SSC জীববিজ্ঞান ৮ম অধ্যায় MCQ : রেচন প্রক্রিয়া
আজ আমরা বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের জন্য SSC জীববিজ্ঞান ৮ম অধ্যায় MCQ : রেচন প্রক্রিয়া শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ করলে দেখতে পারবে আমাদের প্রত্যেকটা MCQ প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একদম নিচের দিকে সকল অধ্যায়গুলো সুন্দরভাবে উল্লেখিত করে রেখেছি। এছাড়াও জীববিজ্ঞান বইয়ের আগের অধ্যায়গুলো নিচের দিকে উল্লেখ করা হলো।
SSC জীববিজ্ঞান ৮ম অধ্যায় MCQ : রেচন প্রক্রিয়া
১.মানবদেহে রেচন কোন প্রক্রিয়ায় সংঘটিত হয়?
ক. অজৈবিক
খ. রাসায়নিক
● জৈবিক
ঘ. ভৌত
২.রেচন প্রক্রিয়ায় দেহ থেকে কোন ধরনের বর্জ্য নিষ্কাশিত হয়?
● নাইট্রোজেনঘটিত বর্জ্য
খ. হাইড্রোজেনঘটিত বর্জ্য
গ. সালফারঘটিত বর্জ্য
ঘ. ক্লোরিনঘটিত বর্জ্য
৩.বিষাক্ত পদার্থ নিষ্কাশন কোন তন্ত্রের কাজ?
ক. স্নায়ুতন্ত্র
খ. পরিপাকতন্ত্র
● রেচনতন্ত্র
ঘ. ত্বকতন্ত্র
৪.দেহের শারীরবৃত্তীয় ভারসাম্য রক্ষা করে কোন অঙ্গটি?
ক. ফুসফুস
● বৃক্ক
গ. পাকস্থলি
ঘ. হৃৎপিণ্ড
৫.নিচের কোন অঙ্গটি লবণ ও পানির সমতা রক্ষা করে?
ক. ফুসফুস
● বৃক্ক
গ. পাকস্থলি
ঘ. হৃৎপিণ্ড
৬.মানবদেহের প্রধান রেচন অঙ্গ কোনটি?
● বৃক্ক
খ. যকৃত
গ. হৃৎপিণ্ড
ঘ. ফুসফুস
৭.নিচের কোনটি মূত্রের উপাদান নয়?
ক. ইউরিয়া
খ. ক্রিয়েটিনিন
● সালফার
ঘ. লবণ
৮.কোনটির উপস্থিতিতে মূত্রের রং হালকা হলুদ হয়?
ক. ইউরেটার
খ. হিমোগ্লোবিন
গ. ক্রিয়েটিনিন
● ইউরোক্রোম
৯.ইউরোক্রোম রঞ্জকটি কোথায় পাওয়া যায়?
ক. রক্তে
খ. রক্তরসে
● মূত্রে
ঘ. লসিকায়
১০.মূত্রের অম্লতা বৃদ্ধি করে কোন খাবার?
ক. চর্বি
খ. শর্করা
● আমিষ
ঘ. কার্বোহাইড্রেট
SSC জীববিজ্ঞান ৮ম অধ্যায় MCQ : রেচন প্রক্রিয়া
১১.মূত্রের ধরন ক্ষারীয় হয় কোন খাবার গ্রহণে?
ক. চর্বি জাতীয়
খ. চিনি জাতীয়
গ. আমিষ জাতীয়
● তরকারি জাতীয়
১২.মানবদেহে উদরগহ্বরের পেছনে অবস্থান করে কোনটি?
● বৃক্ক
খ. হৃৎপিণ্ড
গ. পাকস্থলি
ঘ. যকৃত
১৩.বৃক্কের আকৃতি কীরূপ?
● শিমবিচির মতো
খ. জালকের মতো
গ. মোচার মতো
ঘ. খোসার মতো
১৪.বৃক্কের অবতল অংশের ভাজকে কী বলে?
