![HSC সমাজকর্ম ২য় পত্র ৮ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর 2025](https://pathyo.info/wp-content/uploads/2024/10/বাংলা-১ম-পত্র-সাজেশন-এসএসসি-২০২৪-2024-10-12T192930.645.png)
HSC সমাজকর্ম ২য় পত্র ৮ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর 2025
নিম্নোক্ত প্রশ্ন ও উত্তরগুলো বিভিন্ন বছরের বোর্ড প্রশ্ন এনালাইসিস করে বের করা হয়েছে। এভাবে, তোমরা যদি সমাজকর্ম প্রতিটি অধ্যায়ের সাজেশন মন দিয়ে পড় তাহলে পরীক্ষায় থাকছে সর্বাধিক কমনের সম্ভাবনা।
জ্ঞানমূলক প্রশ্ন
১। জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালের ২৪ অক্টোবর।
২। প্রতিবছর কবে বিশ্বে জাতিসংঘ দিবস পালিত হয়?
উত্তর : প্রতিবছর ২৪ ডিসেম্বর বিশ্বে জাতিসংঘ দিবস পালিত হয়।
৩। কোন সংগঠনটি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় কাজ করে?
উত্তর : জাতিসংঘ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় কাজ করে।
৪। জাতিসংঘের আন্তর্জাতিক জরুরি শিশু তহবিল গঠিত হয় কখন?
উত্তর : জাতিসংঘের আন্তর্জাতিক জরুরি শিশু তহবিল গঠিত হয় ১৯৪৬ সালের ১১ ডিসেম্বর।
৫। জাতিসংঘ কী ধরনের সংগঠন?
উত্তর : জাতিসংঘ বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য একটি আন্তর্জাতিক সংগঠন।
৬। কোন ধরনের রাষ্ট্র নিয়ে আন্তর্জাতিক সংস্থা গড়ে ওঠে?
উত্তর : স্বাধীন রাষ্ট্র নিয়ে আন্তর্জাতিক সংস্থা গড়ে ওঠে।
৭। UNICEF কত সালে গঠিত হয়?
আরো পড়ুন: HSC Bangla 2nd Paper Suggestion 2025
উত্তর : UNICEF গঠিত হয় ১৯৪৬ সালের ১১ ডিসেম্বর।
৮। UNICEF-এর সদর দপ্তর কোথায়?
উত্তর : UNICEF-এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে।
UNICEF নোবেল পুরস্কার পায় কত সালে?
উত্তর : UNICEF নোবেল পুরস্কার পায় ১৯৬৫ সালে।
১০। UNICEF-এর বর্তমান ব্যবহৃত পূর্ণরূপ কী?
উত্তর : UNICEF-এর পূর্ণরূপ হলো United Nations Children’s Fund.
১১। UNICEF-এর প্রকৃত পূর্ণরূপ কী?
উত্তর : UNICEF-এর পূর্ণরূপ হলো United Nations International Children’s Emergency Fund.
১২। ইউনিসেফ জাতিসংঘের কোন পরিষদের অধীনে কাজ করে?
উত্তর : ইউনিসেফ জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধীনে কাজ করে।
১৩। বর্তমানে ইউনিসেফ কয়টি দেশে কাজ করছে?
উত্তর : বর্তমানে ইউনিসেফ ১৯০টির বেশি দেশ ও অঞ্চলে কাজ করছে।
১৪। কোন প্রতিষ্ঠানটি শিশুদের জন্য পুষ্টিকর খাদ্য উৎপাদন ও সরবরাহ করে?
উত্তর : ইউনিসেফ শিশুদের জন্য পুষ্টিকর খাদ্য উৎপাদন ও সরবরাহ করে।
১৫। ইউনিসেফের কার্যক্রমের মধ্যে অন্যতম কোনটি?
উত্তর : ইউনিসেফের কার্যক্রমের মধ্যে অন্যতম কাজ লিঙ্গবৈষম্য নিরসন করা।
১৬। জনপ্রিয় কার্টুন ছবি ‘মীনা’ প্রচারে অবদান রাখে কোনটি
উত্তর : জনপ্রিয় কার্টুন ছবি ‘মীনা’ প্রচারে অবদান রাখে UNICEF.
১৭। বাংলাদেশে প্রতিবছর হাজার হাজার নারীর মৃত্যুর জন্য কোন কারণটি দায়ী?
উত্তর: বাংলাদেশে প্রতিবছর হাজার হাজার নারীর মৃত্যুর জন্য দায়ী শিশু জন্মসংক্রান্ত জটিলতা।
১৮। ইউনিসেফ প্রচার-প্রচারণার মাধ্যমে সমাজকর্মের কোন পদ্ধতিকে অগ্রগামী করে?
উত্তর : ইউনিসেফ প্রচার-প্রচারণার মাধ্যমে সমাজকর্মের সামাজিক কার্যক্রম পদ্ধতিকে অগ্রগামী করে।
১৯। ইউনিসেফ কাদের কল্যাণে কাজ করে?
উত্তর : ইউনিসেফ শিশুদের কল্যাণে কাজ করে।
২০। ইউনিসেফের সামগ্রিক কার্যক্রম পরিচালিত হয় কিভাবে?
আরো পড়ুন: এসএসসি ইংরেজি ১ম পত্র ফাইনাল সাজেশন ২০২৪
উত্তর : ইউনিসেফের সামগ্রিক কার্যক্রম পরিচালিত হয় কার্যনির্বাহী বোর্ড দ্বারা।
২১। ইউনিসেফের কার্যনির্বাহী বোর্ড কত সদস্যের সমন্বয়ে গঠিত?
