বিশ্লেষণমূলক লেখা – ৮ম শ্রেণির বাংলা ৩য় অধ্যায় ৪র্থ পরিচ্ছেদ

৮ম শ্রেণির বাংলা ৩য় অধ্যায় ৪র্থ পরিচ্ছেদ: যেসব বৈশিষ্ট্য থাকলে কোনো লেখাকে বিশ্লেষণমূলক লেখা বলা যায়, সেসব বৈশিষ্ট্যের মধ্য থেকে তিনটি বৈশিষ্ট্য নিচে লেখো। লেখার পরে সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো।

বিশ্লেষণমূলক লেখার বৈশিষ্ট্য 

  • বিবরণ ও তথ্যের উপর ভিত্তি করে মত প্রকাশ করা হয়।
  • প্রদত্ত তথ্য বিশদভাবে বিশ্লেষণ করা হয়।
  • পাঠক যাতে সহজে বুঝতে পারে সেভাবে লেখাকে উপস্থাপন করা হয়।

বিশ্লেষণমূলক লেখা – ৮ম শ্রেণির বাংলা ৩য় অধ্যায় ৪র্থ পরিচ্ছেদ

হুমায়ুন আজাদ (১৯৪৭-২০০৪) বাংলাদেশের একজন বিশিষ্ট প্রাবন্ধিক ও ভাষাবিজ্ঞানী। তিনি কবিতা ও উপন্যাসও লিখেছেন। তাঁর লেখা ভাষা-বিষয়ক বই ‘কতো নদী সরোবর’ এবং বাংলা সাহিত্যের পরিচিতিমূলক বই ‘লাল নীল দীপাবলি’। তাঁর লেখা ভাষাবিজ্ঞানের বই ‘বাক্যতত্ত্ব’, ‘তুলনামূলক ও ঐতিহাসিক ভাষাবিজ্ঞান’।

শব্দ থেকে কবিতা

কবিতা কাকে বলে, বলা খুব মুশকিল। কিন্তু আমরা যারা পড়তে পারি, তারা কম-বেশি কবিতা চিনি। কবিতারও চেহারা আছে। যে লেখাগুলো পড়লে মন নেচে ওঠে; গান গেয়ে উঠতে ইচ্ছে করে, চোখে বুকে রং-বেরঙের স্বপ্ন এসে জমা হয়, তা-ই কবিতা। যা দু-তিনবার পড়লে আর ভোলা যায় না, মনের ভেতর যা নাচতে থাকে, তা-ই কবিতা।

শব্দের অর্থ

কাঁঠালচাঁপা: একটি ফুলের নাম।
চমকপ্রদ: যা অবাক করে দেয়।
ছন্দ: কবিতার তাল।
পঙ্ক্তি: লাইন।
ভাব: অনুভূতি।


৮ম শ্রেণির বাংলা ৩য় অধ্যায় ৪র্থ পরিচ্ছেদ

৩.৪.২ পড়ে কী বুঝলাম (পৃষ্ঠা- ৬৪)

‘শব্দ থেকে কবিতা’ রচনার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে। তোমার একজন সহপাঠীর সাথে এগুলো নিয়ে আলোচনা করো এবং সংক্ষেপে উত্তর তৈরি করো।

ক. কবিতার বিষয় সম্পর্কে লেখকের ভাবনা কী? তোমার চারপাশে এমন কী কী বিষয় আছে যেগুলো নিয়ে কবিতা লেখা যেতে পারে?

লেখকের মতে কবিতারও চেহারা আছে। যে যে লেখাগুলো পড়লে মন নেচে ওঠে; গান গেয়ে উঠতে ইচ্ছে করে, চোখে বুকে রং-বেরঙের স্বপ্ন এসে জমা হয়, তা-ই কবিতা। যা দু-তিনবার পড়লে আর ভোলা যায় না, মনের ভেতর যা নাচতে থাকে, তা-ই কবিতা।

  • রাস্তার পাশের বড় পুকুর।
  • দূরের ওই কাশফুলের বাগান।
  • বাড়ির পাশের সরিষা খেত।

খ. ‘কবিতা লিখতে হলেই নতুন কথা ভাবতে হবে, আর সে কথাকে পরিয়ে দিতে হবে শব্দ ও ছন্দের রঙিন সাজপোশাক।’-লেখক এ কথা দিয়ে কী বুঝিয়েছেন?

কবিতা হচ্ছে ছন্দের আকারে কবির চিন্তার বহিঃপ্রকাশ। ছন্দে ব্যবহৃত শব্দগুলো অবশ্যই অর্থবহ হতে হবে। কবিতার প্রথম ও প্রধান শর্তই হচ্ছে নতুন শব্দ, যা আগে কেউ বলে নি। আর সেই শব্দগুলোকে যখন ছন্দ আকারে প্রকাশ করা হয় তখন তা কবিতার রূপ নেয়।

গ. কবিতা পড়তে ভালো লাগে কেন?

