বিগত সালের সরকারি চাকরির প্রশ্ন উত্তরসহ

বিগত সালের সরকারি চাকরির প্রশ্ন উত্তরসহ

বিগত সালের সরকারি চাকরির প্রশ্ন উত্তরসহ

আজ আমরা এখানে কতগুলো প্রশ্ন আপনাদের সামনে উত্তরসহ শেয়ার করবো। এ প্রশ্নগুলো বিগত বছরের বিভিন্ন সরকারি পরীক্ষায় এসেছিল। আর আপনি যেহেতু একজন সরকারী চাকরীপ্রার্থী, তাই আপনার এ প্রশ্নগুলো অনুশীলন করা উচিত। কেননা এ প্রশ্নগুলো অনুশীলন করলে আপনি সরকারী চাকরী পরীক্ষার প্রশ্ন ও এর ধরন সম্পর্কে অবগত হবেন।

বিগত সালের সরকারি চাকরির প্রশ্ন

১। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি?
ক. ভোলা
খ. সন্দ্বীপ
গ. মহেশখালী
ঘ. স্টে মার্টিন

২। বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁও-এর পত্তন কে করেন?
ক. শাহজাদা আযম
খ. সম্রাট আকবর
গ. সুবেদার ইসলাম
ঘ. ঈশা খাঁ

আরও দেখুন:অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার সিলেবাস ২০২৪

৩। বৈরাগীর ভিটা কোথায় অবস্থিত?
ক. বগুড়া
খ. দিনাজপুর
গ. রাজশাহী
ঘ. চট্রগ্রাম

৪। বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. চট্রগ্রাম
খ. দিনাজপুর
গ. ঈশ্বরদী
ঘ. রাজশাহী

৫। কার্জন হল কবে নির্মিত হয়?
ক. ১৯৭২ সালে
খ. ১৯০৫ সালে
গ. ১৯০৪ সালে
ঘ. ১৯২৪ সালে

৬। জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত?
ক. ৪৬. ৫ মিটার
খ. ৫০ মিটার
গ. ৬৫. ৭ মিটার
ঘ. ৪০ মিটার

৭। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?
ক. লুই কান
খ. বব বুই
গ. লরোস
ঘ. এফ আর খান

৮। কোন বাংলাদেশী সর্বপ্রথম সাঁতরে ইংলিশ চ্যানেল অতিক্রম করেন?
ক. ব্রজেন দাস
খ. শাহ আলম
গ. মিজানুর রহমান
ঘ. গোলাম কিবরিয়া

৯। বড় পুকুরিয়া কয়লা খনির আয়তন কত?
ক. ৫. ২৫ বর্গ কি. মি.
খ. ২৭. ০ বর্গ কি. মি.
গ. ৩.২ বর্গ কি. মি.
ঘ. ৪. ০০ বর্গ কি. মি.

১০। বাংলাদেশের সীমান্ত হতে ফারাক্কা বাঁধের দূরত্ব কত?
ক. ১৬.৫ কি. মি.
খ. ১৭.০ কি. মি.
গ. ১৮. ৫ কি. মি.
ঘ. ১৯. ০ কি. মি.

১১। বুড়িমারি স্থলবন্দরটি নিচের কোন জেলায় অবস্থিত?
ক. লালমনিরহাট
খ. রংপুর
গ. দিনাজপুর
ঘ. নীলফামারী

১২। বাংলাদেশের স্থল সীমা কত?
ক. ৪, ৪২৭ কি. মি.
খ. ৫, ০০০ কি. মি.
গ. ৫, ০২৭ কি. মি.
ঘ. ৪, ২০০ কি. মি.

১৩। বাংলাদেশে কতটি সরকারি মেডিকেল কলেজ রয়েছে?
ক. ১০টি
খ. ১৮ টি
গ. ১৪টি
ঘ. ১৬টি

১৪। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি?
ক. পঞ্চগড়
খ. কুড়িগ্রাম
গ. শেরপুর
ঘ. দিনাজপুর

১৫। বাংলাদেশের উপজাতির সংখ্যা কত?
ক. ৩১ প্রকার
খ. ৪০ প্রকার
গ. ১৭ প্রকার
ঘ. ২০ প্রকার

১৬। বাংলাদেশের কোথায় সর্বপ্রথম আর্সেনিক ট্রিটম্যান্ট প্ল্যান্ট স্থাপন করা হয়?
ক. সাতক্ষীরা
খ. মেহেরপুর
গ. রাজশাহী
ঘ. টুঙ্গিপাড়া

১৭। বর্তমান কুমিল্লা এক সময়ে ভারতের কোন জেলার অংশ ছিল?
ক. মেঘালয়
খ. আসাম
গ. ত্রিপুরা
ঘ. নদীয়া

১৮। বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত?
ক. ৪. ৬ কি. মি.
খ. ৪. ৭ কি. মি.
গ. ৫. ৩ কি. মি.
ঘ. ৪. ৮ কি. মি.

