পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন

এই পোষ্টে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন প্রক্রিয়া সম্পর্কে। অফলাইন আবেদন ও অনলাইন আবেদন পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন।

আমাদের বিভিন্ন প্রয়োজনে অনেক সময় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দরকার হয়ে থাকে। এটি হল পুলিশ কর্তৃক সার্টিফিকেট যা আমাদেরকে দিয়ে থাকে।

তবে এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট টি অনলাইন পন্থা ব্যতিত যেটি পাওয়া যায় সেক্ষেত্রে কিভাবে আবেদন করতে হয় ও বাংলাদেশ পুলিশ ক্লিয়ারেন্স পাওয়ার জন্য তার একটি নমুনা ফরমেট এই পোষ্টে তুলে ধরার চেষ্টা করেছি (Application for police clearance)।

পুলিশ ক্লিয়ারেন্স পাওয়ার জন্য আবেদন অনলাইনের মাধ্যমেও করা যায় তবে সেটি বিদেশ যাওয়ার জন্য দরকার হয়। আবার দেশের ভিতরে অনেক প্রয়োজনে বা বিভিন্ন পারপাসে পুলিশ ক্লিয়ারেন্স পাওয়ার জন্য আবেদনপত্র লিখতে হয় বা আবেদন করতে হয় কাগজে কলমে যা নিম্নে দেখানো হয়েছে।

আরব পড়ুন: ছাড়পত্র লেখার নিয়ম | ছাড়পত্র জন্য আবেদন লেখার নিয়ম

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে কোথায় যোগাযোগ করতে হয়

দেশের অভ্যন্তরে কোন চাকরী বা প্রয়োজনে পুলিশ ক্লিয়ারেন্স সনদ প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলা কিংবা সিটি এসবি শাখায় যোগাযোগ করতে পারেন।

ডিএমপির সদর দফতরে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেয়া হয়ে থাকে। ঢাকা মেট্রোপলিটন এলাকায় বসবাসকারীগণ নাগরিকরা পুলিশ ক্লিয়ারেন্স পেতে সরাসরি যোগাযোগ করতে পারেন। ডিএমপি সদর দফতর, কক্ষ নং-১০৯, হেল্পলাইন – ০১১৯১-০০৬৬৪৪ এবং ০২-৭১২৪০০০।

আরো পড়ুন: অনুপস্থিতির জন্য ছুটির আবেদন পত্র লেখার নিয়ম

নিম্নে পুলিশ ক্লিয়ারেন্স পাওয়ার জন্য আবেদনপত্রের নমুনা ফরমেট তুলে ধরা হলোঃ

পুলিশ ক্লিয়ারেন্স পাওয়ার জন্য আবেদন ফরমেট

তারিখ ঃ ২৭/০৮/২০২১ইং

বরাবর
এ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল
স্পেশাল ব্রাঞ্চ
বাংলাদেশ পুলিশ
মালিবাগ, ঢাকা।

বিষয় ঃ পুলিশ ক্লিয়ারেন্স পাওয়ার জন্য আবেদন।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি মোঃ সহিদুল ইসলাম, স্থায়ী ঠিকানাঃ গ্রামঃ পাশা, ডাকঘরঃ ধনেশ্বরগাতী, থানাঃ মাগুরা সদর, জেলাঃ মাগুরা, বর্তমান ঠিকানাঃ বাড়ি নং-৬৬, আদর্শনগর, মধ্যবাড্ডা, ঢাকা। আমি বর্তমানে লেকশোর হোটেল, গুলশান-২, ঢাকা’তে কর্মরত আছি কিন্তু আমি নতুন কর্মস্থান “আমারি ঢাকা হোটেল” এ যোগদান করিতেছি। নতুন কর্মস্থান এ যোগদান করার জন্য আমার পুলিশ ক্লিয়ারেন্সপত্র প্রয়োজন।

অতএব জনাবের নিকট আকুল আবেদন উপরোক্ত বিষয়ের আলোকে আমাকে পুলিশ ক্লিয়ারেন্সপত্র দিতে আপনার মর্জি হয়।

নিবেদক

মোঃ সহিদুল ইসলাম
মোবাইল ঃ ০১৮১—-

আশা করি যারা ম্যানুয়ালি পুলিশ ক্লিয়ারেন্স পাওয়ার জন্য আবেদনপত্র কিভাবে লিখতে হয় তার একটা ধারণা পেলেন উপরে উল্লেখিত ফরমেট অনুসারে।

আরো পড়ুন: এইচএসসি বাংলা ১ম পত্র পরীক্ষা সাজেশন 2024

বিদেশ যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স আবেদন

বিদেশ যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করতে হলে অনলাইনে যথাযথভাবে পূরণকৃত আবেদনপত্রটি সঠিক ভাবে পুরণ করতে হবে। মোটকথা পুলিশ সার্টিফিকেট পেতে অনলাইনে আবেদন করতে হবে।

অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন

পুলিশ ক্লিয়ারেন্স অনলাইন আবেদন

এবার চলুন জেনে নেই অনলাইন প্রক্রিয়া সম্পর্কে, নিম্নে দেখানো হলো কিভাবে অনলাইনে আবেদন করতে হয়।

১। একাউন্ট রেজিস্ট্রেশন করতে হবেঃ

আপনার মোবাইল বা কম্পিউটার থেকে একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করুন। তারপর বাংলাদেশ পুলিশ ক্লিয়ারেন্স ওয়েবসাইট pcc.police.gov.bd এ যান।

ওয়েবসাইটের মধ্যে Registration বাটন আছে সেখানে ক্লিক করুন। একটি ফর্ম পাবেন, Name এর জায়গায় আপনার পাসপোর্ট অনুযায়ী ইংরেজিতে নাম লিখুন।

আপনার মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র নম্বর দিন। Email বক্সে আপনার সচল ইমেইল এ্যাড্রেস দিয়ে দিতে পারেন। ইমেইল না থাকলে না দিলেও চলবে। বিদেশী নাগরিক বা শিশু হলে, ডান পাশের Foreign/Child অপশনে টিক দিতে হবে। এরপর ক্যাপচা পূরণ করে Continue করে দিন।

২। পুলিশ ক্লিয়ারেন্সের মোবাইল নম্বর ভেরিফিকেশন

এখন আপনাকে মোবাইল নম্বর ভেরিফিকেশনের জন্য একটি কোড দেওয়া হবে। কোডটি হচ্ছেঃ- PCC AV 6154, আপনি যে মোবাইল নম্বর টি দিয়েছেন, সেই মোবাইল নম্বর থেকে একটি SMS সেন্ড করে একাউন্ট ভেরিফিকেশন করুন। আপনার মোবাইলের মেসেজ অপশনে যান> টাইপ করুন PCCAV6154 এরপর 26969 নম্বরে সেন্ড করুন।

আরো পড়ুন: এসএসসি ইংরেজি ১ম পত্র ফাইনাল সাজেশন ২০২৪

৩। পুলিশ ক্লিয়ারেন্সের এপ্লাই প্রক্রিয়া

একাউন্ড সফল ভাবে ভেরিফিকেশন হয়ে গেলে, Your account is successfully verified এসএমএস পাবেন। এবার মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে Sign in করে নিন।

উপরের মেন্যুবার থেকে Apply বাটনে ক্লিক করুন। এবার পুলিশ ক্লিয়ারেন্স আপনার কেন প্রয়োজন তা সিলেক্ট করতে হবে। বিদেশ যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করলে Go abroad টিক দিয়ে দেশের নাম সিলেক্ট করুন। অন্যান্য প্রয়োজনে লিখিত আবেদন করতে হয় যা অনলাইনে করা যায় না, তার জন্য উপরে দেখানো হয়েছে কিভাবে আবেদনপত্র লিখতে হয়।

৪। পুলিশ ক্লিয়ারেন্স অনলাইনে ব্যক্তিগত তথ্য পূরণ

এখানের ধাপে আপনার পাসপোর্ট অনুসারে সকল তথ্য পূরণ করতে হবে। আপনার পাসপোর্ট সাইজের একটি ছবি আপলোড করুন। ছবির সাইজ যেন 150 kb এর কম হয়ে থাকে।


৫। ফরমে জরুরী যোগাযোগের ঠিকানা পূরণ

এই ধাপে আপনার পাসপোর্ট অনুযায়ী জরুরী যোগাযোগের ঠিকানা (Emargency Contact Address) এবং স্থায়ী ঠিকানা (Permanent Contact Address) লিখে পুরণ করে দিন।

৬। ফরমে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড

এ ধাপে আপনাকে Passport সহ অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন বা ওয়ার্ড কাউন্সিলরের প্রত্যয়ন আপলোড করতে হবে। তবে সাধারণত, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন আপলোড করলেই হয়ে যাবে।

৭। পুলিশ ক্লিয়ারেন্স আবেদন সাবমিট

এবার অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন ফরমে আপনার দেয়া সকল তথ্য বানান সহ পুনরায় চেক করে দেখুন। কারণ আবেদন ভুল হলে সংশোধন করার সুযোগ নেই। সব তথ্য ঠিক থাকলে Final Submit অপশনে ‘টিক’ দিয়ে Confirm বাটনে ক্লিক করুন।

আরো পড়ুন: ২০২৪ সালের সকল বোর্ডের HSC পরীক্ষা শুরুর তারিখ ও রুটিন

৮। পুলিশ ক্লিয়ারেন্সের চালান পরিশোধ

আবেদন সাবমিট করার পর, একটি কনফার্মেশন মেসেজ পাবেন। এই পেইজ থেকে অনলাইনেই এ চালান পরিশোধ করতে পারবেন। এ চালান তৎক্ষণাৎ পেমেন্ট ভেরিফিকেশন হয়ে যায়। তাই এ চালানের মাধ্যমেই চালান পরিশোধ করতে পারলে ভাল হয়।

