নবম দশম জীববিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্ন (SSC Biology MCQ) চতুর্থ অধ্যায়: জীবনীশক্তি
নবম দশম শ্রেণির জীববিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়, জীবনীশক্তি। এই অধ্যায়ের উপর রচিত বহুনির্বাচনী প্রশ্নের আরও একটি পর্বে তোমাদের স্বাগতম। এর আগে আমরা জীববিজ্ঞান বইয়ের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় এর উপর রচিত বহুনির্বাচনী প্রশ্ন প্রকাশ করেছিলাম। চতুর্থ অধ্যায় “জীবনীশক্তি”র উপর রচিত নবম-দশম শেণির একজন শিক্ষার্থী বা এসএসসি পরীক্ষার্থী হিসেবে খুব সহজেই এই প্রশ্নগুলো অনুশীলন করে নিজের দক্ষতাকে যাচাই করে নিতে পারবে।
জীবনীশক্তি অধ্যায়ের এই বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউগুলো অনুশীলন করার আগে অবশ্যই মূল বই ভালো করে পড়ে নিবে। এরপর ৩০ মিনিট সময় নিয়ে নিচের এমসিকিউগুলোর উত্তর খাতায় লিখে ফেলবে। আমরা প্রতিটা প্রশ্নের মান নির্ধারণ করেছি ১ নাম্বার। প্রশ্নের সাথে এর সঠিক উত্তরগুলো যুক্ত করে দিয়েছি। তাই খুব সহজেই তোমরা তোমাদের প্রাপ্ত নাম্বার বের করে ফেলতে পারবে। তোমার অন্যান্য বন্ধুদের উৎসাহ দিতে তোমার স্কোরটি আমাদের এখানে কমেন্ট করে জানিয়ে দিতে পারো।
নবম দশম জীববিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্ন (SSC Biology MCQ) চতুর্থ অধ্যায়: জীবনীশক্তি
ক) সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন :
১। C4 গতিপথে প্রথম স্থায়ী পদার্থ হলো –
(ক) কিটোএসিড
(খ) অক্সালো এসিটিক এসিড
(গ) রাইবুলোজ-১, ৫-ডাইফসফেট
(ঘ) ডাই হাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট
সঠিক উত্তর: (খ)
২। Biological coin এর বাংলা কী?
(ক) জীব মুদ্রা
(খ) জৈব মুদ্রা
(গ) অজৈব মুদ্রা
(ঘ) শক্তি মুদ্রা
সঠিক উত্তর: (খ)
৩। উদ্ভিদকোষে শর্করা জাতীয় খাদ্য সঞ্চিত হয় কোথায়?
(ক) নিউক্লিয়াসের কাছাকাছি
(খ) ক্লোরোপ্লাস্টের কাছাকাছি
(গ) কোষ প্রাচীরের কাছাকাছি
(ঘ) মাইটোকন্ড্রিয়ার কাছাকাছি
সঠিক উত্তর: (খ)
৪। শ্বসন কত প্রকার?
(ক) ২ প্রকার
(খ) ৩ প্রকার
(গ) ৪ প্রকার
(ঘ) ৫ প্রকার
সঠিক উত্তর: (ক)
৫। সবাত শ্বসন প্রক্রিয়া কয়টি ধাপে সম্পন্ন হয়?
(ক) ৩টি
(খ) ৫টি
(গ) ৪টি
(ঘ) ৬টি
সঠিক উত্তর: (গ)
৬। সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কোন খাদ্য তৈরি করে?
(ক) প্রোটিন
(খ) শর্করা
(গ) আমিষ
(ঘ) লিপিড
সঠিক উত্তর: (খ) শর্করা
৭। সবুজ উদ্ভিদ কোন প্রক্রিয়ায় সৌরশক্তিকে কাজে লাগিয়ে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে?
(ক) শ্বসন প্রক্রিয়া
(খ) সালোকসংশ্লেষণ প্রক্রিয়া
(গ) রেচন প্রক্রিয়া
(ঘ) অভিস্র্রবণ প্রক্রিয়া
সঠিক উত্তর: (খ) সালোকসংশ্লেষণ প্রক্রিয়া
নবম দশম জীববিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্ন (SSC Biology MCQ) চতুর্থ অধ্যায়: জীবনীশক্তি
৮। জীবকর্তৃক তার দেহে শক্তির উৎপাদন ও ব্যবহারের মৌলিক কৌশলকে কী বলে?
(ক) জৈব শক্তি
(খ) জীবনী শক্তি
(গ) শ্বসন
(ঘ) স্থিতি শক্তি
সঠিক উত্তর: (খ) জীবনী শক্তি
৯। সালোকসংশ্লেষণের সময় ADP সৌরশক্তি গ্রহণ করে ATP তে পরিণত হওয়াকে কী বলে?
(ক) ফটোফসফোরাইলেশন
(খ) শ্বসন
(গ) ক্রেবচক্র
(ঘ) অভিস্র্রবণ
সঠিক উত্তর: (ক) ফটোফসফোরাইলেশন
১০। শর্করার ইংরেজি নাম কী?
