বাংলা ২য় পত্র সাজেশন – HSC-2024
এইচ এস সি বাংলা ২য় পত্রে কোনো বহুনির্বাচনি প্রশ্ন হয় না। সম্পূর্ণ ১০০ নম্বরের প্রশ্নেরই লিখিত উত্তর দিতে হয়। এজন্য বাংলা ২য় পত্রে খুব সহজেই বেশি নম্বর পাওয়া সম্ভব। এখানে ব্যাকরণ অংশে একেবারে গণিতের মতো নম্বর ওঠে।
আপনি যদি একজন এইচএসসি ২০২৪ সালের শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে এই সিলেবাসটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং দ্রুত সংগ্রহ করা প্রয়োজন।
এক নজরে এই পোষ্টে কি কি থাকছে দেখে নিনঃ
- এইচ এস সি পরীক্ষা ২০২৪ এর আলোকে বাংলা ২য় পত্র পরীক্ষার সাজেশন তুলে ধরা হলো ।
- ব্যাকরণ অংশ,নির্মিতি অংশ, দিনলিপি লিখন, প্রতিবেদন লিখন, বৈদ্যুতিন চিঠি বা ই-মেইল,পত্র/ আবেদনপত্র,প্রবন্ধ রচনা, সারাংশ/ সারমর্ম লিখন, ভাব-সম্প্রসারণ লিখন ,খুদেগল্প লিখন,সংলাপ লিখন, সমস্ত বিষয়ে সাজেসান নিচে তুলে ধরা হলো:
পরবর্তী সাজেশন পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকবেন।
২০২৪ সালের HSC পরীক্ষার্থীদের বাংলা ২য় পত্র সাজেশন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিভৃত বাংলা ব্লগে তোমাদের স্বাগত। ২০২৪ সালের HSC পরীক্ষা খুবই সন্নিকটে। এই মুহূর্তে অনেকেই দিশেহারা হয়ে আছো কী পড়বে আর কী পড়বে না এই ভেবে। তোমাদের সিদ্ধান্তহীনতার কথা বিবেচনা করে আজ বাংলা ২য় পত্রের সাজেশন নিয়ে হাজির হয়েছি। তোমাদের জন্য একটি সুখবর হচ্ছে ২০২৪ সালের HSC পরীক্ষাও শর্ট সিলেবাস অনুযায়ী হবে। তাই তোমাদের উপর থেকে বাড়তি চাপ একটু কম হবে। অনেকেই আছো যারা তোমাদের সিলেবাস কমপ্লিট করে ফেলেছো। তোমাদের জন্য শুভকামনা। কিন্তু এখনও অনেকেই আছো যারা সিলেবাস শেষ করতে পারোনি এবং বাংলা ২য় পত্রের ইয়া মোটা বই দেখে ভয়েই বইয়ে হাত দিয়ে উঠতে পারোনি। এধরনের স্টুডেন্ট যারা আছো, তাদের জন্য পরামর্শ হচ্ছে সময় খুব দ্রুতই পার হয়ে যাচ্ছে। এখন আর হেলায় ফেলায় সময় নষ্ট করবে না। যতটুকু সময় পাবে ততটুকুই পড়ালেখার পেছনে ব্যয় করবে। আর বাংলা ২য় পত্রের মোটা বই দেখে ভয় পাওয়ার কিছু নেই। একটু সময় নিয়ে সিস্টিমেটিক ওয়েতে পড়তে পারলেই অল্প সময়ে তোমরা পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবে। তাই আমি বলবো, সময় নষ্ট না করে আজ থেকেই সাজেশন অনুযায়ী পড়তে শুরু করো। তাহলে কী পড়বো আর কী বাদ দিবো এমন চিন্তায় তোমাদের দিশেহারা হতে হবে না।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো এইচ এস সি বাংলা ২য় পত্রে কোনো বহুনির্বাচনি প্রশ্ন হয় না। সম্পূর্ণ ১০০ নম্বরের প্রশ্নেরই লিখিত উত্তর দিতে হয়। এজন্য বাংলা ২য় পত্রে খুব সহজেই বেশি নম্বর পাওয়া সম্ভব। এখানে ব্যাকরণ অংশে একেবারে গণিতের মতো নম্বর ওঠে। অর্থাৎ তুমি যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে পরীক্ষক এক নম্বরও কাটবেন না। আর নির্মিতি অংশে তুমি যদি নিয়ম মেনে লিখতে পারো তাহলে নিজের ভাষায় লিখলেও প্রচুর নম্বর তুলতে পারবে।
