SSC রসায়ন ৩য় অধ্যায় MCQ | SSC Chemistry Chapter 3 MCQ

SSC রসায়ন ৩য় অধ্যায় MCQ | SSC Chemistry Chapter 3 MCQ

SSC রসায়ন ৩য় অধ্যায় MCQ | SSC Chemistry Chapter 3 MCQ

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম-দশম শ্রেণির রসায়ন বহুনির্বাচনী প্রশ্নে তোমাদের স্বাগতম। রসায়ন বইয়ের তৃতীয় অধ্যায় “পদার্থের গঠন” থেকে খুবই যত্নের সাথে তৈরী করা মানসম্পন্ন ৪০ টি বহুনির্বাচনী প্রশ্ন আমরা এখানে যুক্ত করেছি। যেগুলো অনুশীলন করার মাধ্যমে খুব সহজেই তুমি তোমার দক্ষতা যাচাই করতে পারবে। পাশাপাশি তোমার স্কুলের পরীক্ষা এবং এসএসসি পরীক্ষার প্রস্তুতি হিসেবেও প্রশ্নগুলো দারুণভাবে কাজে আসবে ইনশাআল্লাহ্‌।

সায়ন এমসিকিউ – পদার্থের গঠন

“পদার্থের গঠন” অধ্যায়ের এই বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউগুলো অনুশীলন করার আগে অবশ্যই মূল বইটি ভালো করে পড়ে নিবে। এরপর ৪০মিনিট সময়ের মধ্য বহুনির্বাচনী প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখে ফেলবে। আমরা প্রতিটা প্রশ্নের মান ১ নাম্বার করে ধরছি। প্রতি ১০ টি প্রশ্নের শেষে এর সঠিক উত্তরগুলোও যুক্ত করে দিয়েছি। তাই, উত্তর দেওয়া শেষে খুব সহজেই তোমরা তোমাদের প্রাপ্ত নাম্বার বের করে ফেলতে পারবে। তোমার অন্যান্য বন্ধুদের উৎসাহ দিতে তোমার প্রাপ্ত নাম্বারটি নিচে কমেন্ট করে জানিয়ে জানিয়ে দিতে পারো।

১. প্রকৃতিতে পাওয়া যায় এমন মৌল কতটি?

ক. ৮৬ খ. ৮৮

গ. ৯২ ঘ. ৯৮

২. এন্টিমনির প্রতীক কোনটি?

ক. Sb খ. Pb

গ. Sn ঘ. Zn

৩. মারকারির প্রতীক কোনটি?

ক. Sb খ. Ng

গ. Sn ঘ. Zn

৪. নিউট্রনের আপেক্ষিক আধান কত?

ক. ০ খ. ১

গ. ২ ঘ. ৩

৫. নিউট্রনের আপেক্ষিক ভর কত?

ক. ০ খ. ১

গ. ২ ঘ. ৪

৬. বিজ্ঞানী রাদারফোর্ড কত সালে পরমাণুর গঠন সম্পর্কে একটি মডেল প্রদান করেন?

ক. ১৮২৫ খ. ১৮৯০

গ. ১৯০২ ঘ. ১৯১১

৭. ইলেকট্রনের আপেক্ষিক আধান কত?

ক. -1 খ. -2

গ. -3 ঘ. 4

৮. প্রোটনের আপেক্ষিক আধান কত?

ক. -1 খ. +1

গ. 2 ঘ. 3

৯. প্রোটনের ভর কত?

ক. 1 খ. 2

গ. 3 ঘ. 4

১০. রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলো কে সংশোধন করেন?

ক. আইনস্টাইন খ. নিলস বোর

গ. নিউটন ঘ. মাদাম কুরি

সঠিক উত্তর

অধ্যায় ৩: ১.ঘ ২.ক ৩.খ ৪.ক ৫.খ ৬.গ ৭.ক ৮.খ ৯.ক ১০.খ

SSC রসায়ন ৩য় অধ্যায় MCQ | SSC Chemistry Chapter 3 MCQ

১১. আইসোটোপে পরমাণুর কোন সংখ্যাটি সমান?

ক. ইলেকট্রন খ. প্রোটন

গ. নিউটন ঘ. নিউক্লিয়াস

১২. তেজস্ক্রিয় আইসোটোপের টেকনিশিয়াল–৯৯ এর লাইফটাইম কত ঘণ্টা?

ক. ৪ খ. ৫

গ. ৬ ঘ. ৮

১৩. তেজস্ক্রিয় আইসোটোপ প্রথম কী নিরাময়ে ব্যবহার করা হয়েছিল?

ক. থাইরয়েড ক্যানসার

খ. কোলন ক্যানসার

গ. ক্যানসার

ঘ. স্কিন ক্যানসার

১৪. ব্রেন ক্যানসার নিরাময়ে কোন আইসোটোপটি ব্যবহার হয়?

ক. ইরিডিয়াম খ. অক্সিজেন

গ. পটাশিয়াম ঘ. ইথিলিন

১৫. টিউমারের উপস্থিতি নিরূপণ ও নিরাময়ে কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহৃত হয়?

ক. 60Co খ. 70Pb

গ. 20Zn ঘ. 10S

১৬. রক্তের লিউকেমিয়া রোগের চিকিৎসায় কী ব্যবহৃত হয়?

ক. 32P ফসফেট খ. 21S সালফেট

গ. পটাশিয়াম ঘ. ইথিলিন

১৭. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে?

ক. ২০০০ খ. ২১০০

গ. ২২০০ ঘ. ২৪০০

১৮. রাশিয়া চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কবে দুর্ঘটনা ঘটেছিল?

ক. ১৯৮০ সালে খ. ১৯৮২ সালে

গ. ১৯৮৬ সালে ঘ. ১৯৮৮ সালে

১৯. কোবাল্টের প্রতীক কোনটি?

ক. Cd খ. Cr

গ. Co ঘ. Ca

২০. সোডিয়ামের প্রতীক কোন ভাষা থেকে এসেছে?

ক. ইংরেজি খ. আরবি

গ. ল্যাটিন ঘ. জার্মানি

সঠিক উত্তর

অধ্যায় ৩: ১১.খ ১২.গ ১৩.ক ১৪.ক ১৫.ক ১৬.ক ১৭.ঘ ১৮.গ ১৯.গ ২০.গ

SSC রসায়ন ৩য় অধ্যায় MCQ | SSC Chemistry Chapter 3 MCQ

২১. অ্যামোনিয়ার সংকেত কোনটি?

ক. NH3 খ. H2O

গ. NH4Cl ঘ. N2O

২২. ইলেকট্রনের প্রকৃত ভর কোনটি?

ক. 6.023 X 1023gm

খ. 9.11 X 10-28gm

গ. 1.673 X 10-24gm

ঘ. 1.66 X 10-24gm

২৩. কোনো পরমাণুর নিউক্লিয়াসে কী থাকে?

ক. নিউট্রন থাকে

খ. প্রোটন ও নিউট্রন থাকে

গ. শুধু প্রোটন থাকে

ঘ. ইলেকট্রন থাকে

২৪. পারমাণবিক সংখ্যা ইংরেজির কোন অক্ষর দ্বারা প্রকাশ করা হয়?

ক. Z খ. A

গ. M ঘ. N

২৫. ভরসংখ্যাকে কী দ্বারা প্রকাশ করা হয়?

ক. P খ. A

গ. Z ঘ. M

২৬. কোনো মৌলের বা পরমাণুর আসল পরিচয় কোনটি?

ক. প্রতীক

খ. পরমাণুর ইলেকট্রন সংখ্যা

গ. পরমাণুর ভর সংখ্যা

ঘ. পারমাণবিক সংখ্যা

২৭. নিয়নের নিউক্লিয়াসে কয়টি প্রোটন থাকে?

ক. 2 খ. 10

গ. 18 ঘ. 36

২৮. K+ আয়নে ইলেকট্রন সংখ্যা কত?

ক. 18 খ. 19

গ. 20 ঘ. 39

২৯. O-2 এর নিউট্রন সংখ্যা কত?

ক. 6 খ. 7

গ. 8 ঘ. 9

৩০. Ca+2 এ ইলেকট্রন সংখ্যা কত?

ক. 18টি খ. 11টি

গ. 20টি ঘ. 38টি

সঠিক উত্তর

অধ্যায় ৩: ২১.ক ২২.খ ২৩.খ ২৪.ক ২৫.খ ২৬.ঘ ২৭.খ ২৮.ক ২৯.গ ৩০.ক

SSC রসায়ন ৩য় অধ্যায় MCQ | SSC Chemistry Chapter 3 MCQ

৩১. পরমাণুর n শক্তিস্তরে ইলেকট্রন ধারণক্ষমতা কত?

ক. 2 খ. 8

গ. 18 ঘ. 3n2

৩২. প্রতিটি অরবিটালে ইলেকট্রনের সংখ্যা কত?

ক. (2l+1) খ. (2l–1)

গ. 2(2l+1) ঘ. 2l

৩৩. রাদারফোর্ডের পরমাণু মডেল আবিষ্কৃত হয় কোন সালে?

ক. 1811 খ. 1813

গ. 1911 ঘ. 1913

৩৪. কোনটির বর্ণালী বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে?

ক. Na খ. He

গ. Be ঘ. H

৩৫. বোর পরমাণু মডেল অনুসারে কোন শক্তিস্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান কোনটি?

ক. mvr=n.h

খ. π​​​​h 2h

গ. nh 3π​​

ঘ. nh 2h

৩৬. হাইড্রোজেনের কয়টি আইসোটোপ প্রকৃতিতে পাওয়া যায়?

ক. ১টি খ. ২টি

গ. ৩টি ঘ. ৭টি

৩৭. Cu–এর পারমাণবিক ভর কত?

ক. 15.5 খ. 16

গ. 65.4 ঘ. 63.5

৩৮. নাইট্রিক অ্যাসিডের আপেক্ষিক আণবিক

ভর কত?

ক. 44 খ. 52

গ. 63 ঘ. 68

৩৯. নিচের যে মৌলগুলোর ইলেকট্রন বিন্যাসে সাধারণ নিয়মের ব্যতিক্রম দেখা যায়—

i.Cu

ii. Al

iii. Cr

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

৪০. অরবিটালের শক্তি ক্রমের ক্ষেত্রে—

i. 2s<2p<4s

ii. 3p<4s<3d

iii. 3p>4d> 5s

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৩: ৩১.ঘ ৩২.গ ৩৩.গ ৩৪.ঘ ৩৫.ক ৩৬.গ ৩৭.ঘ ৩৮.গ ৩৯.গ ৪০.ক

SSC রসায়ন ৩য় অধ্যায় MCQ | SSC Chemistry Chapter 3 MCQ

আশা করছি আমাদের আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে।আমাদের যেকোনো আপডেট মিস না করতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ দেখার জন্য।

পাঠ্য.ইনফো কে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো করুন।

Leave a Comment