বাংলা ১ম পত্র সাজেশন – এসএসসি ২০২৪
এসএসসি পরীক্ষা প্রায় কাছাকাছি চলে এলো বলে। কিন্তু তোমার কি এই শেষ মুহূর্তে এসে এত করে পাঠ্যবই পড়ার পরেও কিছু মনে থাকছে না? বুঝতে পারছো না যে কীভাবে শেষ দিকের পড়াগুলো গুছিয়ে আনতে হবে?
যেগুলো আগেই পড়া হয়েছে তা আবার পড়ে ভালোভাবে আয়ত্ব করে ফেলো। কারণ একটু একটু করে পাঁচটা প্রশ্ন লেখার চেয়ে সম্পূর্ণভাবে চারটা প্রশ্ন লেখাও অনেক ভালো। এই সময়ে মাথা ঠাণ্ডা করে প্রশ্নের প্যাটার্ন বুঝে পড়াশোনা করলে খুব কম সময়েই বইয়ের বেশিরভাগ অংশ তোমার আয়ত্ত্বে থাকা সম্ভব।
আশা
১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সম্পর্কিত ঘটনা কোনটি?
ক. সিপাহি বিদ্রোহ
খ. অহিংস আন্দোলন
গ. দেশ বিভাগ
ঘ. ছয় দফা আন্দোলন
২. ‘আমাদের সংগ্রাম চলবেই চলবে’ গানটির রচয়িতা কে?
ক. আবদুল আলীম
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. সিকান্দার আবু জাফর
৩. নির্ভাবনাময় সুখী মানুষের জগতে কবি কী করতে চান?
ক. ঘুরে বেড়াতে খ. হারিয়ে যেতে
গ. বিচরণ করতে ঘ. ঘুমিয়ে যেতে
৪. ‘আশা’ কবিতায় কোনটি প্রাধান্য পেয়েছে?
ক. উচ্চাভিলাষ খ. দারিদ্র্য
গ. সৌন্দর্য ঘ. পরোপকার
বাংলা ১ম পত্র সাজেশন – এসএসসি ২০২৪
৫. কবির কাঙ্ক্ষিত মানুষেরা কেমন ঘরে নির্ভাবনায় ঘুমিয়ে থাকে?
ক. জীর্ণ বেড়ার ঘরে
খ. পাটখড়ির ঘরে
গ. ইট–কাঠের ঘরে
ঘ. ছন–বাঁশের ঘরে
৬. কবি কোন জগতে হারাতে চান, সেখানে মানুষ কীভাবে থাকে?
ক. আনন্দে থাকে
খ. অল্পতেই তুষ্ট থাকে
গ. একবেলা না খেয়ে থাকে
ঘ. কোনো কিছুতেই সন্তুষ্ট থাকে না
৭. কবির কল্পিত মানুষেরা কীভাবে ঘুমিয়ে থাকে?
ক. কুণ্ডলী পাকিয়ে খ. ক্ষুধার্ত অবস্থায়
গ. নির্ভাবনায় ঘ. চিন্তামগ্ন হয়ে
৮. বর্তমানে মানুষের মনে কী নেই?
ক. আনন্দ নেই খ. আকাঙ্ক্ষা নেই
গ. স্বপ্ন নেই ঘ. শান্তি নেই
৯. কারা সোনা–রুপার পাহাড় জমায় না?
ক. শ্রমজীবী মানুষরা খ. বিত্তবান মানুষরা
গ. চাকরিজীবী মানুষরা ঘ. ব্যবসায়ী মানুষরা
সঠিক উত্তর
আশা: ১.ঘ ২.ঘ ৩.খ ৪.ঘ ৫.ক ৬.খ ৭.গ ৮.ঘ ৯.ক
বাংলা ১ম পত্র সাজেশন – এসএসসি ২০২৪
মানুষ : বহুনির্বাচনি প্রশ্ন-
মানুষ
১. ‘মহীয়ান’ শব্দের অর্থ কী?
ক. মহত্ত্ব খ. গরীয়ান
গ. সুমহান ঘ. মহাজ্ঞানী
২. ফরাসি সংস্কৃতিতে মেহমানকে কী বলা হতো?
ক. অতিথি খ. মেজবান
গ. অতিথি নারায়ণ ঘ. অতিথি কার্তিক
৩. ‘ভন্ড’ শব্দের অর্থ কোনটি?
ক. হিংসুটে খ. কপট
গ. কৃপণ ঘ. উগ্র
৪. কালাপাহাড় কোন বর্ণের মানুষ ছিলেন?
ক. ব্রাহ্মণ খ. শূদ্র
গ. ক্ষত্রিয় ঘ. কায়স্থ
৫. কারও কারও মতে, কালাপাহাড় কোন সম্প্রদায়ের ছিলেন?
বাংলা ১ম পত্র সাজেশন – এসএসসি ২০২৪
ক. ক্ষত্রিয় খ. শূদ্র
গ. ব্রাহ্মণ ঘ. মুসলিম
৬. ‘মানুষ’ কবিতায় কালাপাহাড়কে কেন আহ্বান জানানো হয়েছে?