এবার আসো, তোমাদের বাংলা ২য় পত্রের সিলেবাস নিয়ে সামান্য একটু ধারণা নেওয়া যাক। তোমাদের বাংলা ২য় পত্র দুইটি অংশে বিভক্ত। প্রথম অংশে ব্যাকরণ, যার নম্বর ৩০ এবং ২য় অংশে নির্মিতি, যার নম্বর ৭০। ব্যাকরণ অংশে রয়েছে বাংলা বানানের নিয়ম, বাংলা উচ্চারণের নিয়ম, বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণি, বাংলা শব্দগঠন, বাক্যতত্ত্ব এবং বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ।
নির্মিতি অংশে রয়েছে পারিভাষিক শব্দ অথবা অনুবাদ, দিনলিপি অথবা প্রতিবেদন, বৈদ্যুতিন চিঠি অথবা আবেদন পত্র, সারাংশ-সারমর্ম অথবা ভাব-সম্প্রসারণ, সংলাপ অথবা খুদেগল্প এবং প্রবন্ধ রচনা। আরও একটি সুবিধা হলো বাংলা ২য় পত্রের প্রতিটি প্রশ্নেরই বিকল্প প্রশ্ন থাকে। যেটা তোমার কাছে সহজ মনে হবে সেটারই উত্তর দিতে পারবে।
বাংলা ২য় পত্র সাজেশন – HSC-2024
বাংলা ২য় পত্র সাজেশন – এইচ.এস.সি ২০২৪
ব্যাকরণ অংশ:
১। উদাহরণসহ বাংলা অ ধ্বনি আদ্য অ, মধ্য অ, অন্ত্য অ) উচ্চারণের ৫টি নিয়ম লেখ।
২। উদাহরণসহ এ ধ্বনি, ম-ফলা, য-ফলা উচ্চারণের ৫টি নিয়ম লেখ।
৩। নিচের শব্দগুলির উচ্চারণ নির্দেশ করো: (শুধুমাত্র ২০১৬ থেকে ২০২৩ সালের বোর্ড প্রশ্ন সলভ করলেই যথেষ্ট)।
৪। বাংলা একাডেমী প্রণীত তৎসম / অতৎসম শব্দের বানানের ৫টি নিয়ম লেখ।
৫। ণত্ব-বিধান কী? ণত্ব-বিধানের ৫টি নিয়ম লেখ।
বাংলা ২য় পত্র সাজেশন – HSC-2024
৬। নিচের শব্দগুলির বানান শুদ্ধ করে লেখ: (শুধুমাত্র ২০১৬ থেকে ২০২৩ সালের বোর্ড প্রশ্ন সলভ করলেই যথেষ্ট)।
৭। ব্যাকরণিক শব্দশ্রেণি বলতে কী বোঝ? ব্যাকরণিক শব্দশ্রেণি কত প্রকার ও কী কী?
৮। ব্যাকরণিক শব্দশ্রেণি হিসেবে বিশেষ্য/ বিশেষণ/ ক্রিয়া এবং আবেগশব্দের শ্রেণিবিভাগ দেখাও।
৯। নিচের শব্দগুলির ব্যাকরণিক শব্দশ্রেণি নির্দেশ করো: (শুধুমাত্র ২০১৬ থেকে ২০২৩ সালের বোর্ড প্রশ্ন সলভ করলেই যথেষ্ট)।
বাংলা ২য় পত্র সাজেশন – HSC-2024
১০। উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে – আলোচনা করো।
১১। ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করো: (শুধুমাত্র ২০১৬ থেকে ২০২৩ সালের বোর্ড প্রশ্ন সলভ করলেই যথেষ্ট)।
১২। বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্যের গুণ বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
১৩। গঠন অনুসারে বাক্যের শ্রেণিবিভাগ দেখাও।
১৪। অর্থ অনুসারে বাক্যের শ্রেণিবিভাগ দেখাও।
১৫। বন্ধনীর নির্দেশ অনুসারে নিচের বাক্যগুলির বাক্যান্তর করো: (শুধুমাত্র ২০১৬ থেকে ২০২৩ সালের বোর্ড প্রশ্ন সলভ করলেই যথেষ্ট)।
১৬। নিচের শব্দগুলির/ বাক্যগুলির/ অনুচ্ছেদের অপপ্রয়োগগুলি শুদ্ধ করে লেখ: (শুধুমাত্র ২০১৬ থেকে ২০২৩ সালের বোর্ড প্রশ্ন সলভ করলেই যথেষ্ট)।
বাংলা ২য় পত্র সাজেশন – HSC-2024
নির্মিতি অংশ:
১৭। যেকোনো দশটি শব্দের পারিভাষিক রূপ লেখ: (শুধুমাত্র ২০১৬ থেকে ২০২৩ সালের বোর্ড প্রশ্ন সলভ করলেই যথেষ্ট)।
১৮। নিচের অনুচ্ছেদটি বাংলায় অনুবাদ করো: (গুরুত্বপূর্ণ কয়েকটি অনুবাদের প্রথম লাইন দিচ্ছি। তোমরা বইয়ের সাহায্য নিয়ে পুরোটা সমাধান করে নিবে।
· A good teacher is one of the most important people in any country.
