নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান M.C.Q. – ১০ম অধ্যায় (সমন্বয়)

নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান M.C.Q. – ১০ম অধ্যায় (সমন্বয়)

নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান M.C.Q. – ১০ম অধ্যায় (সমন্বয়)

আজ আমরা বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের জন্য SSC জীববিজ্ঞান ১০ম অধ্যায়MCQ : সমন্বয় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একদম নিচের দিকে সকল অধ্যায়গুলো সুন্দরভাবে উল্লেখিত করে রেখেছি। এছাড়াও জীববিজ্ঞান বইয়ের আগের অধ্যায়গুলো নিচের দিকে উল্লেখ করা হলো।

নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান M.C.Q. – ১০ম অধ্যায় (সমন্বয়)

১. অগ্রমুকুলের কোষগুলো কী কোষ?
ক) বিভাজন কোষ
খ) ভাজক কোষ
গ) স্থায়ী কোষ
ঘ) বৃদ্ধিকারক
সঠিক উত্তর: (খ)

২. নিউরনের প্রলম্বিত অংশ কয় ধরনের?
ক) তিন
খ) দুই
গ) চার
ঘ) পাঁচ
সঠিক উত্তর: (খ)

নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান M.C.Q. – ১০ম অধ্যায় (সমন্বয়)

৩. উদ্ভিদের চলন কোথায় দেখা যায়?
ক) নিম্ন অঞ্চলে
খ) বর্ধিষ্ণু অঞ্চলে
গ) নিম্নত্বকে
ঘ) উর্ধ্বত্বকে
সঠিক উত্তর: (খ)

৪. কীসের ফলে মানসিক, শারীরিক, সামাজিক ও আর্থিক ক্ষতিসাধন হয়?
ক) নৈতিক শিক্ষার অভাবে
খ) মাদকদ্রব্য সেবনে
গ) অভাব অনটনে
ঘ) বেকারত্বের
সঠিক উত্তর: (ঘ)

৫. স্নায়ুকোষ কোন নির্যাস তৈরি করে?
ক) ডোপামিল
খ) ইনসুলিন
গ) থাইরোট্রাপিন
ঘ) থাইরক্সিন
সঠিক উত্তর: (ক)

নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান M.C.Q. – ১০ম অধ্যায় (সমন্বয়)

৬. নিচের কোনটি মস্তিষ্কের রোগ?
ক) যক্ষ্মা
খ) হার্ট অ্যাটাক
গ) এপিলেপসি
ঘ) বাত
সঠিক উত্তর: (গ)

৭. সাধারণত প্যারালাইসিস কেন হয়?
ক) ব্রঙ্কাইটসের ফলে
খ) হৃৎপিন্ডের স্ট্রোকের ফলে
গ) যক্ষার ফলে
ঘ) মস্তিষ্কের স্ট্রোকের ফলে
সঠিক উত্তর: (ঘ)

নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান M.C.Q. – ১০ম অধ্যায় (সমন্বয়)

৮. উদ্দীপনা বা তাড়নার বেগ সেকেন্ডে কত?
ক) ২০০ মিটার
খ) ৩০০ মিটার
গ) ৪০০ মিটার
ঘ) ১০০ মিটার
সঠিক উত্তর: (ঘ)

৯. সেরিবেলামের ভিতর দিকে কী থাকে?
ক) লোহিত পদার্থ
খ) ধূসর পদার্থ
গ) শ্বেত পদার্থ
ঘ) কালো পদার্থ
সঠিক উত্তর: (গ)

১০. কোন বয়সে মৃগী রোগের ব্যপকতা বেশি দেখা যায়?
ক) ৩০-৩৫ বছর
খ) ২৫-৩০ বছর
গ) ১০-২৫ বছর
ঘ) ৫-২০ বছর
সঠিক উত্তর: (ঘ)

নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান M.C.Q. – ১০ম অধ্যায় (সমন্বয়)

১১. আয়োডিনের উৎস- i. কলা, কচু ii. সামুদ্রিক মাছ iii. ফলমূল নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১২. অ্যাক্সনের চারদিকে পাতলা আবরণটি কী?
ক) পনস
খ) মেননজেস
গ) নিউরিলেমা
ঘ) নিলস
সঠিক উত্তর: (গ)

