পৌরনীতি ও সুশাসন ২য় পত্র ৯ম অধ্যায় অনুধাবন প্রশ্ন: আধুনিক রাষ্ট্রগুলো কল্যাণমূলক হওয়ায় রাষ্ট্রীয় কর্মকাণ্ডের পরিধি বেড়েছে। নাগরিকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি ও কল্যাণে রাষ্ট্র বহুমুখী পদক্ষেপ গ্রহণ করছে। স্বাভাবিক কারণেই বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বাড়ছে। বিশ্ব-সত্যতা একে অপরের খুব কাছাকাছি এবং পরস্পরের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। নাগরিক সুবিধা বাড়ছে। জনগণের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। নানাবিধ সুবিধার পাশাপাশি নানা রকম সমস্যাও সৃষ্টি হচ্ছে।
এসব সমস্যার কোনোটা প্রাকৃতিক, কোনোটা সামাজিক এবং আধুনিক সমাজের বিরূপ প্রতিক্রিয়ার ফল। নাগরিক জীবনের স্বাভাবিক চলার গতিকে যেসব বিষয় ব্যাহত করে তাই নাগরিক সমস্যা। সমাজজীবনে সমস্যা আগেও ছিল, এখনও আছে, আগামীতেও হয়তো থাকবে। সমস্যা মোকাবেলা করে এবং সমস্যার সমাধান, প্রতিকারের নিরন্তর প্রচেষ্টার মধ্য দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। তাই নাগরিক সমস্যা ও এসব ক্ষেত্রে আমাদের করণীয় এ অধ্যায়ের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়।
পৌরনীতি ও সুশাসন ২য় পত্র ১০ম অধ্যায় অনুধাবন প্রশ্ন
১. দুর্নীতি বলতে কী বোঝ?
উত্তর: দুর্নীতি বলতে ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করাকে বোঝায়। রাজনৈতিক ও সরকারি প্রশাসনে সাধারণত ঘুস, বল প্রয়োগ, ভয় প্রদর্শন, প্রভাব বিস্তার এবং ব্যক্তি বিশেষকে সুবিধা প্রদানের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করা হয়। এছাড়া ব্যক্তিগত ও সমষ্টিগত পর্যায়ে বিভিন্ন উপায়ে মানুষকে ঠকিয়ে নিজের ক্ষমতা প্রতিষ্ঠা বা চাওয়া পূর্ণ করা হলে তাকে দুর্নীতি হিসেবে চিহ্নিত করা যায়।
২. ইভটিজিং বলতে কী বোঝায়?
উত্তর: ইভটিজিং বলতে কথা, কাজ, আচারণ, ইঙ্গিত ইত্যাদির মাধ্যমে নারীদের উত্ত্যক্ত বা বিরক্ত করাকে বোঝায়। ইভটিজিং একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এটি মূলত যৌন হয়রানি, পথে-ঘাটে উত্ত্যক্ত করা বা পুরুষ দ্বারা নারী নির্যাতনকে নির্দেশ করে।
পুরুষরা যখন নারী দেখলে অশ্লীল কথা বলে, অপ্রীতিকর অঙ্গভঙ্গি করে, সুযোগ বুঝে ধাক্কা মারে, মোবাইল ফোনে বিরক্ত করে, পেছনে পেছনে অকারণে অনুসরণ করে এবং শিস দেয় তাকেই ইভটিজিং বলে।
৩. ভেজাল খাদ্য বলতে কী বোঝ?
উত্তর: ভেজাল খাদ্য বলতে প্রাকৃতিক ও স্বাভাবিক খাদ্যদ্রব্যে নিম্নমানের, ক্ষতিকর, অকেজো ও অপ্রয়োজনীয় দ্রব্য মেশানোকে বোঝায়। ভেজাল খাদ্যদ্রব্য প্রাকৃতিক ও স্বাভাবিক উপায়ে প্রস্তুত না করে ক্ষতিকর, নিম্নমানের, অকেজো ও অস্বাস্থ্যকর জিনিস দিয়ে তৈরি করা হয়।
এ খাদ্য সাধারণত বিশুদ্ধ বা খাঁটি নয়। তাই ভালো, উৎকৃষ্ট খাদ্যের সাথে নিকৃষ্ট দ্রব্য মিশিয়ে পরিমাণে বৃদ্ধি করাকেও ভেজাল খাদ্য বলা হয়। তবে ভেজালের দৌরাত্ম্যে খাঁটি শব্দটি আজ জীবন থেকে হারিয়ে যেতে বসেছে।
৪. গ্রিনহাউস ইফেক্ট কীভাবে জলবায়ুর পরিবর্তন করে?