ক. মেডুলা
খ. পেলভিস
গ. কর্টেক্স
● হাইলাস
১৫.ইউরেটারের ফানেল আকৃতির প্রশস্ত অংশকে কী বলে?
ক. রেনাল ধমনি
খ. রেনাল শিরা
● রেনাল পেলভিস
ঘ. রেনাল ক্যাপসুল
১৬.ইউরেটারের ফানেল আকৃতির প্রশস্ত অংশকে কী বলে?
ক. রেনাল ধমনি
● রেনাল পেলভিস
গ. রেনাল শিরা
ঘ. রেনাল ক্যাপসুল
১৭.বৃক্ক বেষ্টিত তন্তুময় আবরণীকে কী বলে?
ক. রেনাল ধমনি
● রেনাল ক্যাপসুল
গ. রেনাল শিরা
ঘ. রেনাল পেলভিস
১৮.বৃক্কের গাঠনিক ও কার্যিক একক কোনটি?
ক. গ্লোমেরুলাস
● নেফ্রন
গ. ইউরেটার
ঘ. অ্যালভিওলাস
১৯.গ্লোমেরুলাসকে কোনটি বেষ্টন করে রাখে?
● বোম্যান্স ক্যাপসুল
খ. রেনাল টিউব্যুল
গ. রেনাল করপাসল
ঘ. হেনলির লুপ
২০.ব্যোম্যান্স ক্যাপসুলের আকৃতি কীরূপ?
ক. শিমবিচির মতো
খ. জালিকাকার
● পেয়ালাকার
ঘ. আয়তাকার
SSC জীববিজ্ঞান ৮ম অধ্যায় MCQ : রেচন প্রক্রিয়া
২১.বৃক্ষের পেয়ালার মতো অংশটি কী?
ক. রিনাল
● বোম্যান্স
গ. সুপ্রারেনাল
ঘ. মেডুলা
২২.গ্লোমেরুলাসের কার্যক্রম কিসের ন্যায়?
● ছাকনির ন্যায়
খ. শিমবিচির ন্যায়
গ. চাকতির ন্যায়
ঘ. থলের ন্যায়
২৩.বৃক্কের বাইরের দিকের ক্যাপসুল সংলগ্ন অংশকে কী বলে?
ক. মেডুলা
● কর্টেক্স
গ. পেলভিস
ঘ. প্যাপিলা
২৪.একজন স্বাভাবিক মানুষ দিনে কী পরিমাণ মূত্র ত্যাগ করে?
ক. ৭০০ মিলিলিটার
খ. ১২০০ মিলিলিটার
● ১৫০০ মিলিলিটার
ঘ. ১৮০০ মিলিলিটার
২৫.অ্যাফারেন্ট আর্টারিওল ক্যাপসুলের ভিতরে ঢুকে কয়টি কৈশিক নালিকা তৈরি করে?
ক. ৪০
● ৫০
গ. ৬০
ঘ. ৭০
২৬.নিচের কোনটি সংগ্রাহী নালিকার কাজ?
ক. বৃক্কে রক্ত পরিবহন করা
খ. গ্লোমেরুলাসকে বেষ্টন করে রাখা
গ. রক্ত জালিকার সৃষ্টি করা
● রেনাল পেলভিসে মূত্র বহন করা
২৭.মূত্র কোন নালিকার মাধ্যমে মূত্রথলিতে জমা হয়?
ক. রক্ত নালিকা
● সংগ্রাহী নালিকা
গ. নিকটবর্তী প্যাচানো নালিকা
ঘ. প্রান্তীয় প্যাচানো নালিকা
২৮. কিডনিতে পাথর হওয়ার কারণ কোনটি?
ক. শাকসবজি কম খাওয়া
খ. উচ্চ রক্তচাপ
● মাত্রাতিরিক্ত ওজন
ঘ. মাত্রাতিরিক্ত পানি পান
২৯.বৃক্ক বিকল হলে মূত্রের পরিমাণের কীরূপ পরিবর্তন হয়?