· A patriot is a man who loves his country, works for it and is willing to fight and die for it.
· A student is a learner.
· Bangladesh is now a free country.
· Bangladesh is the land of our birth.
· Bengali language has a glorious tradition.
· Books are men’s best companion in life.
· Bangladesh has its own National Flag.
· Books introduce us into the best society.
· Dishonest men are never trusted.
· Education is the backbone of a nation.
· Each kind of food has a food value of its own.
· Family is the first school where the child learns his lessons.
· Flood is a natural calamity.
· Health is wealth.
· He who loves his country is a patriot.
· Illiteracy is a great problem of our country.
· Knowledge is vaster than Ocean.
· Many people put off for tomorrow the work they can do today.
· Man is the architect of his own life.
· Nothing is useless in the world.
· Our life is short, but we have to do many things.
· Punctuality is to be cultivated and formed into a habit.
· Patriotism is a very noble virtue.
· Shaheed Minar is the symbol of our love and sincerity for supreme sacrifices of our language martyrs.
বাংলা ২য় পত্র সাজেশন – HSC-2024
· Trees are our friends.
· The aim of education is to make a man fully fit for himself and the society.
· The life of a student is a life of preparation, preparation for the struggle of life.
· The great advantage of early rising is the good start.
· Time is very precious.
· We should bear the courage to say the right thing.
· We are social beings and have to consider the effect of our behavior on others.
· Walking is the best suited to all kinds of health.
· Youth is the best time in our life.
বাংলা ২য় পত্র সাজেশন – HSC-2024
বাংলা ২য় পত্র সাজেশন – HSC-2024
১৯। দিনলিপি লিখন:
· স্বাধীনতা দিবসের স্মৃতিবিজড়িত একটি দিনলিপি রচনা করো।
· পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ উদযাপনের ওপর একটি দিনলিপি রচনা করো।
· মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ সম্পর্কিত একটি দিনলিপি লেখো।
· এইচ এস সি পরীক্ষার পূর্বরাতের একটি দিনলিপি লেখো।
· লঞ্চডুবি/ একটি মর্মান্তিক সড়ক দূর্ঘটনার অভিজ্ঞতা বর্ণনা করে একটি দিনলিপি লেখো।
· তোমার জীবনের স্মরণীয় কোনো বইমেলার কথা উল্লেখ করে একটি দিনলিপি লেখো।
· তোমার কলেজে বিজয় দিবস উদযাপনের ওপর একটি দিনলিপি লেখো।
· গ্রাম্য মেলা দেখার অনুভূতি ব্যক্ত করে দিনলিপি রচনা করো।
· কলেজের প্রথম দিনের অভিজ্ঞতা বর্ণনা করে একটি দিনলিপি রচনা করো।
বাংলা ২য় পত্র সাজেশন – HSC-2024
২০। প্রতিবেদন লিখন:
· ঘূর্ণিঝড় উপদ্রুত একটি এলাকার বিপর্যস্ত জনজীবন সম্পর্কে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন তৈরি করো।
· ‘যানজট একটি ভয়াবহ সমস্যা’ এই শিরোনামে একটি প্রতিবেদন তৈরি করো।
