস
(খ) ভোকালকর্ড
(গ) উপজিহ্বা
(ঘ) আলজিহ্বা

সঠিক উত্তর: (খ)

৪৫। পরিবেশের সাথে উদ্ভিদের গ্যাস বিনিময়কারী অঙ্গ দুটির নাম কী?
(ক) স্টোমাটা ও লেন্টিসেল
(খ) কান্ডেল বাকল ও মূল
(গ) মূল ও মূলরোম
(ঘ) বর্ধিষ্ণু অঞ্চল ও পাতা

সঠিক উত্তর: (ক)

৪৬। লসিকার পরিবহনকালে O2 লসিকায় প্রবেশ করে কোথা থেকে?
(ক) লোহিত কণিকা
(খ) শ্বেতকণিকা
(গ) অণুচক্রিকা
(ঘ) রক্তরস

সঠিক উত্তর: (ঘ)

এস.এস.সি || জীববিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্ন (SSC Biology MCQ)সপ্তম অধ্যায়: গ্যাসীয় বিনিময়

৪৭। বায়ু থেকে উদ্ভিদের গ্যাস সংগ্রহকারী অঙ্গ কয়টি?
(ক) একটি
(খ) দুটি
(গ) তিনটি
(ঘ) চারটি

সঠিক উত্তর: (খ)

৪৮। নিঃশ্বাসের জন্য গৃহীত বায়ু নাসাপথ দিয়ে যাওয়ার সময় কেমন হয়?
(ক) আর্দ্র ও শীতল
(খ) গরম ও আর্দ্র
(গ) শুষ্ক ও আর্দ্র
(ঘ) ঠান্ডা ও গরম

সঠিক উত্তর: (গ)

৪৯। অস্বাভাবিক কোষবিভাজনের ফল-
(ক) ক্যান্সার
(খ) ডায়ারিয়া
(গ) হৃপিকংফ
(ঘ) নিউমোনিয়া

সঠিক উত্তর: (ক)

৫০। নিচের কোনটি সংকোচনের পরে পুনরায় প্রসারণ ঘটে?
(ক) পিঞ্জরাস্থির মাংসপেশী ও মধ্যচ্ছদা
(খ) পিঞ্জরের মাংসপেশী ও মধ্যচ্ছদা
(গ) পেটের মাংসপেশি ও মধ্যচ্ছদা
(ঘ) পাকস্থলীর মাংসপেশী ও মধ্যচ্ছদা

সঠিক উত্তর: (ক)

৫১। যক্ষ্মা শব্দের ইংরেজি রূপ কোনটি?
(ক) Pneumonia
(খ) Asthma
(গ) Bronchitis
(ঘ) Tuberculosis

সঠিক উত্তর: (ঘ)

৫২। নাসিকার পরের অঙ্গটির নাম কী?
(ক) স্বরযন্ত্র
(খ) গলবিল
(গ) ব্রংকাস
(ঘ) ফুসফুস

সঠিক উত্তর: (খ)

৫৩। জীবাণুবাহিত রোগ নয় কোনটি?
(ক) যক্ষ্মা
(খ) হাম
(গ) হাঁপানি
(ঘ) ইনফ্লুয়েঞ্জা

সঠিক উত্তর: (গ)

৫৪। উদ্ভিদ জীবনে গ্যাস বিনিময়ের গুরুত্বপূর্ণ প্রক্রিয়া কয়টি?
(ক) দুইটি
(খ) তিনটি
(গ) পাঁচটি
(ঘ) সাতটি

সঠিক উত্তর: (ক)

৫৫। উদ্ভিদ কয়টি অঙ্গের মাধ্যমে পরিবেশ থেকে গ্যাস সংগ্রহ করে?
(ক) একটি
(খ) দুটি
(গ) তিনটি
(ঘ) পাঁচটি

সঠিক উত্তর: (গ)

