নগদ একাউন্ট খোলার নিয়ম
বর্তমান ডিজিটাল লেনদেন সেবা বিভিন্ন ডিজিটাল প্রতিষ্ঠান মাধ্যমে সম্পন্ন হচ্ছে। বাংলাদেশ সরকার ডাক বিভাগের আওতা একটি ডিজিটাল আর্থিক সেভার নাম হচ্ছে নগদ। নগদ একাউন্ট খোলার নিয়ম নগদ বাংলাদেশের ডাক বিভাগের ডিজিটাল অর্থনৈতিক সেবা।
২০১৮ সালের নভেম্বর মাসে নগদ প্রতিষ্ঠা যাত্রা শুরু হয়, তবে বর্তমান এখন নগদ খুব জনপ্রিয়তা পেয়েছে এর সেবা ও জনপ্রিয়তা বিকাশেরই মতো। আজকে আপনার মাঝে নগদ একাউন্ট নিয়ে যত প্রশ্ন আছে সবগুলো আমরা দিতে চেষ্টা করব চলুন তাহলে নগদ একাউন্ট খোলার নিয়ম পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক।
নগদ একাউন্ট খুলতে যা যা লাগে।
- একটি সচল সিম
- সচল মোবাইল
- জাতীয় পরিচয় পত্র
- নগদ মোবাইল অ্যাপ
- পাসপোর্ট সাইজের দুই কপি ছবি (প্রয়োজন ক্ষেত্রে)
নগদ অ্যাপ থেকে নগদ একাউন্ট খোলার পদ্ধতি
- নগদ একাউন্ট খোলার জন্য উদ্যোক্তা বা এজেন্টের কাছে গিয়ে কাগজপত্র দিয়ে একাউন্ট খোলার পাশাপাশি আপনি নিজে ঘরে বসে একাউন্ট নিজে খুলতে পারবেন।
- প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে “Nagad App”
ডাউনলোড করুন। - অ্যাপ ডাউনলোডের পর ওপেন করে নির্দেশগুলি অনুসরণ করুন।
- আপনার মোবাইল নাম্বার দিন। নাম্বার দেওয়ার পরে আপনার মোবাইল অপারেটর সিলেক্ট করুন,
আপনার নগদ একাউন্ট টাইপ করুন রেগুলার অথবা ইসলামিক দুইটা অপশনে আপনি যেকোনো একটি পছন্দ করে টাইপ করুন। - আপনার জাতীয় পরিচয় পত্র মূল কপির প্রথম সাইট স্ক্যান করুন, পরবর্তীতে আপনার আইডি কার্ডের দ্বিতীয় পেজ স্ক্যান করুন।
- আইডি কার্ড স্ক্যান করার পরে আপনার সঠিক তথ্য গুলো আপনি চেক করে নিবেন পরবর্তীতে আপনার নিজের ছবি তুলুন।
- পরবর্তীতে আপনি একটা সাইন করুন।
- পরবর্তীতে আপনার পছন্দ মতন একটি পিন নাম্বার অথবা পাসওয়ার্ড সেট করুন।
উপরোক্ত সকল তথ্য সঠিকভাবে প্রদান করা হলে গেলে আপনি নগদের সেবা উপভোগ করতে পারবেন।
কোড ডায়াল করে নগদ একাউন্ট খোলার নিয়ম।
গ্রামীন, বাংলালিংক, রবি, এয়ারটেল, টেলিটক, অর্থাৎ এসব যেকোনো মোবাইল সিম ব্যবহারকারী স্টার ওয়ান সিক্স সেভেন *167# ডায়াল করে নিজে একাউন্ট পিনকোড সেট কর একটিভ হয়ে যাবে নগদ একাউন্ট । পরবর্তীতে উপভোগ করুন নগদের সকল সুবিধা।
একনজরে নগদ একাউন্টের ক্যাশ আউট চার্জ
- নগদ কোড দিয়ে ক্যাশ আউট চার্জ প্রতি হাজারে ১৩.০৫ টাকা (ভ্যাট ছাড়া)
- ভ্যাটসহ নগদ কোড দিয়ে টাকা প্রতি ১০০০ টাকা ক্যাশ আউট করার চার্জ ১৫ টাকা
- নগদ অ্যাপে ক্যাশ আউট চার্জ ৯.৯৯ টাকা (ভ্যাট ছাড়া)
- ভ্যাটসহ নগদ অ্যাপ দিয়ে ১০০০ টাকা ক্যাশ আউট খরচ ১১.৪৯ টাকা।
- নগদ ইসলামিক একাউন্টের ক্যাশ আউট চার্জ প্রতি ১০০০ টাকায় ১৫ টাকানগদ কোড এর চেয়ে
- অ্যাপ দিয়ে টাকা উঠানোর খরচ ৩.৫১ টাকা কম।
তাই, আপনার স্মার্টফোন থাকলে নগদ অ্যাপ ডাউনলোড দিন, নগদ একাউন্টের ক্যাশ আউট চার্জ কমিয়ে ফেলুন।
আশা করছি আমাদের আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে।আমাদের যেকোনো আপডেট মিস না করতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ দেখার জন্য।
পাঠ্য.ইনফো কে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো করুন।