পুলিশ ক্লিয়ারেন্স চালান পরিশোধ করার পদ্ধতি

চালান পরিশোধ করতে Click Here to Pay লেখাটিতে ক্লিক করুন। এখন সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ে ওপেন হবে। সোনালী ব্যাংক একাউন্ট, ডেবিট বা ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং সেবা- বিকাশ, রকেট, নগদ, ট্যাপ থেকে চালান পরিশোধ করে নিতে পারবেন।

পুলিশ ক্লিয়ারেন্স চালান পরিশোধ হয়ে গেলে

চালানের অর্থ পরিশোধ করা হয়ে গেলে আপনার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে এমন একটি মেসেজ ও চালান নম্বর পাবেন। তবে অবশ্যই চালান কপিটির PDF ফাইল ডাউনলোড করে সংরক্ষন করে নিন।

৯। চালান ডাউনলোড ও আপলোড করুন

এ ধাপে চালানের PDF ফাইলটি আপলোড করতে হবে। চালান আপলোড করার জন্য, My Account মেন্যুতে যান এবং, Upload Challan বাটনে ক্লিক করুন।

Bank Name- Sonali Bank, District- Dhaka, Branch- Local Office Branch সিলেক্ট করে নিন। তারপর, চালান জমার তারিখ এবং চালান নং (উদাহরন- P02646969) লিখে Check Challan ক্লিক করুন।

যদি জমাকারীর নাম দেখা যায় তাহলে বুঝবেন চালান আপডেট হয়েছে। চালান আপডেট হলে, ডান পাশের Document File অপশনে চালানের ডাউনলোড করা PDF ফাইলটি আপলোড করে নিন।

আরো পড়ুন: কবি সেলিনা পারভীন জীবনী

* অফলাইন চালানের ক্ষেত্রে ১ কর্মদিবস পর ভেরিফাই হয়

সোনালী ব্যাংক বিল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে চালান পরিশোধ করলে তৎক্ষনাৎ চালান আপলোড করে Payment Verification করতে পারবেন। আর যদি ই চালান/ ট্রেজারি অফিসে অফলাইন চালানের মাধ্যমে পেমেন্ট করেন তা পরদিন আপলোড করতে হবে।

অফলাইন চালানের ক্ষেত্রে, ধরুন আপনি দিনের ১২টার আগে চালান জমা দিলে সেটি একই দিন দুপুর ২টার পর সার্ভারে আপডেট হবে। যদি দিনের ১২টার পর চালান জমা দেওয়া হলে তা পরের দিন দুপুর ২টার পর সার্ভারে আপডেট হবে। তাই চালান আপডেট হওয়ার পর পুলিশ ক্লিয়ারেন্স ওয়েবসাইটে আপলোড করবেন।

পুলিশ ক্লিয়ারেন্স পেতে কত টাকা লাগে?

বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে (১-৭৩০১-০০০১-২৬৮১) কোডে করা ৫০০ (পাঁচ শত) টাকা মূল্যমানের ট্রেজারি চালান অথবা অনলাইনে ক্রেডিট/ডেবিট কার্ডের মাধ্যমে প্রযোজ্য ক্ষেত্রে নির্ধারিত সার্ভিসচার্জসহ ফি প্রদান।

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ডেলিভারি সময় কত দিন?

অনলাইনে আবেদন করার পর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ডেলিভারী পেতে ঢাকার মধ্যে ৭ দিন এবং ঢাকার বাইরে ১০ দিন সময় লেগে যেতে পারে।

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট মেয়াদ কতদিন হয়ে থাকে?

পুলিশ-ক্লিয়ারেন্স-সার্টিফিকেটের মেয়াদ (৩ মাস) ৯০ দিন। অর্থাৎ আপনাকে ৯০ দিনের মধ্যেই বিদেশ গমন করতে হবে।

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অনলাইন চেক কিভাবে করব?

পুলিশ-ক্লিয়ারেন্স অনলাইন চেক করার জন্য- https://pcc.police.gov.bd এবং Search মেন্যুতে ক্লিক করে নিন। পুলিশ ক্লিয়ারেন্স আবেদন থেকে Reference No টি লিখুন এবং View Certificate বাটনে ক্লিক করুন।

পুলিশ ক্লিয়ারেন্স রিজেক্ট হলে করনীয়?

পুলিশ ক্লিয়ারেন্স রিজেক্ট হলে পুনরায় আবার আবেদন করতে হবে। যদিও বেশিরভাগ আবেদন রিজেক্ট হয় না। তবে যদি কারো ক্ষেত্রে হয়ে থাকে তাহলে পুনরায় pcc.police.gov.bd ওয়েবসাইটে যেতে হবে এবং পূর্বের মত করে আবার আবেদন করতে হবে।

আশা করছি আমাদের আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে।আমাদের যেকোনো আপডেট মিস না করতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ দেখার জন্য।

পাঠ্য.ইনফো কে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো করুন।

Leave a Comment