উত্তর: গ্রিনহাউস ইফেক্ট বা প্রতিক্রিয়া হলো এমন একটি প্রক্রিয়া যার দ্বারা ভূ-পৃষ্ঠ হতে বিকীর্ণ তাপ বায়ুমণ্ডলীয় গ্রিনহাউস গ্যাসসমূহ দ্বারা শোষিত হয়ে পুনরায় বায়ুমণ্ডলের অভ্যন্তরে বিকিরিত হয়। গ্রিনহাউস প্রতিক্রিয়ায় বিকীর্ণ তাপ ভূপৃষ্ঠে উপস্থিত বায়ুমণ্ডলের নিম্নস্তরে ফিরে এসে ভূপৃষ্ঠের তথা বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা বাড়িয়ে দেয়।
প্রাকৃতিক গ্রিনহাউস প্রতিক্রিয়া পৃথিবীতে প্রাণিজগতের বসবাস উপযোগী পরিবেশ সৃষ্টিতে সহায়তা করে। কিন্তু মানুষের বিভিন্ন কর্মকাণ্ড বিশেষত জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত দহন এবং বনাঞ্চল ধ্বংসের কারণে প্রাকৃতিক গ্রিনহাউস প্রতিক্রিয়া তীব্রতর হয়ে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি করছে, যার নেতিবাচক প্রভাব ব্যাপক।
৫. রাজনৈতিক অস্থিরতা কীভাবে দুর্নীতির বিকাশ ঘটায়?
উত্তর: রাজনৈতিক অস্থিরতার কারণে দেশের আইন-শৃঙ্খলার অবনতি ঘটে যা দুর্নীতির বিকাশ ঘটায়। রাজনৈতিক অস্থিরতার কারণে রাষ্ট্রে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিবাদের সৃষ্টি হলে, সে সুযোগে দুর্নীতিমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পায়।
রাজনৈতিক, অস্থিতিশীলতা, রাজনৈতিক দুর্বৃত্তায়ন অনৈতিক কর্মকাণ্ডকে উৎসাহিত করে। রাজনৈতিক অস্থিরতার কারণে ক্ষমতায় আসার জন্য রাজনৈতিক দলসমূহ নির্বাচনে বিপুল অর্থ ব্যয় করে এবং ক্ষমতায় যাওয়ার পর সেই অর্থ উশুল করার প্রবণতার কারণেও দুর্নীতির বিকাশ ঘটে থাকে।
৬ . ইভটিজিং সম্পর্কে সংক্ষেপে বর্ণনা কর।
উত্তর: ইভটিজিং-এর আক্ষরিক অর্থ নারীকে উত্ত্যক্ত করা, ঠাট্টা করা, বিরক্ত করা ও বিব্রত করা। অর্থাৎ পুরুষ কর্তৃক নারীকে উত্ত্যক্ত করা, লাঞ্ছিত করা এবং যৌন নিপীড়ন করা। যারা এ ক্রিয়াকলাপে লিপ্ত হয় তাদেরকে বলে ইভটিজার।
১৯৬০ সালের দিকে প্রথম মিডিয়ার মাধ্যমে ইভটিজিং শব্দটি আলোচনায় আসে। কারণ ঐ সময় থেকেই অধিকসংখ্যক মেয়েরা স্কুলগামী হয় এবং এ ধরনের আচরণের শিকার হয়। অন্যকথায়, ইভটিজিংকে নারীর প্রতি সহিংসতা বা বিদ্বেষপূর্ণ দৃষ্টিভঙ্গি হিসেবেও গণ্য করা হয়।
৭. প্রতিবন্ধী কারা? ব্যাখ্যা কর। অথবা, প্রতিবন্ধী বলতে কী বোঝ?