১৯। বাংলাদেশের সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় কোন জেলায়?
ক. মৌলভীবাজার
খ. সিলেট
গ. হবিগঞ্জ
ঘ. চট্রগ্রাম

২০। বাংলাদেশের প্রথম গ্যাসক্ষেত্র আবিস্কৃত হয়-
ক. ১৯৫০ সালে
খ. ১৯৫৫ সালে
গ. ১৯৬৫ সালে
ঘ. ১৯৫৮ সালে

২১। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী কোন জেলায় অবস্থিত?
ক. ঢাকা
খ. রাজশাহী
গ. ময়মনসিংহ
ঘ. বগুড়া
২২। পদ্মা নদী কোন স্থানে মেঘনা নদীর সাথে মিশেছে?
ক. গোয়ালন্দ
খ. চাঁদপুর
গ. ভৈরব
ঘ. নরসিংদী

২৩। চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে কোন নদী?
ক. আত্রাই
খ. বাঙ্গালী
গ. মহানন্দা
ঘ.করতোয়া

২৪। কুষ্টিয়া শহর কোন নদীর তীরে অবস্থিত?
ক. তিস্তা
খ. কপোতাক্ষ
গ. গড়াই
ঘ. করতোয়া

২৫। বাংলাদেশ উন্নয়ন ফোরামের বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়?
ক. ফ্রান্স
খ. যুক্তরাজ্য
গ. জাপান
ঘ. যুক্তরাষ্ট্র

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় কোন রাজ্যটি বাংলাদেশের পাশে অবস্থিত নয়?
ক. মেঘালয়
খ. আসাম
গ. ত্রিপুরা
ঘ. মনিপুর

২। ইন্দোনেশিয়ার আগে পূর্ব তিমুর কোন দেশের উপনিবেশ ছিল?
ক. ইংল্যান্ড
খ. হল্যান্ড
গ. ফ্রান্স
ঘ. পর্তুগাল

৩। কমনওয়েলথ থেকে বহিস্কৃত সর্বশেষ দেশ কোনটি?
ক. পাকিস্তান
খ. নাইজেরিয়া
গ. ভারত
ঘ. মালয়েশিয়া

৪। নিম্নে কোন সংস্থাটি এশিয়ার অর্থনৈতিক উন্নয়নের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে?
ক. বিশ্বব্যাংক
খ. এশীয় উন্নয়ন ব্যাংক
গ. আইএমএফ
ঘ. ইউএনসি

৫। এলিয়ানের পিতা কোন দেশের নাগরিক?
ক. যুক্তরাষ্ট্র
খ. কিউবা
গ. মেক্সিকো
ঘ. কানাডা

৬। নিম্নে কোন দেশটি আফ্রিকা মহাদেশের অন্তর্গত নয়?
ক. লাইবেরিয়া
খ. মিসর
গ. গায়েনা
ঘ. কঙ্গো

৭। আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
ক. জেনেভা
খ. নিউইয়র্ক
গ. জুরিখ
ঘ. ফ্রাঙ্কফুর্ট

৮। সম্প্রতি কোন দেশের কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গদের খামারভূমি দখল করে নিয়েছে?
ক. দক্ষিণ আফ্রিকা
খ. জিম্বাবুয়ে
গ. ইসরাইল
ঘ. আইভরিকোষ্ট

৯। যুক্তরাষ্ট্র নিম্নে কোন দেশটির সঙ্গে ইসরাইলের একটি চুক্তি স্বাক্ষরের ব্যাপারে আগ্রহী?
ক. মিসর
খ. সিরিয়া
গ. জর্ডান
ঘ. ইরাক

১০। হোমিচিন নগরের পূর্ববর্তী নাম কি ছিল?
ক. সায়গন
খ. ভিয়েতনাম
গ. আরব সাগর
ঘ. পারস্য উপসাগর

১১। বার্মার বর্তমান নাম কি?
ক. আকিয়াব
খ. মিয়ানমার
গ. ইয়াংগুন
ঘ. শ্যাম

১২। ভ্যাটিকান কি?
ক. রোম সম্রাটের বাড়ি
খ. ইতালির রাজধানী
গ. রোমের পীঠস্থান
ঘ. রোমের সর্বোচ্চ ভনব