(ক) ফসকো লিপিড
(খ) কার্বহাইড্রেট
(গ) হাইড্রোকার্বন
(ঘ) অ্যামইনো এসিড
সঠিক উত্তর: (খ) কার্বহাইড্রেট
১১। সলোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আলোক শক্তি কী শক্তি উৎপন্ন করে?
(ক) বিদ্যুৎ শক্তি
(খ) রাসায়নিক শক্তি
(গ) তাপ শক্তি
(ঘ) জৈব শক্তি
সঠিক উত্তর: (খ) রাসায়নিক শক্তি
১২। সালোকসংশ্লেষণের ইংরেজি নাম কী?
(ক) PHOTOSYNTHESIS
(খ) PHOTO PHOSPHATE
(গ) PHOTOPHOSPHONYLATION
(ঘ) PHOTOLIGHT SYSTEM
সঠিক উত্তর: (ক) PHOTOSYNTHESIS
১৩। পাতার সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান কোনটি?
(ক) জাইলেম টিস্যু
(খ) মেসোফিল টিস্যু
(গ) ফ্লোয়েম টিস্যু
(ঘ) ক্ষারণকারী টিস্যু
সঠিক উত্তর: (খ) মেসোফিল টিস্যু
১৪। সালোকসংশ্লেষণ কোন ধরনের প্রক্রিয়া?
(ক) জটিল ও দীর্ঘ
(খ) জটিল ও হ্রাস
(গ) দীর্ঘ ও হ্রাস
(ঘ) সাধারণ ও দীর্ঘ
সঠিক উত্তর: (ক) জটিল ও দীর্ঘ
১৫। সালোকসংশ্লেষণ প্রক্রিয়া আবিষ্কারকের নাম কী?
(ক) ব্লুম্যান
(খ) ব্লাকম্যান
(গ) টমসন
(ঘ) হ্যাচ্
সঠিক উত্তর: (খ) ব্লাকম্যান
১৬। সূর্যালোক ও ক্লোরোফিল সহায়তায় পানি বিয়োজিত হয়ে কী উৎপন্ন করে?
(ক) ইলেকট্রন
(খ) প্রোটন
(গ) নিউট্রন
(ঘ) পজিট্রন
সঠিক উত্তর: (ক) ইলেকট্রন
১৭। ক্যালভিন চক্রে অস্থায়ী কী তৈরি হয়?
(ক) অ্যামাইনো এসিড
(খ) কিটোএসিড
(গ) এসিটিক এসিড
(ঘ) ফসফোরিক এসিড
সঠিক উত্তর: (খ) কিটোএসিড
নবম দশম জীববিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্ন (SSC Biology MCQ) চতুর্থ অধ্যায়: জীবনীশক্তি
১৮। ক্যালভিন তার আবিষ্কারের জন্য কতসালে নোবেল পুরস্কার লাভ করে?
(ক) ১৯৬০ সালে
(খ) ১৯৬২ সালে
(গ) ১৯৬১ সালে
(ঘ) ১৯৫৩ সালে
সঠিক উত্তর: (গ) ১৯৬১ সালে
১৯। উদ্ভিদ কোষে খুব বেশি পরিমাণ ক্লোরোফিল থাকলে কী ঘটে?
(ক) সালোকসংশ্লেষণ বৃদ্ধি পায়
(খ) সালোকসংশ্লেষণ হ্রাস পায়
(গ) শ্বসন বৃদ্ধি পায়
(ঘ) শ্বসন হ্রাস পায়
সঠিক উত্তর: (খ) সালোকসংশ্লেষণ হ্রাস পায়
২০। সালোকসংশ্লেষণ সবচেয়ে ভালো হয় কত তরঙ্গ দৈর্ঘ্য?
(ক) ৬৮০ NM
(খ) ৩৮০ NM
(গ) ৫৮০ NM
(ঘ) ২৮০ NM
সঠিক উত্তর: (ক) ৬৮০ NM
২১। সালোকসংশ্লেষণ কত প্রকার?
(ক) ২ প্রকার
(খ) ৩ প্রকার
(গ) ৪ প্রকার
(ঘ) ৫ প্রকার
সঠিক উত্তর: (ক) ২ প্রকার
২২। উদ্ভিদের অভ্যন্তরীণ প্রভাবক কোনটি?
(ক) অক্সিজেন
(খ) পানি
(গ) তাপমাত্রা
(ঘ) পটাসিয়াম
সঠিক উত্তর: (ঘ) পটাসিয়াম
২৩। হাইড্রিলা উদ্ভিদ দিয়ে কী পরীক্ষা করা হয়?
(ক) শ্বসন
(খ) অভিস্র্রবণ
(গ) ব্যাপন
(ঘ) সালোকসংশ্লেষণ
সঠিক উত্তর: (ঘ) সালোকসংশ্লেষণ
নবম দশম জীববিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্ন (SSC Biology MCQ) চতুর্থ অধ্যায়: জীবনীশক্তি
২৪। সালোকসংশ্লেষণের কোন উপাদান থেকে অক্সিজেন উৎপন্ন হয়?