ক. মোল্লাকে শাস্তি দেওয়ার জন্য
খ. পুরুতকে শায়েস্তা করার জন্য
গ. ভজনালয়ের দ্বার ভাঙার জন্য
ঘ. ভুখারিকে খাবার দেওয়ার জন্য
৭. ‘মানুষ’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
ক. ঝিঙে ফুল খ. মৃত্যুক্ষুধা
গ. সাম্যবাদী ঘ. প্রলয়শিখা
৮. পৃথিবীতে বর্ণ, ধর্ম ও গোত্রে ভেদ আছে কেবল কার?
ক. বাঘের খ. সিংহের
গ. পাখির ঘ. মানুষের
বাংলা ১ম পত্র সাজেশন – এসএসসি ২০২৪
৯. ‘মানুষ’ কবিতায় হৃদয়হীন কাজের দৃষ্টান্ত দেখিয়েছে কোন চরিত্রদ্বয়?
ক. মোল্লা–পুরোহিত
খ. ভুখারি–ক্ষুধার ঠাকুর
গ. চেঙ্গিস–কালাপাহাড়
ঘ. কালাপাহাড়–গজনি মামুদ
১০. ‘মানুষের চেয়ে বড় কিছু নাই’—কে বলেছেন?
ক. ক্ষুধার ফকির খ. মোল্লা
গ. কবি ঘ. কালাপাহাড়
সঠিক উত্তর
মানুষ: ১.গ ২.গ ৩.খ ৪.ক ৫.গ ৬.গ ৭.গ ৮.ঘ ৯.ক ১০.গ
বাংলা ১ম পত্র সাজেশন – এসএসসি ২০২৪
আম–আঁটিঁর ভেঁপু
১. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে অপুর মায়ের নাম কী?
ক. স্বর্ণগোয়ালিনী খ. সর্বজয়া
গ. দুর্গা ঘ. লক্ষ্মী
2. আমের গুঁটি কখন ঝরে পড়ে?
ক. সোনালি রোদে খ. সকালের রোদে
গ. দুপুরের রোদে ঘ. বৃষ্টিতে
৩. দুর্গাদের বাড়ির চারপাশে কী ছিল?
ক. খেলার মাঠ খ. জঙ্গল
গ. পুকুর ঘ. ফুলের বাগান
৪. হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতার নাম কী?
ক. পরশ রায় খ. সুব্রত রায়
গ. নীলমণি রায় ঘ. অসীম রায়
৫. হরিহর রায়ের পাশের বাড়িটি কার?
বাংলা ১ম পত্র সাজেশন – এসএসসি ২০২৪
ক. ভুবন মুখুয্যের খ. নীলমণি রায়ের
গ. ঠাকুরঝির ঘ. কমল রায়ের
৬. নীলমণি রায়ের বাড়িটি কেমন ছিল?
ক. পরিপাটি খ. সুন্দর
গ. সুসজ্জিত ঘ. জঙ্গলাবৃত
বাংলা ১ম পত্র সাজেশন – এসএসসি ২০২৪
৭. অপুদের বাড়ির দেওয়ালের ফাটলে কী কী গাছ গজিয়েছিল?
ক. বটগাছ ও বিছুটির গাছ
খ. কালমেঘ ও নিমগাছ
গ. কালমেঘ ও বিছুটির গাছ
ঘ. নলখাগড়া ও কন্টিকারি
৮. দুর্গা অপুকে মুখ মুছতে বলেছিল কেন?
ক. ময়লা লেগে থাকায়
খ. আম লেগে থাকায়
গ. লঙ্কার গুঁড়া লেগে থাকায়
ঘ. নুনের গুঁড়া লেগে থাকায়
বাংলা ১ম পত্র – এসএসসি ২০২৪
৯. দুর্গা তার মায়ের ডাকে সাড়া দিল না কেন?
ক. রাগ করেছে বলে
খ. মুখভর্তি আম ছিল বলে
গ. দাঁতে ব্যথা বলে
ঘ. শুনতে পায়নি বলে
১০. দ্রুতগতিতে দুর্গা কী খেতে শুরু করল?
ক. মিষ্টি খ. আচার
গ. আমের চাকলা ঘ. শসা
১১ .সর্বজয়া কখন থেকে ক্ষার কেচেছে?
ক. সকাল থেকে খ. দুপুর থেকে
গ. সন্ধ্যা থেকে ঘ. বিকেল থেকে
সঠিক উত্তর
আম–আঁটিঁর ভেঁপু: ১.খ ২.খ ৩.ক ৪.গ ৫.খ ৬.ক ৭.গ ৮.ক ৯.খ ১০.গ ১১.ঘ
আশা করছি আমাদের আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে আজকে আমরা আলোচনা করেছি- আশা, মানুষ আম–আঁটিঁর ভেঁপু
আমাদের যেকোনো আপডেট মিস না করতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ দেখার জন্য।
পাঠ্য.ইনফো কে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো করুন।