উত্তর: প্রতিবন্ধী হলো তারাই যারা দৈহিক, মানসিক ও বোধশক্তিজনিত দিক থেকে অসুবিধাগ্রস্ততার কারণে সমাজে সামাজিক ভূমিকা পালনে ব্যর্থ এবং স্বাভাবিক জীবনযাপন থেকে বঞ্চিত। প্রতিবন্ধী শব্দটির আভিধানিক অর্থ ‘পঙ্গু’। শরীরের কোনো অঙ্গ যদি স্বাভাবিক কাজকর্ম করতে না পারে তবে সেই অঙ্গকে বিকল হিসেবে ধরে সংশ্লিষ্ট ব্যক্তিকে বিকলাঙ্গ বা প্রতিবন্ধী বলা হয়। কিন্তু সাম্প্রতিককালে এ ধারণার পরিবর্তন হয়েছে।
এখন প্রতিবন্ধী শব্দটিকে ব্যাপক অর্থে বোঝানো হয়ে থাকে। এখন প্রতিবন্ধী বলতে তাদেরকে বোঝানো হয় যারা দৈহিক, মানসিক কিংবা আর্থসামাজিক অসুবিধার কারণে সুস্থ-স্বাভাবিক ও স্বাবলম্বী জীবনযাপন করতে পারে না। তাই দৈহিক কারণেই প্রতিবন্ধী হয় না। মানসিক, সামাজিক ও অর্থনৈতিক কারণেও প্রতিবন্ধী হতে পারে।
৮. বিশেষ চাহিদার জনগোষ্ঠী কারা? ব্যাখ্যা কর।
উত্তর: সমাজের যে জনগোষ্ঠী স্বাভাবিক জীবনযাপন এবং তাদের চাহিদা পূরণ করতে পারে না মূলত তারাই বিশেষ চাহিদার জনগোষ্ঠী। বর্তমান সময়ে প্রতিবন্ধীদের বোঝানোর জন্য বহুল ইংরেজি শব্দ হচ্ছে ‘Person with Special Needs’। এর বাংলা প্রতিশব্দ হলো ‘বিশেষ চাহিদার জনগোষ্ঠী’।
সাধারণভাবে বলা হয়, যার মাঝে প্রতিবন্ধকতা বিরাজমান তিনিই প্রতিবন্ধী: সে প্রতিবন্ধকতা যত সামান্যই হোক না কেন। প্রকৃতপক্ষে অসুখে, দুর্ঘটনায়, চিকিৎসা ত্রুটি বা জন্মগতভাবে যদি কোনো ব্যক্তির শারীরিক বা মানসিক অবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার মাধ্যমে কর্মক্ষমতা আংশিক বা সম্পূর্ণভাবে লোপ পায় অথবা তুলনামূলকভাবে কম হয় তাহলে সেই ব্যক্তিকে বিশেষ চাহিদার জনগোষ্ঠী হিসেবে ধরে নেওয়া হয়।
৯. বৈশ্বিক উষ্ণায়ন বলতে কী বোঝায়?
উত্তর: বিশ্বে উষ্ণায়নের হার ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়াকে বৈশ্বিক উষ্ণায়ন বলা হয়। পৃথিবীর তাপমাত্রা গত ১০০ বছরে প্রায় দশমিক ৭৪ ডিগ্রি বেড়েছে। আশঙ্কা করা হচ্ছে ২১০০ সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা ১.১ ডিগ্রি থেকে ৬.৪ ডিগ্রি পর্যন্ত বাড়বে এবং সেই সাথে নাতিশীতোষ্ণ ও বিষুবরেখা থেকে দূরবর্তী অঞ্চলে পানির প্রাপ্যতা বেড়ে যাবে।
তবে বিষুবরেখার নিকটবর্তী ও মাঝামাঝি স্থানে পানির প্রাপ্যতা কমে যাবে। ফলে কোনো অঞ্চলে প্রলয়ংকরী বন্যার আশঙ্কা অনেক প্রকট হবে এবং কোনো অঞ্চল ভয়াবহ খরার কবলে পড়বে।
১০. জলবায়ু পরিবর্তনজনিত একটি সমস্যা ব্যাখ্যা কর।
উত্তর: বর্তমান বিশ্বের আলোচিত সমস্যাগুলোর মধ্যে জলবায়ুর পরিবর্তনজনিত সমস্যা হলো অন্যতম। জলবায়ু পরিবর্তনের জলবায়ু পরিবর্তনজনিত সমস্যার মধ্যে একটি উল্লেখযোগ্য সমস্যা হলো গড় তাপমাত্রা বৃদ্ধি। কারণে দিন দিন গড় তাপমাত্রার পরিমাণও বৃদ্ধি পাচ্ছে।
ফলে বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। এতে ঘরবাড়ি, গাছপালা, ফসলসহ প্রাণিকূলের মারাত্মক ক্ষতি হচ্ছে।
১১. জলবায়ু পরিবর্তন বলতে কী বোঝ?
উত্তর: জলবায়ু পরিবর্তন বলতে কোনো অঞ্চলের বা কোনো দেশের ৩০-৪০ বছরের আবহাওয়ার গড় অবস্থার রূপান্তর সংশোধন ও পরিবর্তনকে বোঝায়।
কোনো স্থানের বা অঞ্চলের আবহাওয়ার সব ঋতুর গড় অবস্থা যখন পরিবর্তিত হয় এবং মানবজীবনের সাধারণ নিয়মাবলি নতুন রূপ লাভ করে তখনই একে বলা হয় জলবায়ুর পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের ফলে বিভিন্ন ক্ষেত্রে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে। এর ফলে কোনো অঞ্চলের কৃষি, বনভূমি, মৎস্য চারণক্ষেত্র, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, শারীরিক ও মানসিক শক্তির বিকাশ, খনিজ সম্পদ, শিল্প-কারখানা স্থাপন প্রভৃতি ক্ষেত্রে পরিবর্তন আসে; এমনকি কখনো কখনো বিপর্যয় দেখা দেয়।
১২. অটিজম বলতে কী বোঝায়?
