নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান M.C.Q. – ১১ অধ্যায় (জীবের প্রজনন)

নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান M.C.Q. – ১১ অধ্যায় (জীবের প্রজনন)

নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান M.C.Q. – ১১ অধ্যায় (জীবের প্রজনন)

আজ আমরা বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের জন্য SSC জীববিজ্ঞান ১১অধ্যায়MCQ : জীবের প্রজনন শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

জীবের প্রজনন অধ্যায়ের এই বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউগুলো অনুশীলন করার আগে অবশ্যই মূল বই ভালো করে পড়ে নিবে। এরপর 50 মিনিট সময় নিয়ে নিচের এমসিকিউগুলোর উত্তর খাতায় লিখে ফেলবে। আমরা প্রতিটা প্রশ্নের মান নির্ধারণ করেছি ১ নাম্বার। প্রশ্নের সাথে এর সঠিক উত্তরগুলো যুক্ত করে দিয়েছি। তাই খুব সহজেই তোমরা তোমাদের প্রাপ্ত নাম্বার বের করে ফেলতে পারবে। তোমার অন্যান্য বন্ধুদের উৎসাহ দিতে তোমার স্কোরটি আমাদের এখানে কমেন্ট করে জানিয়ে দিতে পারো।

তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একদম নিচের দিকে সকল অধ্যায়গুলো সুন্দরভাবে উল্লেখিত করে রেখেছি। এছাড়াও জীববিজ্ঞান বইয়ের আগের অধ্যায়গুলো নিচের দিকে উল্লেখ করা হলো।

নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান M.C.Q. – ১১ অধ্যায় (জীবের প্রজনন)

১. জীবাণু প্রবেশের কত মাস পর এইডসের লক্ষণ প্রকাশ পায়?
ক) প্রায় ছয় মাস
খ) প্রায় চার মাস
গ) প্রায় তিন মাস
ঘ) প্রায় পাঁচ মাস
সঠিক উত্তর: (ক)

২. সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে কোনটি?
ক) পোলেন টিউব
খ) পুংদন্ড
গ) পুংজননকোষ
ঘ) পুংস্তবক
সঠিক উত্তর: (গ)

৩. যুক্তধানী শব্দের ইংরেজি প্রতিশব্দ কোনটি?
ক) Epipetalous
খ) Syngenesious
গ) Syncarpous
ঘ) Malegamet
সঠিক উত্তর: (খ)

নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান M.C.Q. – ১১ অধ্যায় (জীবের প্রজনন)

৪. জনন মাতৃকোষে কোন পদ্ধতিতে কোষ বিভাজন ঘটে?
ক) অ্যামাইটোসিস
খ) মাইটোসিস
গ) মিয়োসিস
ঘ) অস্বাভাবিক মাইটোসিস
সঠিক উত্তর: (গ)

৫. জননকোষ সৃষ্টির পূর্বশর্ত কোনটি?
ক) অ্যামাইটোসিস কোষ বিভাজন
খ) মাইটোসিস কোষ বিভাজন
গ) মিয়োসিস কোষ বিভাজন
ঘ) অস্বাভাবিক কোষ বিভাজন
সঠিক উত্তর: (গ)

৬. ভিত্তি কোষ থেকে কোনটি গঠিত হয়?
ক) ভ্রূণ
খ) ভ্রূণধারক
গ) বীজপত্র
ঘ) ভ্রূণমূল
সঠিক উত্তর: (খ)

৭. ধানের পরাগায়ন কোনটি দ্বারা ঘটে?
ক) বায়ু
খ) পতঙ্গ
গ) প্রাণী
ঘ) পাতি
সঠিক উত্তর: (ক)

নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান M.C.Q. – ১১ অধ্যায় (জীবের প্রজনন)

৮. উচ্চ শ্রেণির উদ্ভিদের জনন অঙ্গ কী?
ক) বীজ
খ) ফল
গ) মূল
ঘ) ফুল
সঠিক উত্তর: (ঘ)

৯. অমরাতে প্রচুর —- থাকে।
ক) রক্তরস
খ) রক্তনালি
গ) রক্ত কণিকা
ঘ) সবগুলো
সঠিক উত্তর: (খ)

১০. অশস্যল বীজ কোনটি?
ক) মটর
খ) গম
গ) রেড়ি
ঘ) ধান
সঠিক উত্তর: (ক)

নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান M.C.Q. – ১১ অধ্যায় (জীবের প্রজনন)

১১. স্পোরোফাইটের প্রথম কোষ কোনটি?
ক) শুক্রাণু
খ) ডিম্বাণু
গ) জাইগোট
ঘ) মরুলা
সঠিক উত্তর: (গ)

১২. টেস্টোস্টেরন নিঃসৃত হয় কোনটি হতে?
ক) ডিম্বাশয়
খ) অগ্নাশয়
গ) শুক্রাশয়
ঘ) মলাময়
সঠিক উত্তর: (গ)

১৩. নিচের কোনটিতে একগুচ্ছ গরাগদন্ড থাকে?
ক) শিমুল
খ) সূর্যমুখী
গ) জবা
ঘ) সব কয়টি
সঠিক উত্তর: (গ)

নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান M.C.Q. – ১১ অধ্যায় (জীবের প্রজনন)

১৪. গর্ভাশয় ফলে পরিণত হলে তাকে কী বলে?
ক) প্রকৃত ফল
খ) অপ্রকৃত ফল
গ) নীরস ফল
ঘ) গুচ্ছ ফল
সঠিক উত্তর: (ক)

১৫. পরাগরেণু অঙ্কুরিত হয়ে কিসে পরিণত হয?
ক) পুংজননে
খ) যুক্তধানীতে
গ) পরাগথলিতে
ঘ) পোলেন টিউবে
সঠিক উত্তর: (ঘ)

১৬. উন্নত উদ্ভিদে –
i. দুই ধরনের জনন কোষ একই দেহে সৃষ্টি হয়
ii. এদের ভিন্নবাসী উদ্ভিদ বলে
iii. এদের সহবাসী উদ্ভিদ বলে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান M.C.Q. – ১১ অধ্যায় (জীবের প্রজনন)

১৭. প্রকৃত ফলের উদাহরণ কোনটি?
ক) আম
খ) আপেল
গ) চালতা
ঘ) আঙ্গুর
সঠিক উত্তর: (ক)

১৮. পানি পরারী ফুল কোনটি?
ক) কচুরী
খ) পাতশ্যাওলা
গ) কলমি
ঘ) পদ্ম
সঠিক উত্তর: (খ)

১৯. একটি অপরিণত পরাগধানী কোন কলা দ্বারা গঠিত হয়?
ক) সরল
খ) জটিল
গ) ভাজক
ঘ) জাইলেম
সঠিক উত্তর: (গ)

২০. প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিটপকে কী বলে?
ক) ফল
খ) বীজ
গ) ফুল
ঘ) মূল
সঠিক উত্তর: (গ)

নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান M.C.Q. – ১১ অধ্যায় (জীবের প্রজনন)

২১. চালতা কোন ফলের উদাহরণ?
ক) অপ্রকৃত
খ) প্রকৃত
গ) গুচ্ছ
ঘ) সরল
সঠিক উত্তর: (ক)

২২. ত্রিমিলন কী?
ক) পুং জননকোষ ও স্ত্রী জননকোষের মিলন
খ) পুং জননকোষ ও প্রতিপাদ কোষের মিলন
গ) পুং জননকোষ ও সেকেন্ডারি নিউক্লিয়াসের মিলন
ঘ) পুং জননকোষ ও ডিম্বাণুর মিলন
সঠিক উত্তর: (গ)

২৩. পরাগধানী একগুচ্ছে থাকলে তাকে কী বলে?
ক) যুক্তধানী
খ) বিযুক্তধানী
গ) দললগ্ন
ঘ) দলমন্ডল
সঠিক উত্তর: (ক)

নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান M.C.Q. – ১১ অধ্যায় (জীবের প্রজনন)

২৪. পানিপরাগী ফুলের বৈশিষ্ট্য হচ্ছে –
i. ফুলের সুগন্ধ নেই
ii. আকারে ক্ষুদ্র ও হালকা
iii. ফুল মধুগ্রন্থিযুক্ত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২৫. ভ্রূণ মাতৃগর্ভে গড়ে প্রায় কত সপ্তাহ অবস্থান করে?
ক) ৩৬
খ) ৩৮
গ) ৪০
ঘ) ৪২
সঠিক উত্তর: (গ)