· ‘ভেজাল খাদ্যে বাজার সয়লাব’ এই শিরোনামে একটি প্রতিবেদন তৈরি করো।
· কলেজে উদযাপিত স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে একটি প্রতিবেদন তৈরি করো।
বাংলা ২য় পত্র সাজেশন – HSC-2024
· বন্যায় ক্ষয়ক্ষতির বিবরণ সম্বলিত একটি প্রতিবেদন তৈরি করো।
· ‘পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপন’ এই শিরোনামে একটি প্রতিবেদন তৈরি করো।
· নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি সম্পর্কে পত্রিকায় প্রকাশের উপযোগী প্রতিবেদন তৈরি করো।
· কলেজ লাইব্রেরি জরিপ সংক্রান্ত একটি প্রতিবেদন তৈরি করো।
· ছাত্রাবাস সমস্যার উপর একটি প্রতিবেদন তৈরি করো।
· একুশে বইমেলা সম্পর্কিত একটি প্রতিবেদন তৈরি করো।
· স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশার কথা উল্লেখ করে একটি প্রতিবেদন তৈরি করো।
· তোমার দেখা একটি গ্রামীণ মেলার উপর প্রতিবেদন তৈরি করো।
বাংলা ২য় পত্র সাজেশন – HSC-2024
বাংলা ২য় পত্র সাজেশন – HSC-2024
২১। বৈদ্যুতিন চিঠি বা ই-মেইল
· ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল সম্পর্কে পরামর্শ জানিয়ে ছোটভাইকে একটি ই-মেইল লেখো।
· ‘বিশ্ব ভালোবাসা দিবস’ উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে একটি ই-মেইল লেখো।
· বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর একটি ই-মেইল লেখো।
· বাংলাদেশের কোনো একটি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুকে একটি ই-মেইল লেখো।
· নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুর নিকট ই-মেইল প্রেরণ করো।
বাংলা ২য় পত্র সাজেশন – HSC-2024
· বনভোজনে যাওয়ার ইচ্ছার কথা জানিয়ে বন্ধুর নিকট ই-মেইল করো।
· মোবাইল ফোনের অপব্যবহারের ক্ষতিগুলো উল্লেখ করে বন্ধুদের নিকট ই-মেইল লেখো।
· ফেসবুকে অধিক সময় না দেওয়ার জন্য ছোট বোনকে ই-মেইল করো।
· বোনের বিয়েতে নিমন্ত্রণ জানিয়ে বন্ধুকে ই-মেইল করো।
· স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে ই-মেইল করো।
বাংলা ২য় পত্র সাজেশন – HSC-2024
২২। পত্র/ আবেদনপত্র:
· মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ পাবার জন্য একটি আবেদনপত্র লেখো।
· কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে অফিস সহকারী/ সেলসম্যান/ এক্সিকিউটিভ/ কম্পিউটার অপারেটর পদে নিয়োগ লাভের জন্য আবেদনপত্র লেখো।
· শিক্ষাসফরে যাওয়ার অনুমতি চেয়ে অধ্যক্ষ বরাবর একটি আবেদনপত্র লেখো।
· একটি ঐতিহাসিক স্থানের বর্ণনা দিয়ে বন্ধুর নিকট পত্র লেখো।
· তোমার কলেজে রবীন্দ্র জয়ন্তী/ নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে নিমন্ত্রণপত্র লেখো।
· এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকায় প্রকাশের উপযোগী একটি পত্র লেখো।
বাংলা ২য় পত্র সাজেশন – HSC-2024
· বই প্রকাশকের নিকট ভি.পি.পি. যোগে বই সরবরাহের জন্য একটি চিঠি লেখো।
· তোমার কলেজের সামনের রাস্তাটি সংস্কারের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি চিঠি লেখো।
· শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষের বিদায় উপলক্ষ্যে একটি মানপত্র রচনা করো।