৫৬। শ্বাসনালির ভিতরে আবৃত ঝিল্লীতে ব্যাকটেরিয়া সংক্রমণকে কী বলে?
(ক) হাঁপানী
(খ) ব্রংকাইটিস
(গ) নিউমোনিয়া
(ঘ) যক্ষ্মা

সঠিক উত্তর: (খ)

৫৭। কোন ব্যাকটেরিয়ার আক্রমণে নিউমোনিয়া রোগ হয়?
(ক) নিউমোকক্কাস
(খ) ব্যাসিলাস
(গ) মাইকোব্যকটেরিয়াম
(ঘ) টিউবারকুলোসিস

সঠিক উত্তর: (ক)

৫৮। রক্ত ফুসফুস থেকে কী শোষণ করে?
(ক) অক্সিজেন
(খ) কার্বন ডাই অক্সাইড
(গ) হাইড্রোজেন
(ঘ) নাইট্রোজেন

সঠিক উত্তর: (ক)

এস.এস.সি || জীববিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্ন (SSC Biology MCQ)সপ্তম অধ্যায়: গ্যাসীয় বিনিময়

(খ) বহুপদি সমাপ্তিসূচক প্রশ্ন

১। উদ্ভিদের গ্যাসীয় বিনিময়ে সাহায্য করে-
i. স্টোমাটা
ii. লেন্টিসেল
iii. মূলরোম
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii

২। হাঁপানির সম্ভাব্য কারণ-
i. এলার্জি জাতীয় খাবার গ্রহণ
ii. ধুলাবালির সংস্পর্শ
iii. প্রশ্বাসে ধোঁয়াযুক্ত বায়ু গ্রহণ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

৩। কার্বন ডাইঅক্সাইড পরিবহনের ক্ষেত্রে-
i. খাদ্য জারণ বিক্রিয়ার কোষে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়
ii. এর লসিকা থেকে কৈশিকনালির প্রাচীর ভেদ করে রক্তরসে প্রবেশ করে
iii. কৈশিকনালি ও বায়ুথলি ভেদ করে দেহের বাইরে নির্গত হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) i ও ii
(গ) iii
(ঘ) i ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

৪। উদ্ভিদে গ্যাস বিনিময় ঘটে-
i. প্রস্বেদন প্রক্রিয়ায়
ii. শ্বসন প্রক্রিয়ায়
iii. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i ii ও iii

সঠিক উত্তর: (গ)

৫। ফুসফুসে ক্যান্সার রোগের লক্ষণ-
i. ভগ্ন স্বর, ওজন হ্রাস এবং ক্ষুধামন্দা
ii. হাঁপানী, ঘনঘন জ্বর আসা
iii. বুকে,পিঠে ব্যথা হওয়া
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) ii
(গ) i ও ii
(ঘ) i ii ও iii

সঠিক উত্তর: (গ)

৬। নিউমোনিয়া রোগের ক্ষেত্রে প্রযোজ্য-
i. হাম ও ব্রংকাইটিস থেকে ঠান্ডা লেগে হয়
ii. এটি ব্যাকটেরিয়ারঘটিত রোগ
iii. শিশু ও বয়স্কদের জন্য মারাত্মক
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

৭। শ্বসনতন্ত্রের গঠন হলো-
i. নাসিকা
ii. গলবিল
iii. মস্তিষ্ক
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i ii ও iii

সঠিক উত্তর: (ক)

৮। অস্বাভাবিক কোষ বিভাজনের ফসল-
i. ব্রংকাইটিস
ii. টিউমার
iii. ক্যান্সার
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i ii ও iii

সঠিক উত্তর: (গ)

৯। অক্সিজেন ও খাদ্য উপাদানের মধ্যে বিক্রিয়ার ফলে-
i. কার্বন ডাই-অক্সাইড উৎপন্ন হয়
ii. ভিটামিন উৎপন্ন হয়
iii. পানি উৎপন্ন হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i ii ও iii

সঠিক উত্তর: (খ)

এস.এস.সি || জীববিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্ন (SSC Biology MCQ)সপ্তম অধ্যায়: গ্যাসীয় বিনিময়