উত্তর: অটিজম বলতে মস্তিষ্কের একটি বিকাশগত সমস্যাকে বোঝায়। অটিস্টিক শিশুরাই অটিজম সমস্যায় আক্রান্ত হয়। এটি মস্তিষ্কের স্বাভাবিক বিকাশের একটি জটিল প্রতিবন্ধকতা। যা শিশুর জন্মের এক বৎসর ছয়মাস থেকে তিন বৎসরের মধ্যে প্রকাশ পায়।
অটিজম আক্রান্ত ব্যক্তিদের সাধারণত শারীরিক গঠনে কোনো সমস্যা বা ত্রুটি থাকে না। তাদের চেহারা, অবয়ব অন্যান্য সুস্থ ও স্বাভাবিক মানুষের মতোই থাকে। অনেক ক্ষেত্রে ছবি আঁকা, গান করা, কম্পিউটার চালনা বা গাণিতিক সমাধানসহ অনেক জটিল বিষয়ে এ ধরনের ব্যক্তিরা বিশেষ দক্ষতা প্রদর্শন করে থাকে।
১৩. দুর্নীতির মূল কারণগুলো কী?
উত্তর: দুর্নীতির মূল কারণ হলো দারিদ্র্যতা। দুর্নীতি একটি সামাজিক ব্যাধি এবং এক ধরনের সামাজিক অপরাধ। এটি বিভিন্ন কারণে হয়ে থাকে। এর মধ্যে ‘উল্লেখযোগ্য কারণগুলো হলো-
১. অর্থনৈতিক অসচ্ছলতা।
২. সামাজিক প্রভাব এবং মর্যাদা বৃদ্ধির ইচ্ছা।
৩. উচ্চাভিলাষী জীবনের মোহ।
৪. অসৎ কর্মচারী-কর্মকর্তাদের সহায়তা।
৫. রাজনৈতিক অস্থিরতা।
৬. যথাযথ আইন প্রয়োগের অভাব।
৭. দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের অভাব।
১৪. ফরমালিন বলতে কী বোঝায়?
উত্তর: ফরমালিন বলতে এক প্রকার বিষাক্ত রাসায়নিক পদার্থকে বোঝায়। ফরমালিন হলো ফরমালডিহাইডের রাসায়নিক যৌগ। এটি পচনরোধ করে এবং জীবাণুকে ধ্বংস করে বলে গবেষণাগারে ব্যাপক হারে ব্যবহৃত হয়। খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য বিভিন্ন পচনশীল খাবারে ফরমালিন ব্যবহার করে ভেজাল ব্যবসায়ীরা। যা মানব স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর।
১৫. ফলমূলে কার্বাইড মেশানো হয় কেন?
উত্তর: ফলমূলে কার্বাইড মেশানো হয় দ্রুত পাকানোর জন্য। কার্বাইড এক ধরনের বিষাক্ত রাসায়নিক পদার্থ। এটি ফলমূলে দেওয়া হলে তাড়াতাড়ি ফলমূল পেকে যায়। এজন্য অসাধু ব্যবসায়ীরা অপূর্ণ ফলমূল দ্রুত পাকাতে কার্বাইড ব্যবহার করে। তবে কার্বাইড মেশানো ফল দ্রুত পাকলেও দ্রুতই পচে যায়, যা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
১৬. এইডস-এর লক্ষণগুলো লেখ।
উত্তর: এইডস-এর সুনির্দিষ্ট কোনো লক্ষণ নেই। তবে এইডস আক্রান্ত ব্যক্তির মধ্যে অন্য রোগের মতোই নানারূপ লক্ষণ দেখা দেয়। যেমন- বিনা কারণে ক্লান্তিভাব, কোনো কারণ ছাড়াই মাংসপেশি ও গিরায় ব্যথা অনুভব করা, জিহ্বায় ইনফেকশন দেখা দেওয়া, দ্রুতি শরীরের ওজন কমে যাওয়া, শরীরে জ্বর আসা-যাওয়া বা রাতে শরীরে অতিরিক্ত ঘাম হওয়া, অকারণে মাথাব্যথা, বিনা কারণে পেট ব্যথা, চামড়া ফ্যাকাশে হয়ে যাওয়া, ডায়রিয়া ও চোখে সংক্রমণ, অতিরিক্ত কাশি, নিউমোনিয়া, ফুসফুস ও ত্বকের প্রদাহ এবং স্মৃতিশক্তি কমে যাওয়া ইত্যাদি।
আরও দেখুন: পৌরনীতি ও সুশাসন সকল অধ্যায় সমাধান
আশাকরি “পৌরনীতি ও সুশাসন ২য় পত্র ১০ম অধ্যায় অনুধাবন প্রশ্ন” আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। আমাদের কোন আপডেট মিস না করতে ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ ও সাবক্রাইব করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল।