বাংলা ১ম পত্র – এইচএসসি ২০২৪ সাজেশন

বাংলা ১ম পত্র - এইচএসসি ২০২৪ সাজেশন

বাংলা ১ম পত্র – এইচএসসি ২০২৪ সাজেশন

এইচএসসি পরীক্ষার সিলেবাস ২০২৪: ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস প্রকাশিত হয়েছে। আমরা এখানে এইচএসসি সিলেবাস তুলে ধরেছি। ০৬ জুলাই এইচএসসি পরীক্ষার সিলেবাস প্রকাশ করা হয়। এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। HSC শর্ট সিলেবাস 2023-2024, এইচএসসি পরীক্ষার মান বন্টন ২০২৩ দেখা যাবে আমাদের এই পোস্ট থেকে।

  • সুতরাং আপনি যদি একজন এইচএসসি ২০২৪ সালের শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে এই সিলেবাসটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং দ্রুত সংগ্রহ করা প্রয়োজন।  

এক নজরে এই পোষ্টে কি কি থাকছে দেখে নিনঃ

  • এইচ এস সি পরীক্ষা ২০২৪ এর আলোকে বাংলা প্রথম পত্র পরীক্ষার সাজেশন তুলে ধরা হলো ।
  • এছাড়াও এই পোস্টে আমরা দুটি কবিতার সাজেশন তুলে ধরেছে ।
পরবর্তী গল্প কবিতার সাজেশন পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকবেন। 

বাংলা ১ম পত্র – এইচএসসি ২০২৪ সাজেশন

তাহারেই পড়ে মনে

১. কবি শীত ঋতুকে কল্পনা করেছেন নিচের কোনটির সঙ্গে?

ক. মাঘের সন্ন্যাসীর সঙ্গে

খ. রিক্ততার সঙ্গে

গ. কবিমনের উদাসীনতার সঙ্গে

ঘ. কুয়াশার সঙ্গে

২. ‘উত্তরী’ শব্দের স্বাভাবিক অর্থ নিচের কোনটির সঙ্গে তুলনাযোগ্য?

ক. উত্তর দিক খ. উত্তরের হাওয়া

গ. উত্তরের দুয়ার ঘ. চাদর

বাংলা ১ম পত্র – এইচএসসি ২০২৪ সাজেশন

৩. ‘কুয়াশা’ শব্দের প্রতিশব্দ হিসেবে ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কোন শব্দটি ব্যবহার করা হয়েছে?

ক. চাদর খ. উত্তরীয়

গ. কুহেলী ঘ. কুহেলিকা

৪. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির বসন্তবিমুখতার মধ্য দিয়ে কোনটি ফুটে উঠেছে?

ক. অভিমান খ. উদাসীনতা

গ. শূন্যতা ঘ. ব্যর্থতা

সঠিক উত্তর

তাহারেই পড়ে মনে: ১.ক ২.ঘ ৩.গ ৪.খ

বাংলা ১ম পত্র – এইচএসসি ২০২৪ সাজেশন

৫. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি কোন জাতীয় কবিতার অন্তর্গত?

ক. সংলাপনির্ভর খ. শোকগীতি

গ. রূপকধর্মী ঘ. প্রতীকধর্মী

৬. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি মাঘের সন্ন্যাসী বলে কোনটিকে নির্দেশ করেছেন?

ক. বৈরী আবহাওয়া

খ. শীত ঋতুর বৈশিষ্ট্য

গ. ব্যক্তিজীবনের শূন্যতা

ঘ. প্রয়াত স্বামীকে

৭. রহেনি, সে ভুলেনি তো, এসেছে তা ফাগুন স্মরিয়া—চরণটিতে কোন বিষয়টি ফুটে উঠেছে?

ক. বসন্ত বৈশিষ্ট্য খ. কবির আক্ষেপ

গ. কবির বেদনা ঘ. কবির উদাসীনতা

বাংলা ১ম পত্র – এইচএসসি ২০২৪ সাজেশন

৮. ‘পাথার’ শব্দটি দ্বারা কী বোঝানো হয়েছে?

ক. পাথর খ. শক্ত বিশেষ কিছু

গ. সমুদ্র ঘ. বাতাস

৯. কবি-ভক্ত কবিকে মিনতি জানিয়েছেন, যেন কবি—

i. গান রচনা করে

ii. কাব্য রচনা করে

iii. বসন্ত বন্দনা করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

বাংলা ১ম পত্র – এইচএসসি ২০২৪ সাজেশন

১০. ‘তাহারেই পড়ে মনে’ কবিতার সঙ্গে তুলনীয় ঋতু—

i. বর্ষা

ii. বসন্ত

iii. শীত

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১১. বসন্তকে কবির উপ​েক্ষার কারণ—

i. প্রবাসে বসবাস

ii. ব্যক্তিজীবনের বেদনা

iii. স্বামীর অকাল প্রয়াণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

বাংলা ১ম পত্র – এইচএসসি ২০২৪ সাজেশন

১২. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় আচ্ছন্ন হয়ে আছে—

i. প্রকৃতির সৌন্দর্য

ii. বিষাদময় রিক্ততার সুর

iii. স্মৃতিকাতরতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

তাহারেই পড়ে মনে: ৫.ক ৬.খ ৭.খ ৮.গ ৯.খ ১০.গ ১১.গ ১২.ঘ

বাংলা ১ম পত্র – এইচএসসি ২০২৪ সাজেশন

প্রতিদান

১৫. ‘নিরন্তর’ শব্দের অর্থ কী?

ক. সব সময় খ. সময়

গ. নিয়ত ঘ. নিরিবিলি

১৬. কবি অন্যকে আপন করতে চান, কারণ কী?

ক. কবির আপন কেউ না থাকায়

খ. কবি সবাইকে আপন ভাবেন বলে

গ. কবি অসহায় বলে

ঘ. কবিকে পর করেছে বলে

১৭. কবি দীঘল রজনী জাগেন, কারণ কী?

ক. ঘুম হরণের জন্য

খ. কবিতা লেখার জন্য

গ. শত্রুর ভয়ে

ঘ. জোনাকি পোকা দেখার জন্য

বাংলা ১ম পত্র – এইচএসসি ২০২৪ সাজেশন

১৮. কবি কেন সারা জীবন অন্যকে ফুল দান করতে চান?

ক. কবি সৌন্দর্যের পূজারি বলে

খ. কবির বাড়িতে ফুলের বাগান রয়েছে বলে

গ. কবিকে কাঁটা দিয়েছে বলে

ঘ. ফুল পবিত্রতার প্রতীক বলে

১৯. কবি ‘বিষে-ভরা বাণ’ বলতে কী বুঝিয়েছেন?

ক. বিষের পেয়ালা খ. হিংসাত্মক কথা

গ. বিষের ছুরি ঘ. বিষের বোতল

২০. ‘সাজাই নিরন্তর’ বলতে কী বোঝায়?

ক. প্রকাশ করা

খ. সৃষ্টি করা

গ. নতুনের আগমন

ঘ. ধ্বংস করা

২১. কবি জসীমউদ্​দীন ‘ঘুম হরণ’ বলতে কী বুঝিয়েছেন?

ক. ঘুম কেড়ে নেওয়া

খ. নির্ঘুম রাত কাটানো

গ. ঘুম না আসা

ঘ. ঘুমে কাতর

২২. জসীমউদ্​দীনের কবিতায় বিশেষভাবে কিসের প্রয়োগ ঘটেছে?

ক. বিদেশি শব্দের ব্যবহার

খ. বহু ভাষার মিশ্রণ

গ. বাংলার গ্রামীণ জীবনের আবহ

ঘ. শহুরে জীবনের আবহ

২৩. কবি পরের দ্বারা ক্ষতির সম্মুখীন হয়েও তাদের জন্য—

i. তাদের ঘর বাঁধতে চান

ii. ফুল দান করেন

iii. তাদের কূল বাঁধেন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

বাংলা ১ম পত্র – এইচএসসি ২০২৪ সাজেশন

২৪. ‘প্রতিদান’ কবিতায় বিষয়বস্তু হিসেবে কোনটি গুরুত্ব পেয়েছে?

ক. ক্ষুদ৶ স্বার্থ খ. ব্যক্তিগত স্বার্থ

গ. পরের স্বার্থ ঘ. বৃহৎ স্বার্থ

সঠিক উত্তর

প্রতিদান: ১৫.গ ১৬.ঘ ১৭.ক ১৮.গ ১৯.খ ২০.খ ২১.খ ২২.গ ২৩.ঘ ২৪.ঘ

বাংলা ১ম পত্র – এইচএসসি ২০২৪ সাজেশন

আরও দেখুন: ৮ম শ্রেণির বাংলা ১ম অধ্যায়
আরও দেখুন: ধ্বনির উচ্চারণ – ৮ম শ্রেণির বাংলা ২য় অধ্যায় ১ম পরিচ্ছেদ
আরও দেখুন: শব্দের উচ্চারণ – ৮ম শ্রেণির বাংলা ২য় অধ্যায় ২য় পরিচ্ছেদ
আরও দেখুন: লিখিত ভাষায় প্রমিত রীতি- ৮ম শ্রেণির বাংলা ২য় অধ্যায় ৩য় পরিচ্ছেদ
আরও দেখুন: প্রায়োগিক লেখা – ৮ম শ্রেণির বাংলা ৩য় অধ্যায় ১ম পরিচ্ছেদ
আরও দেখুন: বিবরণমূলক লেখা – ৮ম শ্রেণির বাংলা ৩য় অধ্যায় ২য় পরিচ্ছেদ
আরও দেখুন: তথ্যমূলক লেখা – ৮ম শ্রেণির বাংলা ৩য় অধ্যায় ৩য় পরিচ্ছেদ

আরও দেখুন: নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান M.C.Q. – ১২ (জীবের বংশগতি ও বিবর্তন)

আরও দেখুন: নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান M.C.Q. – ১১ অধ্যায় (জীবের প্রজনন)

আরও দেখুন:নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান M.C.Q. – ১০ম অধ্যায় (সমন্বয়)

আরও দেখুন:নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান M.C.Q. – ৯ম অধ্যায় (দৃঢ়তা প্রদান ও চলন)

আরও দেখুন:পদার্থবিজ্ঞান MCQ | ৩য় অধ্যায় – বল| নবম-দশম | SSC

আশা করছি আমাদের আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে।আমাদের যেকোনো আপডেট মিস না করতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ দেখার জন্য।

পাঠ্য.ইনফো কে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো করুন।

Leave a Comment