১০। মধ্যচ্ছদা প্রসারিত হলো যা ঘটে তা হলো-
i. এটি উপরের দিকে ওঠে
ii. এটি নিচের দিকে নামে
iii. বক্ষগহ্বর স্বাভাবিক হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i ii ও iii

সঠিক উত্তর: (খ)

১১। রাতের বেলা উদ্ভিদে-
i. কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়
ii. অক্সিজেন উৎপন্ন হয়
iii. শ্বসন প্রক্রিয়া চালু থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i ii ও iii

সঠিক উত্তর: (খ)

১২। ব্রংকাইটিস রোগ যেভাবে প্রতিরোধ করা যায় তা হলো-
i. ধুলাবালি ও ধোঁয়াপূর্ণ পরিবেশ থেকে দূরে থাকা
ii. ধূমপান ও মদ্যপান থেকে বিরত থাকা
iii. নিয়মিত ব্যায়াম করা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i ii ও iii

সঠিক উত্তর: (ক)

১৩। ধুমপানের কারণে যে সব রোগ হয়-
i. যক্ষ্মা
ii. ব্রংকাইটিস
iii. ক্যান্সার
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

১৪। ফুসফুসের ভিতরের বায়ুচাপ বাইরের চেয়ে বেশি হলে-
i. কার্বন ডাই-অক্সাইড বাইরে নির্গত হয়
ii. জলীয়বাষ্প সমৃদ্ধ বাতাস বাইরে নির্গত হয়
iii. বাইরে থেকে অক্সিজেন প্রবেশ করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i ii ও iii

সঠিক উত্তর: (ক)

১৫। হাঁপানী প্রতিকার করা যায়-
i. গুল, সাদা পাত ব্যবহার করে
ii. আলো বাতাসপূর্ণ গৃহে বাস করে
iii. পশুর লোম, কৃত্রিম আঁশ থেকে দূরে থেকে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i ii ও iii

সঠিক উত্তর: (ক)

এস.এস.সি || জীববিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্ন (SSC Biology MCQ)সপ্তম অধ্যায়: গ্যাসীয় বিনিময়

(গ) অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন :

নিচের উদ্দীপকটি পড়ো এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও
শারীরিক দুর্বলতার জন্য রিতা ডাক্তারের শরণাপন্ন হলো। ডাক্তার তার দেহে রক্তের একটি বিশেষ কণিকার অপর্যাপ্ততার কথা জানান। ঘাটতি পূরণে ডাক্তার তাকে পুষ্টিকর খাবার ও শাকসবজি অধিক পরিমাণে খেতে পরামর্শ দিলেন।

১। রিতার রক্তে কোনটির অভাব রয়েছে?
(ক) লোহিত রক্তকণিকা
(খ) শ্বেত রক্তকণিকা
(গ) অনুচক্রিকা
(ঘ) রক্তরস

সঠিক উত্তর: (ক) লোহিত রক্তকণিকা

২। বিশেষ কণিকাটি-
i. লৌহ উপাদানযুক্ত
ii. অক্সিজেনের সাথে বিক্রিয়া করে
iii. কার্বন ডাইঅক্সাইড ধারণ করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক) i ও ii

এস.এস.সি || জীববিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্ন (SSC Biology MCQ)সপ্তম অধ্যায়: গ্যাসীয় বিনিময়

আরো পড়ুন:

এসএসসি জীব বিজ্ঞান -অধ্যায় ১(জীবন পাঠ) সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান M.C.Q. : জীবকোষ ও টিস্যু

এস.এস.সি জীববিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্ন (SSC Biology MCQ)তৃতীয় অধ্যায়: কোষ বিভাজন

নবম দশম জীববিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্ন (SSC Biology MCQ) চতুর্থ অধ্যায়: জীবনীশক্তি

আশা করছি আমাদের আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে।আমাদের যেকোনো আপডেট মিস না করতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ দেখার জন্য।

পাঠ্য.ইনফো কে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো করুন।

Leave a Comment