১৩। কোন আন্তর্জাতিক সংস্থা ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে?
ক. ইউনেস্কো
খ. ইউনিসেফ
গ. ইউনেপ
ঘ. ইউএনডিপি

১৪। রাশিয়ার বর্তমান প্রেসিডেন্টর নাম কি?
ক. বরিস ইয়েলেৎসিন
খ. ভ্লাদিমির পুটিন
গ. ভি.আই. লেনিন
ঘ. দিমিত্রি মেদভেদেব

১৫। জাতিসংঘ কোন দিনকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে ঘোষণা করেছে?
ক. ৫ জুন
খ. ১০ জুন
গ. ১৫ জুন
ঘ. ২০ জুন

১৬। কুইন্সল্যান্ড কোন দেশের অংশ?
ক. অষ্ট্রেলিয়া
খ. নাইজেরিয়া
গ. কানাডা
ঘ. যুক্তরাষ্ট্র

১৭। বর্তমানে পৃথিবীর মোট লোকসংখ্যা কত?
ক. ৪৫০ কোটি
খ. ৫০০ কোটি
গ. ৫৭০ কোটি
ঘ. ৬০০ কোটি

১৮। নিচের কোন রাষ্ট্রটি সামাজিক-অর্থনৈতিক কারণে অন্যগুলো থেকে পৃথক?
ক. চিলি
খ. কানাডা
গ. কিউবা
ঘ. পানামা

১৯। গ্রেট ডিপ্রেশান বলতে কি বোঝ?
ক. দুই মহাযুদ্ধ
খ. প্লেগ মহামারি
গ. বিংশ শতাব্দীর ত্রিশের দশকের অর্থনৈতিক মন্দা
ঘ. ইউরোপে রাজনৈতিক অস্থিতিশীলতা

বিগত সালের সরকারি চাকরির প্রশ্ন

২০। আর্কিমিডিস কোন দেশের অধিবাসী ছিলেন?
ক. ইটালি
খ. রাশিয়া
গ. পোল্যান্ড
ঘ. গ্রিস

২১। এভারেষ্ট শৃঙ্গের উচ্চতা কত?
ক. ৮, ৪৩০ মিটার
খ. ৮, ৮৪৭ মিটার
গ. ৮, ৮৪০ মিটার
ঘ. ৮, ৮৫০ মিটার

২২। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত?
ক. ১৫০ মিলিয়ন কি. মি.
খ. ১০০ মিলিয়ন কি. মি.
গ. ১২০ মিলিয়ন
ঘ. ২০০ মিলিয়ন কি. মি.

২৩। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
ক. জর্জ ওয়াশিংটন
খ. জন এডামস্
গ. টমাস জেফারসন
ঘ. আব্রাহাম লিংকন

২৪। সুয়েজ খাল কত সালে চালু হয়েছিল?
ক. ১৮৫০ সালে
খ.১৮৬০ সালে
গ. ১৮৬৯ সালে
ঘ. ১৯৫৬ সালে

১। জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশন-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. নিউইয়র্ক
খ. জেনেভা
গ. জুরিখ
ঘ. অ্যামস্টারডেম

আরও দেখুন:সপ্তম শ্রেণির বার্ষিক পরীক্ষার সিলেবাস

২। ১৯ মে ২০০০ এ ফিজিতে সংঘটিত অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ব্যক্তি ছিলেন-
ক. এহুদ
খ. মহেন্দ্র
গ. রাবুকা সিটিভেনি
ঘ. জর্জ স্পেইট

৩। কোন ইসরাইলি নেতার আল-আকসা মসজিদ এলাকা সফরকে কেন্দ্র করে বর্তমান মধ্যপ্রাচ্য সংকট শুরু হয়?
ক. শিমন পেরেস
খ. আইজ্যাক রবিন
গ. গোল্ডা মায়ার
ঘ. এরিয়েল শ্যারেন

৪। লেনিনগ্রাড শহরের বর্তমান নাম কি?
ক. ভলগাগ্রাড
খ. সেন্ট পিটার্সবার্গ
গ. রষ্টভ-অন-ডন
ঘ. কিয়েভ

৫। জাতিসংঘের বর্তমানে সদস্য সংখ্যা কয়টি? (স-১৯৩টি)
ক. ১৮৯টি
খ. ১৯২ টি
গ. ১৮৭ টি
ঘ. ১৯০টি