ছন্দের মাধ্যমে শব্দের ব্যবহারই হচ্ছে কবিতা। কবিতা পড়তে ভালো লাগার বেশ কিছু কারণ রয়েছে-

  • কবিতা পড়লে মন ভালো হয়ে যায়।
  • কবিতা পড়লে গান গেয়ে উঠতে ইচ্ছে করে।
  • কবিতা পড়লে মনে মনে নাচতে ইচ্ছে করে।
  • কবিতা মনের সব চিন্তা ও অশান্তি দূর করে।

উপরিউল্লিখিত কারণে কবিতা পড়তে ভালো লাগে।


৩.৪.৩ লেখা নিয়ে মতামত (পৃষ্ঠা- ৬৫)

‘শব্দ থেকে কবিতা’ রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে, বা মনে প্রশ্ন জেগেছে, তা নিচের ছকে লেখো। কাজ শেষে কয়েকজন সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। একটি নমুনা দেওয়া হলো।

‘শব্দ থেকে কবিতা’ রচনায় যা আছে আমার জিজ্ঞাসা ও মতামত
১. যে লেখাগুলা পড়লে মন নেচে ওঠে; গান গেয়ে উঠতে ইচ্ছে কর, চোখে বুকে রং-বেরঙ্গের স্বপ্ন এসে জমা হয় তা-ই কবিতা।  গল্প পড়লে ও আমার মন খুশিতে নেচে ওঠে। কিন্তু সেটা কবিতা নয়। 
২. একটি শব্দের সাথে আরেকটি শব্দ মিলেয়ে কবিতা লেখেন।  গল্প লিখতে ও কি একটি শব্দের সাথে আরেকটি শব্দের মিল থাকা লাগে?
৩. যে কোন বিষয় নিয়ে তুমি লিখতে পারো কবিতা।  স্কুলের বড় বট গাছ টা নিয়ে কি কবিতা লেখা যাবে? লিখলেও কবিতার নাম কি হবে? 

৩.৪.৪ এটি কেন বিশ্লেষণমূলক লেখা (পৃষ্ঠা- ৬৫)

‘শব্দ থেকে কবিতা’ শিরোনামের রচনাটি কে কেন বিশ্লেষণমূলক লেখা বলা হয়? 

বিশ্লেষণমূলক লেখার সংজ্ঞা থেকে আমারা জানতে পারি “বিবরণ ও তথ্যের উপর ভিত্তি করে মত প্রকাশ করা হয় যেসব রচনায়, তাকে বিশ্লেষণমূলক লেখা বলে”। ‘শব্দ থেকে কবিতা’ শিরোনামের রচনাটি নানা বিষয়ের তথ্য প্রকাশ করা হয় এবং কবি কিভাবে লিখতে হবে ও কবিতা লিখতে ছন্দের ব্যবহার সম্পর্কে মত প্রকাশ করা হয়। 

উপরিউল্লিখিত কারণে ‘শব্দ থেকে কবিতা’ শিরোনামের রচনাটি কে বিশ্লেষণমূলক লেখা বলা হয়।


বিশ্লেষণমূলক লেখা

বিবরণমূলক লেখায় কোনো বস্তু, বিষয় বা ঘটনার বিবরণ থাকে। আর তথ্যমূলক লেখায় কোনো বিষয়ের তথ্য উপস্থাপন করা হয়। অন্যদিকে বিবরণ ও তথ্যের উপর ভিত্তি করে মত প্রকাশ করা হয় যেসব রচনায়, তাকে বিশ্লেষণমূলক লেখা বলে। ‘শব্দ থেকে কবিতা’ রচনায় লেখক কবিতা, লেখার পর্যায়গুলো বিশ্লেষণ করে A দেখিয়েছেন কেমন করে কবিতা রচনা করতে হয়।


আরও দেখুন: ৮ম শ্রেণির বাংলা ১ম অধ্যায়
আরও দেখুন: ধ্বনির উচ্চারণ – ৮ম শ্রেণির বাংলা ২য় অধ্যায় ১ম পরিচ্ছেদ
আরও দেখুন: শব্দের উচ্চারণ – ৮ম শ্রেণির বাংলা ২য় অধ্যায় ২য় পরিচ্ছেদ
আরও দেখুন: লিখিত ভাষায় প্রমিত রীতি- ৮ম শ্রেণির বাংলা ২য় অধ্যায় ৩য় পরিচ্ছেদ
আরও দেখুন: প্রায়োগিক লেখা – ৮ম শ্রেণির বাংলা ৩য় অধ্যায় ১ম পরিচ্ছেদ
আরও দেখুন: বিবরণমূলক লেখা – ৮ম শ্রেণির বাংলা ৩য় অধ্যায় ২য় পরিচ্ছেদ
আরও দেখুন: তথ্যমূলক লেখা – ৮ম শ্রেণির বাংলা ৩য় অধ্যায় ৩য় পরিচ্ছেদ


আশাকরি “বিশ্লেষণমূলক লেখা – ৮ম শ্রেণির বাংলা ৩য় অধ্যায় ৪র্থ পরিচ্ছেদ” আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। আমাদের কোন আপডেট মিস না করতে ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ ও সাবক্রাইব করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল।

Leave a Comment