● হ্রাস পায়
খ. বৃদ্ধি পায়
গ. একই থাকে
ঘ. দ্বিগুণ হয়
৩০. বৃক্ক বিকলে রক্তে ক্রিয়েটিনিন এর কী পরিবর্তন হয়?
ক. কমে যায়
● বৃদ্ধি পায়
গ. শূন্য হয়
ঘ. একই থাকে
SSC জীববিজ্ঞান ৮ম অধ্যায় MCQ : রেচন প্রক্রিয়া
৩১.ডায়ালাইসিস কখন করা হয়?
● বৃক্ক বিকলে
খ. হৃৎপিণ্ড বিকলে
গ. স্ট্রোক হলে
ঘ. ব্লাড ক্যান্সারে
৩২. বৈজ্ঞানিক উপায়ে বৃক্ক পরিশোধন করার পদ্ধতিটি কী
নামে পরিচিত?
ক. পেরিস্ট্যালসিস
খ. এন্ডোস্কোপি
● ডায়ালাইসিস
ঘ. এনজিওপ্লাস্টি
৩৩. ডায়ালাইসিস টিউবের প্রাচীর কেমন?
ক. অত্যন্ত পুরু
খ. আংশিক পুরু
● আংশিক বৈষম্যভেদ্য
ঘ. সম্পূর্ণ বৈষম্যভেদ্য
৩৪.ডায়ালাইসিস ফ্লুইডের গঠন কেমন?
ক. লালার ন্যায়
● প্লাজমার ন্যায়
গ. লসিকার ন্যায়
ঘ. পিত্তরসের ন্যায়
৩৫. কিডনি সংযোজনের উপায় কয়টি?
ক. ১টি
● ২টি
গ. ৩টি
ঘ. ৪টি
৩৬. কিসের সাহায্যে রক্ত পরিশোধন করা হয়?
ক. অস্ত্রোপচার
খ. আল্ট্রাসনোগ্রাফি
● ডায়ালাইসিস মেশিন
ঘ. ইউরেটারোস্কোপিক
৩৭. ‘ব্রেন ডেড’ ব্যক্তির ক্ষেত্রে সঠিক নয় কোনটি?
ক. কখনোই জ্ঞান ফিরবে না
খ. অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিকভাবে জীবিত থাকে
গ. কিডনি অন্য ব্যাক্তির দেহে প্রতিস্থাপন করা যায়
● মস্তিষ্ক সাময়িক কার্যক্ষমতা হারায়
৩৮.কিডনি প্রতিস্থাপনের অত্যাবশ্যকীয় শর্ত কোনটি?
ক. নিকট আত্মীয়
খ. রক্তের আত্মীয়
গ. রক্তের গ্রুপ
● টিস্যু ম্যাচ
৩৯. অতীতে দৈনিক পানি পানের নির্দেশনা ছিল কী পরিমাণ?
ক. দৈনিক ৬ গ্লাস
● দৈনিক ৮ গ্লাস
গ. দৈনিক ১০ গ্লাস
ঘ. দৈনিক ১২ গ্লাস
৪০.সাধারণ ক্লান্তি দেখা দিলে কী জাতীয় খাবার খাওয়া উচিত?
ক. ডাবের পানি
খ. চিনির শরবত
● লেবু ও লবণ মিশ্রিত শরবত
ঘ. খাবার স্যালাইন
SSC জীববিজ্ঞান ৮ম অধ্যায় MCQ : রেচন প্রক্রিয়া
৪১.মূত্রনালি সুস্থ রাখার ক্ষেত্রে করণীয় নয় কোনটি?
ক. নিয়ম অনুযায়ী জীবন যাপন
খ. ধূমপান ত্যাগ
গ. টনসিল থেকে সাবধানতা
● বেশি বেশি পানি পান
৪২.কোন খাবার অতিরিক্ত গ্রহণে মূত্রের অম্লতা বৃদ্ধি পায়?
● মাছ
খ. মাখন
গ. ভাত
ঘ. আম
৪৩.মূত্রের রং হালকা হলুদ হয় কোনটির কারণে?