৬। ২০০০ সালে শান্তির জন্য নোবেল পুরষ্কার কে পেয়েছেন?
ক. কিম জং ইল
খ. কিম দায় জং
গ. লী কোয়ান ইউ
ঘ. মেডিসিন স্যান ফন্ট্রিয়ে

৭। ভারতের ২৬ তম রাজ্য কোনটি?
ক. অরুণাচল প্রদেশ
খ. ঝাড়খন্ড
গ. ছত্রিশগড়
ঘ. গোয়া

৮। বাংলাদেশ কোন সংগঠনটির সদস্য নয়?
ক. জাতিসংঘ
খ. কমনওয়েলথ
গ. আসিয়ান
ঘ.অরগানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ

৯। ইউরোপীয় পার্লামেন্ট কোথায় অবস্থিত?
ক. ইষ্ট্রার্সবার্গ
খ. হামবার্গ
গ.লিঅ
ঘ. রোম

১০। বাংলাদেশ পোশাক শিল্পের সবচেয়ে বড় বাজার কোনটি?
ক. যুক্তরাষ্ট্র
খ. যুক্তরাজ্য
গ. জার্মানি
ঘ. ফ্রান্স

১১। আরব রাষ্ট্রসমূহের মধ্যে কোন দেশটি প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল?
ক. মিসর
খ. জর্দান
গ.আরব আমিরাত
ঘ. ইরাক

১২। ওয়ার্ল্ড ব্যাংকের প্রকৃত নাম কি?
ক. এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক
খ. ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক
গ. ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন
ঘ. ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনষ্ট্রকশন এন্ড ডেভেলপমেন্ট

১৩। হো-চি-মিন কে ছিলেন?
ক. ভিয়েতনাম কমিউনিষ্ট পার্টির নেতা
খ. সংযুক্ত ভিয়েতনামের প্রথম প্রেসিডেন্ট
গ. উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট
ঘ. আগের কোনটিই নয়

১৪। নিচের কোনটি আরব দেশ না?
ক. ইরাক
খ. ইরান
গ. মরক্কো
ঘ. তিউনেশিয়া

১৫। সারায়েভো কোন দেশের রাজধানী?
ক. বসনিয়া-হারজিগোভিনা
খ. ক্রোয়েশিয়া
গ. যুগোস্লাভিয়া
ঘ. আলবেনিয়া

১৬। নেপালের আইনসভার নাম কি?
ক. লোকসভা
খ. কংগ্রেস
গ. পঞ্চায়েত
ঘ. সংসদ

১৭। ‘দি প্রিন্স’-এর লেখক কে?
ক. হেগেল
খ. মেকিয়াভেলি
গ. রুশো
ঘ. জন লক

১৮। আয়তনের দিকে থেকে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি?
ক. চীন
খ. রাশিয়া
গ. ভারত
ঘ. কানাডা

১৯। কোন দেশের মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি?
ক. জাপান
খ. সুইজারল্যান্ড
গ. কানাডা
ঘ. সুইডেন

২০। ঐতিহাসিক বাবরি মসজিদ কোথায় অবস্থিত?
ক. দিল্লি
খ. বানারস
গ. অযোধ্যা
ঘ. লক্ষ্মৌ

২১। ভিসুভিয়াস কি?
ক. সাগর
খ. আগ্নেয়গিরি
গ. হ্রদ
ঘ. জলপ্রপাত

২২। এ বছর পদার্থ বিজ্ঞানের নোবেল পুরষ্কার কোন আবিষ্কারের জন্য দেয়া হয়?
ক. যে প্লাষ্টিক বিদ্যুৎ পরিবাহী হিসেবে কাজ করে
খ. পকেট ক্যালকুলেটর ও সেলুলার ফোন
গ. ই-মেইল
ঘ. মাইক্রোওয়েভ ওভেন

২৩। বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন?
ক. গোল্ডা মায়ার
খ. ইন্দিরা গান্ধী
গ. শ্রীমাভো বন্দরনায়েক
ঘ. মার্গারেট থ্যাচার

২৪। ভূবেষ্টিত রাষ্ট্র কোনটি?
ক. মরক্কো
খ. আফগানিস্তান
গ. ব্রাজিল
ঘ. গ্রিস

২৫। কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই?
ক. নিকারাগুয়া
খ. কোষ্টারিকা
গ. কলম্বিয়া
ঘ. এল সালভাদর

আশা করছি আমাদের আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে।আমাদের যেকোনো আপডেট মিস না করতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ দেখার জন্য।

পাঠ্য.ইনফো এর ফেসবুক পেজ  ফলো করুন।

Leave a Comment