২৬. সস্যকোষের প্রকৃতি কীরূপ?
ক) হ্যাপ্লয়েড
খ) ডিপ্লয়েড
গ) ট্রিপ্লয়েড
ঘ) টেট্রাপ্লয়েড
সঠিক উত্তর: (গ)

২৭. গর্ভাবস্থায় অমরা কী কাজে লাগে?
ক) ভ্রূণ ও মাতৃ জরায়ুর টিস্যুর সম্পর্ক স্থাপনে
খ) ভ্রূণ ও মাতৃদেহের শ্বসনতন্ত্রের সম্পর্ক স্থাপনে
গ) ভ্রূণ ও মাতৃদেহের স্নায়ুতন্ত্রের সম্পর্ক স্থাপনে
ঘ) ভ্রূণ ও মাতৃদেহের রেচনতন্ত্রের সম্পর্ক স্থাপনে
সঠিক উত্তর: (ক)

নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান M.C.Q. – ১১ অধ্যায় (জীবের প্রজনন)

২৮. হরমোন –
i. স্বল্পমাত্রায় নিঃসৃত হয়
ii. দৈহিক বৃদ্ধি করে
iii. একটা শর্করা জাতীয় পদার্থ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২৯. জরায়ুর অন্তঃগাত্রে ভ্রূণের সংস্থাপন হওয়ার পর থেকে শিশু ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত সময়কে কী বলে?
ক) গর্ভধারণ
খ) ভ্রূণ পরিস্ফুটনকাল
গ) গর্ভাবস্থা

ঘ) অমরাবিন্যাসকাল
সঠিক উত্তর: (গ)

৩০. হরমোন কীসের মাধ্যমে বাহিত হয়?
ক) এনজাইম
খ) স্নায়ু
গ) লসিকা
ঘ) রক্ত
সঠিক উত্তর: (ঘ)

নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান M.C.Q. – ১১ অধ্যায় (জীবের প্রজনন)

৩১. n সংখ্যক ক্রোমোজোম থাকে – i. জাইগোটে ii. ডিম্বাণুতে iii. শুক্রাণুতে নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৩২. গর্ভযন্ত্রের মাঝের কোষটিকে কী বলে?
ক) জাইগোট
খ) ভ্রূণ
গ) শুক্রাণু
ঘ) ডিম্বাণু
সঠিক উত্তর: (ঘ)

৩৩. যুক্তধানী ফুলের –
i. পরাগদন্ড একগুচ্ছে থাকে
ii. পরাগধানী একগুচ্ছে থাকে
iii. উদাহরণ হচ্ছে সূর্যমুখী
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান M.C.Q. – ১১ অধ্যায় (জীবের প্রজনন)

৩৪. জাইগোট কত প্রস্থ ক্রোমোজোম বহন করে?
ক) এক
খ) দুই
গ) তিন
ঘ) চার
সঠিক উত্তর: (খ)

৩৫. যে শাখায় ফুলগুলো বিশেষ নিয়মে সাজানো থাকে ফুলসহ তাকে কী বলে?
ক) পুষ্পমঞ্জরি
খ) মঞ্জরিদন্ড
গ) পুষ্পাক্ষ
ঘ) মঞ্জরিপত্র
সঠিক উত্তর: (ক)

৩৬. স্ব-পরাগায়ন হয় – i. কুমড়া ফুলে ii. শিমুল ফুলে iii. ধুতুরা ফুলে নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৩৭. বহিঃনিষেক হয় কোন প্রাণীতে?
ক) পাখি
খ) মাছ
গ) বাদুর
ঘ) ইঁদুর
সঠিক উত্তর: (খ)

৩৮. নিষেকের পর গর্ভাশয় ও মাইক্রোপাইল পরিবর্তনের ক্ষেত্রে প্রযোজ্য কোনটি?
ক) ফল ও বীজরন্ধ্র
খ) ফলত্বক ও বীজনাভি
গ) বীজ ও বীজের বোঁটা
ঘ) টেস্টা ও বীজমূল
সঠিক উত্তর: (ক)

নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান M.C.Q. – ১১ অধ্যায় (জীবের প্রজনন)

৩৯. গর্ভাবস্থার সময়কাল সাধারণত কত?
ক) ৪০-৫০ সপ্তাহ
খ) ৩৮-৪০ সপ্তাহ
গ) ৩০-৪০ সপ্তাহ
ঘ) ৩৫-৪০ সপ্তাহ
সঠিক উত্তর: (খ)