ক. ইউরিয়া
খ. ইউরিক এসিড
গ. ক্রিয়েটিনিন
● ইউরোক্রোম
৪৪.মানুষের মূত্রের কত ভাগ পানি?
ক. ৯০
খ. ৯২
● ৯৫
ঘ. ৯৭
৪৫.নিচের কোনটি খেলে ক্ষারীয় মূত্র তৈরি হয়?
● আপেল
খ. কাতল মাছ
গ. গরুর মাংস
ঘ. চিনাবাদাম
৪৬.অধিক পরিমাণে আম, আনারস খেলে মূত্রের কীরূপ পরিবর্তন ঘটবে?
● লবণাক্ততা বৃদ্ধি পাবে
খ. অম্লতা বৃদ্ধি পাৰে
গ. লবণাক্ততা ও অম্লতার সমতা থাকবে
ঘ. পানির পরিমাণ বৃদ্ধি পাবে
৪৭.বৃক্কের অবতল অংশের ভাঁজকে কী বলে?
ক. মেডুলা
খ. কর্টেক্স
গ. পেলভিস
● হাইলাস
৪৮.হাইলাসের ভিতর থেকে কী বের হয়?
ক. মেডুলা
খ. কর্টেক্স
● ইউরেটার
ঘ. নেফ্রন
৪৯.মানবদেহে মোট কতটি নেফ্রন থাকে?
ক. ১০-১২ লক্ষ
● ২০-২৪ লক্ষ
গ. ২৫-৩০ লক্ষ
ঘ. ৩০-৩৬ লক্ষ
৫০. মেডুলায় সাধারণত কতটি রেনাল পিরামিড থাকে?
ক. ৬-৭
● ৮-১২
গ. ১৮-২২
ঘ. ১২-১৬
SSC জীববিজ্ঞান ৮ম অধ্যায় MCQ : রেচন প্রক্রিয়া
৫১.রেনাল প্যাপিলা কোথায় থাকে?
ক. কর্টেক্স
খ. মূত্রথলি
গ. হাইলাস
● মেডুলা
৫২.নিচের কোনটি সরাসরি পেলভিসে উন্মুক্ত হয়?
ক. হাইলাস
● প্যাপিলা
গ. ইউরেটার
ঘ. ক্যাপসুল
৫৩. কোনটি প্রসারিত হয়ে পিড়কা গঠন করে?
ক. ক্যাপসুল
● রেনাল পিরামিড
গ. পেলভিস
ঘ. কর্টেক্স
৫৪.কোনটি আস্ট্রাফিলট্রেট তৈরি করে?
● গ্লোমেরুলাস
খ. হাইলাস
গ. রেনাল ক্যাপসুল
ঘ. বোম্যান্স ক্যাপসুল
৫৫. দেহের যাবতীয় নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থ নেফ্রনে বহন করে কে?
ক. মূত্র
খ. পানি
● রক্ত
ঘ. হরমোন
৫৬. একজন সাধারণ মানুষ প্রতিদিন প্রায় কত মিলিলিটার মূত্র ত্যাগ করেন?
● ১৫০০
খ. ১৬০০
গ. ১৪০০
ঘ. ১৭০০
৫৭. বৃক্ক বা কিডনি মানবদেহে কোনটি নিয়ন্ত্রণ করে?
● রক্তচাপ
খ. ডায়রিয়া
গ. ডায়াবেটিস
ঘ. নেফ্রাইটিস
৫৮. দেহে অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে কোনটি?
ক. পাকস্থলি
খ. যকৃত
গ. ক্ষুদ্রান্ত
● বৃক্ক
৫৯. বৃক্কে পাথর হওয়ার কারণ কোনটি?
● অতিরিক্ত শারীরিক ওজন
খ. বেশি পানি পান করা
গ. অন্ত্রের সংক্রমণ
ঘ. রক্তের ঘনত্ব কমে যাওয়া
৬০.নিচের কোনটি রেচন পদার্থ?