· মাদকাসক্তির কুফল জানিয়ে ছোট ভাইকে একটি উপদেশমূলক পত্র লেখো।
· নবাগত শিক্ষার্থীদের সংবর্ধনাজ্ঞাপন উপলক্ষ্যে অভিনন্দনপত্র রচনা করো।
বাংলা ২য় পত্র সাজেশন – HSC-2024
২৩। সারাংশ/ সারমর্ম লিখন:
· আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থের বা বিত্তের ওপর নির্ভরশীল…..।
· জ্ঞানের স্পৃহা ছাড়া শিক্ষা ব্যর্থতায় পর্যবসিত হয়……।
· স্বাধীন হওয়ার জন্য যেমন সাধনার প্রয়োজন, তেমনই স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজন সত্যনিষ্ঠ ও ন্যায়পরায়ণতার…..।
· জাতি শুধু বাইরের ঐশ্বর্য-সম্ভার, দালান-কোঠার সংখ্যা বৃদ্ধি কিংবা সামরিক শক্তির অপরাজেয়তায় বড়ো হয় না….।
· শ্রেষ্ঠ বলিয়া অহংকার করিতে যে লজ্জাবোধ করে না…..।
· মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সাথে তুলনা করা যেতে পারে……।
· বাল্যকাল হইতেই আমাদের শিক্ষার সহিত আনন্দ নাই….।
· অভ্যাস ভয়ানক জিনিস….।
· অনেকে বলেন স্ত্রীলোকদের উচ্চশিক্ষার প্রয়োজন নাই…..।
· মাতৃস্নেহের তুলনা নেই….।
· মরিতে চাহি না ……… পারি অমর আলয়।
· বসুমতি, কেন তুমি এতই …….. তাহে একেবারে ছাড়ে।
· অদ্ভুত আঁধার এক ……. আজ তাঁদের হৃদয়।
· আমরা নূতন, আমরা কুড়ি …… সকল বাঁধন টুটবো গো।
· সবারে বাসিব ভালো ….. সবে সৌহার্দের বাণী।
· সার্থক জনম আমার …… মুদব নয়ন শেষে।
বাংলা ২য় পত্র সাজেশন – HSC-2024
· বিপদে মোরে রক্ষা করো …… শক্তি যেন রয়।
· ক্ষমা যেথা ক্ষীণ ….. তারে তৃণসম দহে।
· কোথায় স্বর্গ? কোথায় নরক? ….. আমাদের কুঁড়ে ঘরে।
· জোটে যদি মোটে ….. মাঝে সেই তো সুধা।
· সন্ধ্যা যদি নামে ….. নবীন আশ্বাসে।
· ফুটিয়াছে সরোবরে কমল ……বন্ধু সকলের তিনি।
· দৈন্য যদি আসে ….. উর্ধ্বে দু’হাত বাড়াস।
· স্বাধীনতা স্পর্শমণি সবাই ….. ভীরু স্বাধীনতার বলে।
· তোমারই ক্রোড়েতে মোর ….. কালে মিশবে আবার।
বাংলা ২য় পত্র সাজেশন – HSC-2024
২৪। ভাব-সম্প্রসারণ লিখন:
· রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে।
· পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।
· কীর্তিমানের মৃত্যু নেই।
· স্বদেশের উপকারে নাই যার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন।
· দূর্নীতি জাতির সকল উন্নতির অন্তরায়।
· রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা, সূর্য নাহি ফেরে, শুধু ব্যর্থ হয় তারা।
· ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি।
· সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।
· প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না।
· অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণসম দহে।
· সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত।
· পথ পথিকের সৃষ্টি করে না, পথিকই পথের সৃষ্টি করে।
বাংলা ২য় পত্র সাজেশন – HSC-2024
· মঙ্গল করিবার শক্তিই ধন, বিলাস ধন নহে।
· স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।
· প্রয়োজনে যে মরিতে প্রস্তুত, বাঁচিবার অধিকার শুধু তারই।
· তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম না হইব কেন?