১৩. ডায়াবেটিস কয় ধরনের হয়?
ক) তিন
খ) চার
গ) দুই
ঘ) পাঁচ
সঠিক উত্তর: (গ)

১৪. আলাদা করে শনাক্ত করা যায় না, এমন হরমোন হলো-
i. পুস্টুলেটেড হরমোন
ii. ফ্লোরিজেন ভার্নালিন
iii. অক্সিন, জিবেরেলিন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৫. মানুষের চোখ বের হয়ে আসার রোগ কেন হয়?
ক) প্যারাথাইরয়েড গ্রন্থির সমস্যায়
খ) থাইরয়েড গ্রন্থির সমস্যায়
গ) থাইমাস গ্রন্থির সমস্যায়
ঘ) এডরোল গ্রন্থির সমস্যায়
সঠিক উত্তর: (খ)

নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান M.C.Q. – ১০ম অধ্যায় (সমন্বয়)

১৬. ফলের মোচন বিলম্বিত করা হয় কোন ফাইটোহরমোন প্রয়োগে?
ক) জিবেরেলিন
খ) অক্সিন
গ) ইথিলিন
ঘ) সাইটোকাইনিন
সঠিক উত্তর: (খ)

১৭. মানবদেহে স্নায়ুতন্ত্রের কাজ হলো-
i. বিভিন্ন উদ্দীপনা গ্রহণ করা
ii. উদ্দীপনা অনুযায়ী প্রতিদেন সৃষ্টি করা
iii. স্মৃতি সংরক্ষণ সৃষ্টি করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান M.C.Q. – ১০ম অধ্যায় (সমন্বয়)

১৮. মস্তিষ্কের রক্তক্ষরণ কীভাবে নির্ণয় করা হয়?
ক) বেরিয়াম এক্স-রে করে
খ) সিটি স্ক্যান করে
গ) আল্ট্রাসনোগ্রাফি
ঘ) ইসিজি করে
সঠিক উত্তর: (খ)

১৯. ফল পাকাতে সাহায্য করে কোন ফাইটোহরমোনটি?
ক) ইথিলিন
খ) জিবেরেলিন
গ) অক্সিন
ঘ) সাইটোকাইনিন
সঠিক উত্তর: (ক)

২০. কোনো ব্যক্তির স্ট্রোক হয়েছে তা ধারণা করা যায়-
i. হঠাৎ বমি প্রচন্ড মাথা ব্যথা দেখে
ii. কয়েক মিনিটের মধ্যে অজ্ঞান হয়ে গেলে
iii. মাংসপেশি শিথিল হয়ে গেলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)

নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান M.C.Q. – ১০ম অধ্যায় (সমন্বয়)

২১. উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ উদ্ভিদ দেহে বিশেষ বস্তুর প্রভাবে হয়ে থাকে, কোন বিজ্ঞানী ও মত প্রকাশ করেন?
ক) বিজ্ঞানী বেলিস
খ) বিজ্ঞানী স্টারলিং
গ) বিজ্ঞানী স্যাকস
ঘ) বিজ্ঞানী ডারউইন
সঠিক উত্তর: (গ)

২২. আদি উদ্ভিদের জননকোষ কিসের সাহায্য চলাচল করে?
ক) ফ্লাজেলার সাহায্য
খ) উপাঙ্গের সাহায্যে
গ) কোস আবরণীর সাহায্যে
ঘ) জনন অঙ্গের সাহায্যে
সঠিক উত্তর: (ক)

২৩. উদ্ভিদের চলনকে কয়টি ভাগে ভাগ করা যায়?
ক) একটি
খ) তিনটি
গ) দুটি
ঘ) চারটি
সঠিক উত্তর: (গ)

২৪. অক্সিন এর প্রভাবে-
i. অভিস্রবণ ও শ্বসন ক্রিয়ার হার বাড়ে
ii. শ্বসন ক্রিয়ার হার কমে
iii. বীজহীন ফল উৎপাদন করা যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)

নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান M.C.Q. – ১০ম অধ্যায় (সমন্বয়)

২৫. মানবদেহে হরমোন উৎপাদনকারী প্রধান গ্রন্থি কোনটি?
ক) পিনিয়াল
খ) থাইরয়েড
গ) পিটুইটারী
ঘ) থাইমাস
সঠিক উত্তর: (গ)

২৬. IAA-এর পূর্ণরূপ কোনটি?
ক) ইন্ডোল অক্সালিক এসিড
খ) ইন্ডোল অ্যাসিটিক এসিড
গ) ইন্ডোল এসকরবিক এসিড
ঘ) ইন্ডোল অ্যাবসিসিক এসিড
সঠিক উত্তর: (খ)

২৭. প্যারালাইসিস সাধারণত কিসের কারণে হয়?
ক) বহুমূত্র
খ) এপিলেপসি
গ) পারকিনসন
ঘ) মস্তিষ্কের স্ট্রোক
সঠিক উত্তর: (ঘ)

২৮. নিচের কোনটি নিকোটিনের মাত্রা বাড়ায়?
ক) তামাক
খ) পান
গ) সুপারি
ঘ) লেবুর রস
সঠিক উত্তর: (ক)

২৯. আয়োডিনের অন্যতম মূল উৎস কোনটি?
ক) স্বাদুপানির মাছ
খ) সামুদ্রিক মাছ
গ) হাওড়ের মাছ
ঘ) প্লাবন ভূমির মাছ
সঠিক উত্তর: (খ)

৩০. ফটেট্রিপিক চলন এক ধরনের-
i. সামগ্রিক চলন
ii. সোজা চলন
iii. বক্র চলন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) iii
ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)

নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান M.C.Q. – ১০ম অধ্যায় (সমন্বয়)

৩১. পারকিনসন রোগ প্রতিকার করা যায়-
i. নিয়মিত ফিজিওথেরাপি দিয়ে
ii. পরিমিত খাদ্য গ্রহণ করে
iii. সুস্থ জীবনযাপন করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩২. হরমোন কোথা থেকে নিঃসৃত হয়?
ক) নালি থেকে
খ) নালিহীন গ্রন্থি থেক
গ) স্নায়ুতন্ত্র থেকে
ঘ) পৌষ্টিকতন্ত্র থেকে
সঠিক উত্তর: (খ)

নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান M.C.Q. – ১০ম অধ্যায় (সমন্বয়)

৩৩. জনন অঙ্গ থেকে পুরুষে কোন হরমোন নিঃসৃত হয়?
ক) ইস্ট্রোজেন
খ) ইনসুলিন
গ) এডরেনালিন
ঘ) টেস্টোস্টেরন
সঠিক উত্তর: (ঘ)

৩৪. উদ্ভিদে আলো-অন্ধকারের ছন্দকে কী বলে?
ক) বোটানিক্যাল ক্লক
খ) নমিনক্লেচার ক্লক
গ) বায়োলজিক্যাল ব্লক
ঘ) নেচারাল ব্লক
সঠিক উত্তর: (গ)

৩৫. কোনটিকে রাসায়নিক দূত হিসেবে অভিহিত করা হয়?
ক) হরমোন
খ) এনজাইম
গ) নিউরন
ঘ) রক্ত
সঠিক উত্তর: (ক)

৩৬. কোনটির প্রভাবে ক্যাম্বিয়ামের কার্যকারিতা বৃদ্ধি পায়?
ক) IAA
খ) ICA
গ) IBA
ঘ) IDA
সঠিক উত্তর: (ক)

৩৭. মস্তিষ্কে কয়েক সেকেন্ড রক্ত বন্ধ থাকাকে কী বলে?
ক) স্ট্রোক
খ) অ্যাটাক
গ) প্যারালাইসিস
ঘ) ডায়াবেটিস
সঠিক উত্তর: (ক)

নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান M.C.Q. – ১০ম অধ্যায় (সমন্বয়)

৩৮. পাতা ঝরার জন্য দায়ী কে?
ক) বীজহীন ফল
খ) ফুল ফোটা
গ) কোষ বিভাজন
ঘ) মূল সৃষ্টি
সঠিক উত্তর: (খ)