● অ্যামোনিয়া
খ. গ্লোবিউলিন
গ. অ্যালবুমিন
ঘ. ফাইব্রিনোজেন
SSC জীববিজ্ঞান ৮ম অধ্যায় MCQ : রেচন প্রক্রিয়া
৬১.ইউরিয়া পরিস্রুত হয় কোনটিতে?
ক. মূত্রথলি
● গ্লোমেরুলাস
গ. সংগ্রাহক নালিকা
ঘ. ইউরেটার
৬২.ডায়ালাইসিস ফ্লুইডের গঠন কেমন?
● প্লাজমার ন্যায়
খ. পিত্তরসের ন্যায়
গ. লালার ন্যায়
ঘ. লসিকার ন্যায়
৬৩. রক্তে কোন পদার্থের বৃদ্ধিতে কিডনি বিকল হয়ে যায়?
● ক্রিয়েটিনিন
খ. ফ্যাট
গ. ইউরোক্রোম
ঘ. ইউরিক এসিড
৬৪.আকস্মিক কিডনি বিকল হওয়ার কারণ কোনটি?
ক. ডায়াবেটিস
খ. উচ্চ রক্তচাপ
গ. নেফ্রাইটিস
● কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া
৬৫. কোন চিকিৎসা পদ্ধতির জন্য টিস্যু ম্যাচ করা আবশ্যক?
● বৃক্ক প্রতিস্থাপন
খ. আল্ট্রাসনিক লিখট্রিপসি
গ. ইউরেটারোস্কোপিক
ঘ. ডায়ালাইসিস
৬৬. রেচনের মাধ্যমে দেহ থেকে বের হয়ে যায়-
ⅰ. অতিরিক্ত লবণ
ⅱ. অতিরিক্ত প্রাণরস
ⅲ. অতিরিক্ত পানি
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৬৭. মূত্রে পানি ছাড়াও অন্যান্য যে উপাদান থাকে তা হলো-
ⅰ. লসিকা রস
ⅱ. ইউরিক এসিড
ⅲ. ক্রিয়েটিনিন
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৬৮.মূত্র ক্ষারীয় প্রকৃতির হয়-
ⅰ. আপেল, কমলা গ্রহণে
ⅱ. মাছ, মাংস গ্রহণে
ⅲ. শাক-সবজি গ্রহণে
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৬৯. মানবদেহে বৃক্ক-
ⅰ. উদরগহ্বরের পেছনে অবস্থান করে
ⅱ. বক্ষপিঞ্জরের নিচে অবস্থান করে
ⅲ. উদরগহ্বরের সামনে অবস্থান করে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
SSC জীববিজ্ঞান ৮ম অধ্যায় MCQ : রেচন প্রক্রিয়া
৭০. বৃক্কের –
ⅰ. বাইরের দিকে অবতল ও ভিতরের দিক উত্তল
ⅱ. ক্যাপসুল নামক তন্তুময় আবরণ থাকে
ⅲ. হাইলাসে অবস্থিত গহ্বরকে পেলভিস বলে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৭১. বৃক্কের হাইলাসের ভিতর থেকে বের হয়-
ⅰ. ইউরেটার
ⅱ. রেনাল শিরা
ⅲ. রেনাল ধমনি
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৭২.পেলভিস হলো-
ⅰ. বৃক্কের অবতল অংশের ভাজা
ⅱ. হাইলাসে অবস্থিত গহ্বর
ⅲ. ইউরেটারের ফানেল আকৃতির প্রশস্ত অংশ
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৭৩. রেনাল করপাসল গঠন তথ্যের আলোকে সত্য-
ⅰ. গ্লোমেরুলাস
ⅱ. হেনলির লুপ
ⅲ. রেনাল ক্যাপসুল
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৭৪.কর্টেক্স ও মেডুলা গঠিত-
ⅰ. যোজক কলা দিয়ে
ⅱ. রক্তবাহী নালি দিয়ে
ⅲ. ভিন্ন ভিন্ন কলা দিয়ে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৭৫. মানবদেহে বৃক্কের মাধ্যমে রক্ষা পায় –
ⅰ. প্রোটিন ও লিপিডের ভারসাম্য
ⅱ. পানির ভারসাম্য
ⅲ. অম্ল ও ক্ষারের ভারসাম্য
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
SSC জীববিজ্ঞান ৮ম অধ্যায় MCQ : রেচন প্রক্রিয়া