উত্তর : ইউনিসেফের কার্যনির্বাহী বোর্ড ৪১ সদস্যের সমন্বয়ে গঠিত।
২২। ‘শিশু প্রকাশ’ কী?
উত্তর : ‘শিশু প্রকাশ’ হলো একটি সংবাদপত্র।
২৩। ‘শিশু প্রকাশ’ পত্রিকাটি কোন সংস্থা প্রকাশ করে?
উত্তর : ‘শিশু প্রকাশ’ পত্রিকাটি প্রকাশ করে UNICEF.
২৪। ইউনিসেফ কী ধরনের প্রতিষ্ঠান?
উত্তর : ইউনিসেফ একটি আন্তর্জাতিক শিশু কল্যাণমূলক প্রতিষ্ঠান।
২৫। ইউনিসেফের শিক্ষা কার্যক্রম কয় ভাগে পরিচালিত হয়?
উত্তর : ইউনিসেফের শিক্ষা কার্যক্রম দুই ভাগে পরিচালিত হয়।
২৬। ইউনিসেফের শিক্ষা কার্যক্রমগুলো কী কী?
উত্তর : ইউনিসেফের শিক্ষা কার্যক্রমগুলো হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম ও অপ্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম।
২৭। শিশুদের বইপুস্তক সরবরাহ করা ইউনিসেফের কোন ধরনের শিক্ষা কার্যক্রমের অন্তর্ভুক্ত?
উত্তর : শিশুদের বইপুস্তক সরবরাহ করা ইউনিসেফের প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের অন্তর্ভুক্ত।
আরো পড়ুন: এইচএসসি ইংরেজী ২য় পত্র ১০০% কমন সাজেশন-২০২৪
২৮। শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করা ইউনিসেফের কোন ধরনের শিক্ষা কার্যক্রমের অন্তর্ভুক্ত?
উত্তর : শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করা ইউনিসেফের প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের অন্তর্ভুক্ত।
২৯। গণশিক্ষা ইউনিসেফের কোন ধরনের শিক্ষা কার্যক্রমের অন্তর্ভুক্ত?
উত্তর : গণশিক্ষা ইউনিসেফের অপ্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের
অন্তর্ভুক্ত।
৩০। ইউনিসেফের শিশুকল্যাণ কার্যক্রমে মূলত কোন সমাজকর্ম পদ্ধতি ব্যবহৃত হয়?
উত্তর : ইউনিসেফের শিশুকল্যাণ কার্যক্রমে মূলত ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি ব্যবহৃত হয়।
সমাজকর্ম ২য় পত্র ৮ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. UCEP এর পূর্ণরূপ কী?
উত্তর: UCEP– এর পূর্ণরূপ হলো Underprevileged Children’s Educational Programme.
২. মানবতা, পক্ষপাতহীনতা নিরপেক্ষতা, স্বাধীনতা কোন সংস্থার মূলনীতি?
উত্তর: মানবতা, পক্ষপাতহীনতা, নিরপেক্ষতা, স্বাধীনতা ইত্যাদি রেডক্রিসেন্ট সোসাইটির মূলনীতি।
৩. UNDP এর পূর্ণরূপ কী?
উত্তর: UNDP এর পূর্ণরূপ হলো– United Nations Development Programme.
৪. সেভ দ্যা চিলড্রেন কাদের নিয়ে কাজ করে?
উত্তর: সেভ দ্যা চিলড্রেন শিশুদের নিয়ে কাজ করে।
৫. ইউসেপ–এর প্রতিষ্ঠাতার নাম কী?
উত্তর: ইউসেফের প্রতিষ্ঠাতার নাম লিন্ডসে অ্যালান চেইনি।
৬. রেডক্রিসেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতার নাম লিখ।
উত্তর: রেডক্রিসেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা হলেন হেনরি ডুনান্ট।
আরো পড়ুন: এইচএসসি ইংরেজী ২য় পত্র ১০০% কমন সাজেশন-২০২৪
৭. কে ‘সেভ দ্যা চিলড্রেন’ প্রতিষ্ঠা করেন?
উত্তর: ‘সেভ দ্যা চিলড্রেন’ প্রতিষ্ঠা করেন ইংল্যান্ডের বিশিষ্ট সমাজবিজ্ঞানী Eglantyne Jebb.
৮. ওয়ার্ল্ড ভিশন–এর প্রতিষ্ঠাতার নাম কী?
উত্তর: ওয়ার্ল্ড ভিশন–এর প্রতিষ্ঠাতা মার্কিন নাগরিক Dr. Bob Pierce.
৯. MDG এর পূর্ণরূপ কী?
উত্তর: MDG এর পূর্ণরূপ হলো Millenium Development Goals|
১০. N.G.O — এর পূর্ণরূপ কী?
উত্তর: N.G.O — এর পূর্ণরূপ হলো Non Government Organization.
উপরে দেওয়া সমাজকর্ম ২য় পত্র ৮ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তরগুলো অতি গুরুত্বপুর্ণ। কেননা এগুলো বিভিন্ন বছরে বিভিন্ন বোর্ডে এসেছে। তোমরা যদি এভাবে এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য সাজেশন গুলো অনুশীলন কর তাহলে পরীক্ষা প্রস্তুতি অনেকটা এগিয়ে যাবে।
আরো পড়ুন: HSC 2025 সমাজকর্ম ২য় পত্র ৯ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
আশা করছি আমাদের আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে।আমাদের যেকোনো আপডেট মিস না করতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ দেখার জন্য।
পাঠ্য.ইনফো কে ফেসবুক পেজ ফলো করুন।