(ক) কার্বন ডাই অক্সাইড
(খ) পানি
(গ) ম্যাগনেসিয়াম
(ঘ) ক্লোরোফিল
সঠিক উত্তর: (খ) পানি
২৫। সালোকসংশ্লেষণের জন্য সুবিধাজনক তাপমাত্রা কত?
(ক) ২২0-৩৫0C
(খ) ২০0-২৫0C
(গ) ৩৫0-৪০0C
(ঘ) ২২0-৪৪0C
সঠিক উত্তর: (ক) ২২0-৩৫0C
২৬। শ্বসনের সময় জীবদেহে বর্তমান স্থৈতিক শক্তি কী রূপে উদ্ভ‚ত হয়?
(ক) তাপরূপে
(খ) আলোরূপে
(গ) বিদ্যুৎরূপে
(ঘ) পানিরূপে
সঠিক উত্তর: (ক) তাপরূপে
২৭। শ্বসন প্রক্রিয়া জীবকোষের কোথায় সংঘটিত হয়?
(ক) মাইটোকন্ড্রিয়াতে
(খ) প্রোটোপ্লাজমে
(গ) গলজিবস্তু
(ঘ) কোষগহ্বর
সঠিক উত্তর: (ক) মাইটোকন্ড্রিয়াতে
২৮। যে শ্বসন প্রক্রিয়া অক্সিজেনের অনুপস্থিতিতে হয় তাকে কী বলে?
(ক) সবাত শ্বসন
(খ) অবাত শ্বসন
(গ) ব্যাপন
(ঘ) অভিস্র্রবণ
সঠিক উত্তর: (খ) অবাত শ্বসন
২৯। অবাত শ্বসন কোন জীবে ঘটে?
(ক) ভাইরাস
(খ) ব্যাকটেরিয়া
(গ) ছত্রাক
(ঘ) ভিরয়েডস
সঠিক উত্তর: (খ) ব্যাকটেরিয়া
৩০। গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো কোষের কোথায় ঘটে?
(ক) মাইটোকন্ড্রিয়ায়
(খ) সাইটোপ্লাজম
(গ) লিপিড
(ঘ) কোষগহ্বরে
সঠিক উত্তর: (খ) সাইটোপ্লাজম
৩১। পাইরুভিক এসিডের সংকেত কোনটি?
(ক) C3H4O3
(খ) CH4OH
(গ) C6H12O6
(ঘ) C2H5OH
সঠিক উত্তর: (ক) C3H4O3
নবম দশম জীববিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্ন (SSC Biology MCQ) চতুর্থ অধ্যায়: জীবনীশক্তি
৩২। ক্রেবস চক্র কত সালে আবিষ্কার হয়?
(ক) ১৯৩৭ সালে
(খ) ১৯৩৫ সালে
(গ) ১৯৪০ সালে
(ঘ) ১৯৩০ সালে
সঠিক উত্তর: (ক) ১৯৩৭ সালে
৩৩। উদ্ভিদ কোষের কোনটি শ্বসনের প্রধান অঙ্গ?
(ক) নিউক্লিয়াস
(খ) মাইটোকন্ড্রিয়া
(গ) রাইবোসোম
(ঘ) সাইটোপ্লাজম
সঠিক উত্তর: (খ) মাইটোকন্ড্রিয়া
৩৪। ক্রেবসচক্র কোথায় সংঘটিত হয়?
(ক) নিউক্লিয়াস
(খ) মাইটোকন্ড্রিয়া
(গ) রাইবোসোম
(ঘ) সাইটোপ্লাজম
সঠিক উত্তর: (খ) মাইটোকন্ড্রিয়া
৩৫। দুধ থেকে দধি তৈরি নিচের কোনটির ফল?
(ক) সালোকসংশ্লেষণ
(খ) সবাত শ্বসন
(গ) অবাত শ্বসন
(ঘ) অক্সিডেটিভ ফসফোরাইলেশন
সঠিক উত্তর: (গ) অবাত শ্বসন
৩৬। সবাত শ্বসনে CO2 গ্যাস নির্গত হতে কোনটি প্রয়োজন?
(ক) রেস্পিরোস্কোপ
(খ) টেলিস্কোপ
(গ) পেরিস্কোপ
(ঘ) সরল অণুবীক্ষণ যন্ত্র
সঠিক উত্তর: (ক) রেস্পিরোস্কোপ
আরো পড়ুন:
এসএসসি জীব বিজ্ঞান -অধ্যায় ১(জীবন পাঠ) সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান M.C.Q. : জীবকোষ ও টিস্যু
আশা করছি আমাদের আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে।আমাদের যেকোনো আপডেট মিস না করতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ দেখার জন্য।
পাঠ্য.ইনফো কে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো করুন।