৭৬. বৃক্কে পাথর হওয়ার কারণ—
ⅰ. অতিরিক্ত শারীরিক ওজন
ⅱ. বেশি পানি পান করা
ⅲ. বৃত্তের সংক্রমণ
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৭৭. মূত্রনালির রোগের কারণ-
ⅰ. কম পানি পান করা
ⅱ. অস্বাস্থ্যকর জীবন যাপন
ⅲ. ব্যথা নিরাময়ের ঔষধ পরিহার করা
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৭৮. কিডনি বিকল হলে –
ⅰ. রক্তে নাইট্রোজেন এর পরিমাণ কমে যাবে
ⅱ. মূত্র ত্যাগের সমস্যা দেখা দেয়
ⅲ. রক্তে ক্রিয়েটিনিন বৃদ্ধি পায়
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৭৯. বৃত্ত অকার্যকর হওয়ার লক্ষণগুলো হলো –
ⅰ. চোখ-মুখসহ সারা শরীর ফুলতে পারে
ⅱ. উচ্চ রক্তচাপ হতে পারে
ⅲ. বুকে-পিঠে তীব্র ব্যথা হতে পারে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৮০.’ব্রেন ডেড’ মানুষদের-
ⅰ. কখনোই জ্ঞান ফিরবে না
ⅱ. অগ-প্ৰত্যতা স্বাভাবিকভাবে জীবিত থাকে
ⅲ. কিডনি রোগীর দেহে প্রতিস্থাপন করা যায়
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
SSC জীববিজ্ঞান ৮ম অধ্যায় MCQ : রেচন প্রক্রিয়া
৮১. আমাদের দেশে জরুরি কিডনি প্রতিস্থাপন থেকে রোগী
বঞ্চিত হওয়ার কারণ-
ⅰ. আইনগত জটিলতা
ⅱ. টিস্যু ম্যাচ না হওয়া
ⅲ. রক্তের সম্পর্ক না থাকা
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৮২.সাধারণ ক্লান্তি বা ঘামের ক্ষেত্রে যথেষ্ট-
ⅰ. শক্তিবর্ধক প্রধ
ⅱ. লেবুর রস
ⅲ. সামান্য লবণমিশ্রিত শরবত
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৮৩.কিডনিতে পাথর হওয়ার কারণগুলো হলো-
ⅰ. অতিরিক্ত শারীরিক ওজন
ⅱ. কম পানি পান করা
ⅲ. কিডনির সংক্রমণ
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
৮৪. কিডনি বিকল হলে-
ⅰ. মূত্রের পরিমাণ কম হয়
ⅱ. প্রোটিন জাতীয় খাবার কম খেতে হয়
ⅲ. রক্তে ক্রিয়েটিনিন কমে যায়
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৮৫. বৃক্ক বিকল হওয়ার আকস্মিক কারণ হচ্ছে-
ⅰ. অতিরিক্ত রক্তক্ষরণ
ⅱ. উচ্চ রক্তচাপ
ⅲ. ডায়রিয়া
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
SSC জীববিজ্ঞান ৮ম অধ্যায় MCQ : রেচন প্রক্রিয়া
আরো পড়ুন:
এসএসসি জীব বিজ্ঞান -অধ্যায় ১(জীবন পাঠ) সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান M.C.Q. : জীবকোষ ও টিস্যু
এস.এস.সি জীববিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্ন (SSC Biology MCQ)তৃতীয় অধ্যায়: কোষ বিভাজন
নবম দশম জীববিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্ন (SSC Biology MCQ) চতুর্থ অধ্যায়: জীবনীশক্তি
আশা করছি আমাদের আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে।আমাদের যেকোনো আপডেট মিস না করতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ দেখার জন্য।