৩৯. কোন রোগটি বংশগত বলে ধরা হয়?
ক) এপিলেসিস
খ) পারকিনসন
গ) প্যারালাইসিস
ঘ) স্ট্রোক
সঠিক উত্তর: (খ)

নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান M.C.Q. – ১০ম অধ্যায় (সমন্বয়)

৪০. পারকিনসন রোগ হলে-
i. খাবার গিলতে কষ্ট হয়
ii. সোজাসুজি হাটতে সমস্যা হয়
iii. হাঁটা শুরু করার সময় সমস্যা হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪১. করোটিক স্নায়ু নিয়ন্ত্রণ করে-
i. হৃদপিন্ডের কাজ
ii. হাত, পা, সঞ্চালন
iii. পাকস্থলীর কাজ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)

৪২. এপিলেপসির কারণ হতে পারে-
i. জন্মগত মস্তিষ্ক বিকৃতি
ii. এইডস ও টিউমার
iii. এনসেফলাইটিস
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৩. কিসের কারণে প্রাণী তার কার্যকলাপ বা আচরণের পরিবর্তন করে থাকে?
ক) এনজাইম
খ) হরমোন
গ) প্রোটিন
ঘ) লসিকা
সঠিক উত্তর: (খ)

৪৪. অক্সিনের প্রভাবে-
i. অভিস্রবণ বৃদ্ধি পায়
ii. সালোকসংশ্লেষণের হার কমে যায়
iii. শ্বসনের হার বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)

৪৫. প্রাণীর মতো প্রতিটি উদ্ভিদ কোষেও বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যক্রম কীভাবে প্রতিনিয়ত চলতে থাকে?
ক) বিরতি দিয়ে
খ) স্বাভাবিক
গ) একযোগে
ঘ) আলাদাভাবে
সঠিক উত্তর: (গ)

নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান M.C.Q. – ১০ম অধ্যায় (সমন্বয়)

৪৬. মেরুরজ্জুতে-
i. শ্বেত পদার্থ থাকে বাইরে
ii. কালো পদার্থ থাকে মাঝে
iii. ধূসর পদার্থ থাকে ভিতরে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)

৪৭. হরমোনের কাজ নিয়ন্ত্রণ করে কে?
ক) স্নায়ুতন্ত্র
খ) দেহ
গ) নালিহীন গ্রন্থি
ঘ) এনজাইম
সঠিক উত্তর: (ক)

৪৮. উদ্ভিদের পুষ্প সৃষ্টিতে কোনটির প্রভাব আছে বলে বিজ্ঞানীরা প্রমাণ করেছেন?
ক) আলো
খ) বাতাস
গ) উষ্ণতা
ঘ) কোমলতা
সঠিক উত্তর: (গ)

৪৯. চার্লস ডারউইন উদ্ভিদের কোন অংশের উপর আলোর প্রভাব পরীক্ষা করেন?
ক) ভ্রুণ
খ) পত্রমূল
গ) পাতার শীর্ষ
ঘ) ভ্রুণমুকুলাবরণী
সঠিক উত্তর: (ঘ)

৫০. কোনটির প্রভাবে উদ্ভিদকান্ডের অতিবৃদ্ধি ঘটে?
ক) অক্সিন
খ) ইথিলিন
গ) ভার্নালিন
ঘ) জিবেরেলিন
সঠিক উত্তর: (ঘ)

নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান M.C.Q. – ১০ম অধ্যায় (সমন্বয়)

আরো পড়ুন:

এসএসসি জীব বিজ্ঞান -অধ্যায় ১(জীবন পাঠ) সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান M.C.Q. : জীবকোষ ও টিস্যু

এস.এস.সি জীববিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্ন (SSC Biology MCQ)তৃতীয় অধ্যায়: কোষ বিভাজন

নবম দশম জীববিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্ন (SSC Biology MCQ) চতুর্থ অধ্যায়: জীবনীশক্তি

আশা করছি আমাদের আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে।আমাদের যেকোনো আপডেট মিস না করতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ দেখার জন্য।

পাঠ্য.ইনফো কে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো করুন।

Leave a Comment