· জীবে প্রেম করে যেই জন, সেইজন সেবিছে ঈশ্বর।
· দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য।
· দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁদে যবে সমান আঘাতে, সর্বশ্রেষ্ঠ সে বিচার।
· সাহিত্য জাতির দর্পণস্বরূপ।
· প্রকৃতির ওপর আধিপত্য নয়, চাই প্রকৃতির সঙ্গে মৈত্রির সম্বন্ধ।
· চরিত্র মানুষের অমূল্য সম্পদ।
· অর্থই অনর্থের মূল।
বাংলা ২য় পত্র সাজেশন – HSC-2024
২৫। সংলাপ লিখন: প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সংলাপ সাধারণত কোনো সাজেশন থেকেই কমন আসে না। যেহেতু এগুলো সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হয়ে থাকে। তবু তোমাদের চর্চার জন্য কয়েকটি সংলাপের বিষয়বস্তু দিয়ে দিচ্ছি।
Ø করোনাকালে অনলাইন শিক্ষাকার্যক্রম, বাল্যবিবাহ নিরোধের গুরুত্ব, নিরাপদ সড়ক, জাতীয় নির্বাচন ২০২৩, ফেসবুকের সুফল ও কুফল, মাদকাসক্তির সুফল ও কুফল, বিশ্বকাপ ক্রিকেট ২০২৩, ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল, বই পড়ার গুরুত্ব, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, বৃক্ষরোপন, বইমেলা, একুশে ফেব্রুয়ারি, নববর্ষ উদযাপন।
বাংলা ২য় পত্র সাজেশন – HSC-2024
২৬। খুদেগল্প লিখন: খুদেগল্পকে বলা চলে বাংলা বিষয়ের প্রাণ। কারণ এখান থেকেই বোঝা যায় তোমার সৃজনশীলতা কতখানি। খুদেগল্পও সাজেশন থেকে কমন পাওয়া কষ্টকর। এখানে তোমাদের গল্প কেমন হবে তার একটা সূচনা দেওয়া থাকে। তোমার সৃজনশীলতা দিয়ে সেটা শেষ করতে হবে। খুদেগল্প চর্চার জন্য তোমরা বিগত সালের বোর্ড প্রশ্নে আসা খুদেগল্পগুলো দেখতে পারো।
বাংলা ২য় পত্র সাজেশন – HSC-2024
২৭। প্রবন্ধ রচনা:
Ø স্বদেশপ্রেম, বাংলাদেশের পোশাক শিল্প, বাংলাদেশের পর্যটন শিল্প, বই পড়ার আনন্দ, দ্রব্যমূল্য বৃদ্ধি ও এর প্রতিকার, আধুনিক তথ্যপ্রযুক্তি ও বাংলাদেশ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, নারীশিক্ষা, একুশের চেতনা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, অধ্যবসায়, শিষ্টাচার, বর্ষনমুখর একটি সন্ধ্যা, বঙ্গবন্ধু টানেল, মেট্রোরেল, পরিবেশ দূষণ ও প্রতিকার, ইন্টারনেট ও বর্তমান বাংলাদেশ, মাদকাসক্তি ও আমাদের যুবসমাজ, তোমার প্রিয় কবি/ লেখক/ ব্যক্তিত্ব, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সময় নষ্ট না করে এই সাজেশন অনুযায়ী পড়তে থাকো। আশাকরি পরীক্ষায় অনেক ভালো ফলাফল করতে পারবে। তোমাদের সবার ভালো রেজাল্ট, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি।
আরও দেখুন: ৮ম শ্রেণির বাংলা ১ম অধ্যায়
আরও দেখুন: ধ্বনির উচ্চারণ – ৮ম শ্রেণির বাংলা ২য় অধ্যায় ১ম পরিচ্ছেদ
আরও দেখুন: শব্দের উচ্চারণ – ৮ম শ্রেণির বাংলা ২য় অধ্যায় ২য় পরিচ্ছেদ
আরও দেখুন: লিখিত ভাষায় প্রমিত রীতি- ৮ম শ্রেণির বাংলা ২য় অধ্যায় ৩য় পরিচ্ছেদ
আরও দেখুন: প্রায়োগিক লেখা – ৮ম শ্রেণির বাংলা ৩য় অধ্যায় ১ম পরিচ্ছেদ
আরও দেখুন: বিবরণমূলক লেখা – ৮ম শ্রেণির বাংলা ৩য় অধ্যায় ২য় পরিচ্ছেদ
আরও দেখুন: তথ্যমূলক লেখা – ৮ম শ্রেণির বাংলা ৩য় অধ্যায় ৩য় পরিচ্ছেদআরও দেখুন: নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান M.C.Q. – ১২ (জীবের বংশগতি ও বিবর্তন)
আরও দেখুন: নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান M.C.Q. – ১১ অধ্যায় (জীবের প্রজনন)
আরও দেখুন:নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান M.C.Q. – ১০ম অধ্যায় (সমন্বয়)
আরও দেখুন:নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান M.C.Q. – ৯ম অধ্যায় (দৃঢ়তা প্রদান ও চলন)
আরও দেখুন:পদার্থবিজ্ঞান MCQ | ৩য় অধ্যায় – বল| নবম-দশম | SSC
বাংলা ২য় পত্র সাজেশন – HSC-2024
আশা করছি আমাদের আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে।আমাদের যেকোনো আপডেট মিস না করতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ দেখার জন্য।
পাঠ্য.ইনফো কে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো করুন।