৪০. কোন অংশটি বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক?
ক) দলমন্ডল
খ) বৃতি
গ) পুষ্পাক্ষ
ঘ) পুংস্তবক
সঠিক উত্তর: (ক)

৪১. প্রজননের জন্য অত্যাবশ্যকীয় অংশ কতটি?
ক) ১টি
খ) ২টি
গ) ৩টি
ঘ) ৪টি
সঠিক উত্তর: (খ)

৪২. পরাগায়ন –
i. ফুল উৎপাদনের পূর্বশর্ত
ii. ফল উৎপাদনের পূর্বশর্ত
iii. বীজ উৎপাদনের পূর্বশর্ত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৪৩. পরাগায়ন কত প্রকার?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
সঠিক উত্তর: (ক)

নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান M.C.Q. – ১১ অধ্যায় (জীবের প্রজনন)

৪৪. ডিপ্লয়েড গৌণ কেন্দ্রিকা সৃষ্টির পর দুই মেরুর –
i. কেন্দ্রিকাগুলো কোষ সৃষ্টি করে
ii. কেন্দ্রিকাগুলোতে সাইটোপ্লাজম যুক্ত হয়
iii. কেন্দ্রিকাগুলো নষ্ট হয়ে যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৪৫. দলমন্ডল বাইরের দিক থেকে কততম স্তবক?
ক) প্রথম
খ) দ্বিতীয়
গ) তৃতীয়
ঘ) চতুর্থ
সঠিক উত্তর: (খ)

৪৬. একই গাছের ভিন্ন দুটি ফুলে পরাগায়নকে কী বলে?
ক) যুক্ত পরাগায়ন
খ) পর-পরাগায়ন
গ) স্ব-পরাগায়ন
ঘ) নিষেক
সঠিক উত্তর: (গ)

৪৭. HIV – ভাইরাস কোনটির গঠনে বিঘ্ন ঘটায়?
ক) এন্টিজোন
খ) এন্টিবডি
গ) ইস্ট্রোজেন
ঘ) থাইরক্সিন
সঠিক উত্তর: (খ)

নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান M.C.Q. – ১১ অধ্যায় (জীবের প্রজনন)

৪৮. প্রজননের জন্য বিশেষভাবে রূপান্তরিত বিটপ –
i. নিম্ন শ্রেণির উদ্ভিদের জনন অঙ্গ
ii. এর নাম ফুল
iii. উচ্চ শ্রেণির উদ্ভিদের জনন অঙ্গ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৪৯. পুংকেশরের দন্ডের ন্যায় অংশকে কী বলে?
ক) পরাগধানী
খ) পরাগনারী
গ) পুংদন্ড
ঘ) পরাগদন্ড
সঠিক উত্তর: (গ)

৫০. অন্তঃনিষেক হয় কোন ধরনের প্রাণীতে?
ক) পানিতে বাসকারী
খ) জলে বাসকারী
গ) ডাঙ্গায় বাসকারী
ঘ) উভচর প্রাণীতে
সঠিক উত্তর: (গ)

নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান M.C.Q. – ১১ অধ্যায় (জীবের প্রজনন)

যাচাই শেষে নাম্বার কম পেলে একদমই মনখারাপ করবে না। বইয়ের “ ১১ অধ্যায় – জীবের প্রজনন” বের করে আবার ভালো করে পড়ে নিবে। ভুল উত্তরগুলো কেন ভুল হলো সেটা জানার চেষ্টা করবে। তাহলে সঠিক উত্তরটি তোমার মস্তিষ্কে পাকাপাকিভাবে গেঁথে যাবে। পরবর্তীতে আর ভুলবে না ইনশাআল্লাহ্‌। 

আরো পড়ুন:

এসএসসি জীব বিজ্ঞান -অধ্যায় ১(জীবন পাঠ) সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান M.C.Q. : জীবকোষ ও টিস্যু

এস.এস.সি জীববিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্ন (SSC Biology MCQ)তৃতীয় অধ্যায়: কোষ বিভাজন

নবম দশম জীববিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্ন (SSC Biology MCQ) চতুর্থ অধ্যায়: জীবনীশক্তি

আশা করছি আমাদের আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে।আমাদের যেকোনো আপডেট মিস না করতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ দেখার জন্য।

পাঠ্য.ইনফো কে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো করুন।

Leave a Comment